ipl-2025-kkr-eyeing-buttler-as-captain

IPL 2025: ২০১৪’র পর ২০২৪ সালে আইপিএল (IPL) খেতাব মুঠোয় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। অবসান হয়েছে দশ বছরের অপেক্ষার। আগামী মরসুমেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই এখন লক্ষ্য তাদের। খেতাব জয়ের পর বিস্তর রদবদল দেখা গিয়েছে নাইটদের (KKR) স্কোয়াডে। মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সহকারী কোচের ভূমিকাতেও আর নেই অভিষেক নায়ার। ক্রিকেটারদের মধ্যে মাত্র ছয় জন’কে ধরে রাখতে পেরেছে তারা। রিঙ্কু, রাসেল, নারাইনদের (Sunil Narine) জায়গা হলেও সেই রিটেনশন তালিকায় ঠাঁই পান নি গত বারের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সংবাদমাধ্যম সূত্রে খবর যে শ্রেয়সের আর্থিক দাবী মেনে নেওয়া সম্ভব হয় নি কলকাতার পক্ষে। মেগা নিলাম থেকে নতুন নেতার সন্ধান করতে পারে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’

Read More: IND vs SA 1st T20i Stats Review: ডারবানে দাপুটে জয় ভারতের, ধুন্ধুমার ম্যাচে তৈরি হলো ৭ নয়া রেকর্ড !!

ইংল্যান্ড অধিনায়ক’কে চাইছে কলকাতা-

Jos Buttler | IPL 2025 | Image: Getty Images
Jos Buttler | Image: Getty Images

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। রিটেনশনে ৫৭ কোটি খরচ করে থাকলেও টুর্নামেন্টের নিয়মের কারণে অকশন পার্স থেকে ৬৯ কোটি টাকা কাটা গিয়েছে নাইট রাইডার্সের (KKR)। ফলে তাদের হাতে থাকছে ৫১ কোটি। এই পরিমাণ অর্থের মধ্যেই বাকি স্কোয়াড নির্মাণ করতে হবে ২০২৪-এর চ্যাম্পিয়নদের। শ্রেয়সের উত্তরসূরি খুঁজে নেওয়ার ব্যাপারে কোনো রকম কার্পণ্য করতে রাজী নন শাহরুখ খান (Shah Rukh Khan), ভেঙ্কি মাইশোর’রা (Venky Mysore)। সূত্রের খবর যে তাঁদের শর্টলিস্টে রয়েছে জস বাটলারের (Jos Buttler) নাম। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন তিনি। জিতেছেন ২০২২-এর টি-২০ বিশ্বকাপ। বেগুনি-সোনালী জার্সিতেও সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বাটলার, আশায় নাইট শিবির।

যদি বাটলার’কে (Jos Buttler) দলে সামিল করতে সক্ষম হন শাহরুখ’রা (Shah Rukh Khan), তাহলে তিনি হতে চলেছেন কলকাতা’র দ্বিতীয় ইংলিশ অধিনায়ক। এর আগে ২০২১-এ ইওন মর্গ্যানের (Eoin Morgan) কাঁধে মরসুমের মাঝপথে দায়িত্ব তুলে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। সেবার ফাইনালেও পা রেখেছিলো দল। তবে জস’কে (Jos Buttler) পাওয়ার লড়াইটা সহজ হবে না। আইপিএল (IPL) কেরিয়ারে ১০৭ ম্যাচে ৩৫৮২ রান করেছেন তিনি। রয়েছে ৭টি শতরান। ২০২২-এ কমলা টুপিও জিতেছিলেন। টি-২০ স্পেশ্যালিস্ট হিসেবে পরিচিত ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটারের পরিসংখ্যানের দিকে তাকিয়ে তাঁকে নেওয়ার জন্য আসরে নামতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এমনকি তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালস’ও বাটলারকে (Jos Buttler) ফেরানোর চেষ্টায় অল-আউট ঝাঁপাতে পারে।

রাজস্থান’কে ধন্যবাদ জানালেন বাটলার-

Jos Buttler | Image: Getty Images
Jos Buttler | Image: Getty Images

২০১৬ থেকে আইপিএলে (IPL) পথচলা শুরু হলেও কেরিয়ারের সোনালি সময়টি রাজস্থান রয়্যালসেই (RR) কাটিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার (Jos Buttler)। ২০১৮ থেকে ২০২৪-এর মধ্যে ৮৩টি ম্যাচ খেলে করেছেন ৩০১০ রান। কমলা টুপিও জিতেছেন রাজস্থানের হয়েই। আগামী মরসুমের জন্য রিটেনশন তালিকায় ঠাঁই না পেয়েও ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেন নি বাটলার (Jos Buttler)। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, “যদি এটাই শেষ হয়, তাহলে একসাথে কাটানো ৭টা অসাধারণ বছরের জন্য ধন্যবাদ জানাতে চাই রাজস্থান রয়্যালসকে। ২০১৮তে আমার ক্রিকেট কেরিয়ারের সেরা সময়টা শুরু হয়েছিলো। শেষ ছয় বছর এই গোলাপি জার্সিতে বহু দুর্দান্ত স্মৃতি অর্জন করেছি। আমি ও আমার পরিবারকে সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ। আরও অনেক কিছুই লেখা যেত, কিন্তু আপাতত এখানেই থামা যাক।”

দেখে নিন বাটলারের পোস্ট’টি-

Also Read: IPL 2025: মিচেল স্টার্কের বিকল্প খুঁজে নিলো KKR, নিলামে নাইটদের রেডারে এই দুর্দান্ত পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *