IPL 2025: চমক দিচ্ছে কেকেআর, গম্ভীরকে নাকানিচোবানি খাওয়ানো এই তারকার হাতে দিচ্ছে দায়িত্ব !! 1

IPL 2025: ২০১৪ থেকে ২০২৪-এক দশকের অপেক্ষার পর অবশেষে আইপিএল (IPL) জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আগামী মরসুমেও এই সাফল্যের ধারা বজায় রাখাই লক্ষ্য বেগুনি-সোনালী শিবিরের। সেই লক্ষ্যে এখন থেকেই এগোতে চাইছে তারা। সামনেই রয়েছে মেগা অকশন। কাদের ধরে রাখা হবে, কারাই বা পড়ছেন বাদ, তা নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। নিলামের আসরে বসার আগে আরও একটি বড় কাজ সম্পন্ন করতে হবে নাইট রাইডার্সকে। মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সাথে সাথে কোচিং স্টাফ থেকেও ইস্তফা দিয়েছেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে। সেই শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করতে হবে কলকাতাকে। সেই পরিকল্পনাও সাজিয়ে রাখতে হচ্ছে বেঙ্কি মাইশোরদের।

Read More: বাংলাদেশ ছাড়লেন শাকিব আল হাসান, বিদেশের মাঠে এবার খেলবেন ক্রিকেট !!

দল ছেড়েছেন গৌতম গম্ভীর-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

২০২৪-এর আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারী গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে ক্রিকেটার হিসেবে নাইট জার্সি প্রথমবার গায়ে চাপিয়েছিলেন তিনি। ভাগ্য বদলে দিয়েছিলেন দলের, জিয়েছিলেন জোড়া খেতাব। মেন্টর হিসেবেও একই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এক দশক পর ট্রফি স্বাদ এনে দিলেন সিটি অফ জয়’কে। স্বাভাবিক কারণেই তাঁকে দীর্ঘমেয়াদী চুক্তিতে ধরে রাখতে চেয়েছিলেন দল মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। অফার দিয়েছিলেন ‘ব্ল্যাঙ্ক চেক’-এর। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন গম্ভীর। রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর শূন্য হয়েছিলো ভারতীয় দলের কোচের পদ। আইপিএল (IPL) ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেটকেই নিশানা করতে দেখা যায় গম্ভীরকে। তাঁর মগজাস্ত্রে মুগ্ধ হয়েছিলো বিসিসিআই’ও। দ্রুত তাঁর হাতেই তুলে দেওয়া হয় টিম ইন্ডিয়ার দায়িত্ব।

নাইটদের রেডারে রয়েছেন সাঙ্গাকারা-

Kumar Sangakkara | IPL | Image: Getty Images
Kumar Sangakkara | Image: Getty Images

গম্ভীরের বিকল্প কে হবেন? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের মাথায়। প্রথমে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিলো রাহুল দ্রাবিড়কে। কিন্তু রাজী হন নি তিনি। দৌড়ে একসময় ছিলেন প্রাক্তন নাইট জ্যাক ক্যালিস। কিন্তু কোচ হিসেবে এর আগে কলকাতাকে সাফল্য এনে দিতে পারেন নি তিনি। সেই অধ্যায়কে মাথায় রেখে বাতিল করা হয় তাঁকেও। ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ-এর খবর অনুযায়ী এই মুহূর্তে শাহরুখ খানদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। শ্রীলঙ্কান কিংবদন্তি রাজস্থান রয়্যালসের ডায়রেক্টর অফ ক্রিকেট। সদ্য কোচের পদ হারিয়েছেন দ্রাবিড়ের কাছে। তাঁকে রয়্যালস ফ্র্যাঞ্চাইজি থেকে ছিনিয়ে আনতে চায় নাইট রাইডার্স। ইতিমধ্যে নাকি পাঠানো হয়েছে প্রস্তাব’ও।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন জয়সূর্য-

Sanath Jayasuriya | Image: Getty Images
Sanath Jayasuriya | Image: Getty Images

আইপিএল (IPL) ছাড়াও সিপিএল, এসএ ২০’র মত, দুনিয়ার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে দল রয়েছে রাজস্থান রয়্যালসের। দ্রাবিড় (Rahul Dravid) রাজস্থানের কোচ হলেও বাকি দলগুলির দায়িত্বে এখনও রয়েছেন সাঙ্গাকারা (Kumar Sangakkara)। রাজস্থান রয়্যালসেরও ডায়রেক্টর অফ ক্রিকেট হিসেবে থাকার কথা তাঁর। এই দায়িত্ব ছেড়ে তিনি আদৌ কলকাতার মেন্টর হতে চাইবেন? প্রশ্ন রয়েই গিয়েছে অনুরাগীদের মনে। অনেকেই মনে করছেন যে মেন্টর হিসেবে আদর্শ হতে পারেন সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। শ্রীলঙ্কার প্রাক্তনী নিজে বিধ্বংসী ব্যাটার ছিলেন, কার্যকরী বোলিং-ও করতেন। কোচ হিসেবে ইতিমধ্যেই দক্ষতার প্রমাণ দিয়েছেন। গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারতকেই হারিয়েছেন ওডিআই সিরিজে। ইংল্যান্ডের মাটিতেও আক্রমণাত্মক ক্রিকেট খেলে জিতেছেন টেস্ট। কলকাতাকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রেও তিনি সেরা বাজি হতে পারেন বলে মত বোদ্ধাদের।

Also Read: IPL 2025: নিলামের আগেই চমক দিচ্ছে চেন্নাই, ছিনিয়ে নিচ্ছে RCB-র সেরা অস্ত্র’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *