ipl-2025-kkr-fans-slam-venky-mysore

IPL 2025: গত মরসুমে দুর্দান্ত ক্রিকেট খেলে তৃতীয় বারের জন্য আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। লীগ পর্ব হোক বা নক-আউটের লড়াই-ধারে ভারে কলকাতার আশেপাশেও আসতে পারে নি কোনো দল। আগাগোড়া দাপট দেখিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছিলো বেগুনি-সোনালী শিবির (KKR)। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পারফর্ম্যান্স ঠেকেছে তলানিতে। এই বছরের আইপিএলে এখনও অবধি ৮টি ম্যাচ খেলে ফেলেছে নাইটরা। এর মধ্যে জিতেছে কেবল তিনটিতে। আর হার পাঁচটি খেলায়। যেভাবে মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সের মত প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে নারাইন, রাসেল, বরুণ চক্রবর্তীদের তাতে চূড়ান্ত ক্ষুব্ধ সমর্থকেরা। ব্যর্থতার যাবতীয় দায় টিম ম্যানেজমেন্টের উপরেই চাপাচ্ছেন তাঁরা। নেটদুনিয়ায় আক্রমণের মুখে সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore)।

Read More: LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !!

KKR-এর ‘ভুল’ সিদ্ধান্ত নিয়ে চলছে চর্চা-

Venkatesh Iyer | IPL | Image: Twitter
Venkatesh Iyer | IPL | Image: Twitter

চলতি আইপিএলে (IPL) কলকাতার মুখ থুবড়ে পড়ার পিছনে থিঙ্কট্যাঙ্কের অদূরদর্শীতাই অন্যতম কারণ বলে মনে করছে নেটজনতা। মেগা নিলামের আগে রিটেনশন ও আরটিএম মিলিয়ে ছয়টি স্লট দেওয়া হয়েছিলো প্রত্যেক দল’কে। নাইট রাইডার্স কম টাকায় ছয় জনকেই রিটেন করে ঠিকই, কিন্তু আইপিএলের (IPL) নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না কর্মকর্তারা। সর্বোচ্চ সংখ্যক স্লট ব্যবহারের ক্ষেত্রে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করা বাধ্যতামূলক সে সম্পর্কে কোনো ধারণাই ছিলো না তাঁদের। অলে অহেতুক অতিরিক্ত কিছু টাকা খরচ করতে হয়ে নাইটদের। অকশন পার্স কমে দাঁড়ায় ৫২ কোটিতে। ফিল সল্ট, মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ারদের মত গত বছরের চ্যাম্পিয়ন স্কোয়াডের প্রধান স্তম্ভদের বদলে ২৩.৭৫ কোটি দিয়ে তারা ফিরিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। ‘কোন ভাবনা থেকে এহেন সিদ্ধান্ত?’ প্রশ্ন তুলেছেন সমর্থকেরা।

দল গঠনে বিগত বছরগুলোতে যে যে ভুল সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) ও অন্যান্য কর্মকর্তারা করেছেন তাও উঠে এসেছে নেটদুনিয়ার আলোচনায়। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জেতার পর কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। প্রতিভাবান তরুণকে চার বছর লাগাতার সুযোগ দিয়েছিলো কলকাতা। তরুণ প্রতিভা থেকে ঠিক যে সময় ভরসাযোগ্য টপ-অর্ডার ব্যাটার হয়ে উঠছেন তিনি, তখনই গিল’কে ছেড়ে দেন মাইশোররা। একই ঘটনা ঘটেছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ক্ষেত্রেও। আচমকাই তাঁকেও মুম্বই ইন্ডিয়ান্সের হাতে কার্যত ‘উপহার’ হিসেবে তুলে দিয়েছিলো বেগুনি-সোনালী শিবির। আজ সূর্য বিশ্বের অন্যতম সেরা টি-২০ ব্যাটার। শুভমান বা সূর্যকে ছেড়ে দিয়ে যে ভুল করেছিলো কলকাতা, তা থেকে মাইশোররা আদৌ শিক্ষা নেন নি বলেই অভিযোগ করেছেন নাইট ভক্তরা। এবার সল্ট বা নীতিশ রাণা’কে ছেড়েও করেছেন একই ভুল।

মাইশোরের দিকে উঠছে আঙুল-

Venky Mysore | Image: Twitter
Venky Mysore | Image: Twitter

ক্ষুব্ধ, হতাশ কলকাতা সমর্থকেরা দলমালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) কাছে বিনীত আবেদন রেখেছেন ভেঙ্কি মাইশোরকে সরিয়ে দেওয়ার। ‘ভুল্ভাল সিদ্ধান্ত নিয়ে উনি দলের অনেক ক্ষতি করেছেন। দয়া করে ওনাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিন,’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন একজন। ‘কিসের ভিত্তিতে নাইট রাইডার্স দল গঠন করে তা সত্যিই একটা ধাঁধা,’ মন্তব্য আরেকজনের। ‘গম্ভীর সরে যেতেই ভেঙ্কি মাইশোর ক্ষমতা ফিরে পেয়েছেন। আর তার ফলাফল সকলের চোখের সামনে,’ লিখেছেন অন্য এক নেটিজেন। ‘একটা দুর্দান্ত দলকে কি ভাবে শেষ করতে হয় তা মাইশোর দেখিয়ে দিলেন,’ ক্ষোভ চুঁইয়ে পড়েছে এক ভক্তের ট্যুইটে। তবে মাইশোর (Venky Mysore) একা নয়, সাম্প্রতিক ব্যর্থতার পর সমালোচিত হয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো’ও। ‘ওদের স্ট্র্যাটেজি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মত,’ কটাক্ষের তীর উড়ে এসেছে তাঁদের দিকে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং, ইচ্ছে করেই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, ফাঁদে আটকে গেল এই দুই খেলোয়াড়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *