IPL 2025: এক দশকের অপেক্ষার পর ২০২৪ সালে আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। আগামী মরসুমে তাই তাদের থেকে প্রত্যাশা বেড়েছে অনেকটা। সাফল্যের স্বাদ পাওয়ার পর ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজিতে ব্যাপক রদবদল হয়েছে ইতিমধ্যেই। মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) দল ছেড়েছেন। হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়াতে (Team India)। রিটেনশন তালিকায় অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও রাখে নি নাইট (KKR) শিবির। পরিবর্তে রিঙ্কু সিং, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলের মত তারকা খেলোয়াড়কে ধরে রাখা হয়েছে। সাথে থাকছেন দুই আনক্যাপড তারকা হর্ষিত রাণা ও রমনদীপ সিং। নিলামের জন্য আরটিএম বিকল্প তুলে রাখতেও রাজী হয় নি নাইট শিবির। তারা ছটি স্লট’ই খরচ করে ফেলেছে রিটেনশনে।
Read More: সিরাজ-সরফরাজ বাদ, আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য প্রকাশ্যে আসলো ভারতীয় দলের স্কোয়াড !!
পেস ব্যাটারির মুখ হচ্ছেন আর্শদীপ-
২০২৪ আইপিএলের (IPL) মিনি নিলামে ঝড় তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২৪.৭৫ কোটি টাকা খরচ করে তারা দলে সামিল করেছিলো অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক’কে (Mitchell Starc)। টুর্নামেন্টের ইতিহাসে এত অর্থ অন্য কোনো ক্রিকেটার পান নি আগে। স্টার্ক শুরুটা ভালো করতে পারেন নি। কিন্তু পরে ছন্দ খুঁজে পান। প্লে-অফের দুইটি ম্যাচেই জয়ের নায়ক হয়েছিলেন অস্ট্রেলীয় তারকা। বড়সড় প্রাইস ট্যাগ ও বয়সের কথা মাথায় রেখে তাঁকে আর ধরে রাখতে পারে নি নাইট রাইডার্স (KKR)। সাথে ছেড়ে দিতে হয়েছে বৈভব আরোরা, দুষ্মন্ত চামিরা, শাকিব হোসেন, চেতন সাকারিয়াদের মত পেসারদেরও। রিটেনশন তালিকায় বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে কেবল জায়গা পেয়েছেন হর্ষিত রাণা (Harshit Rana)। আসন্ন মেগা নিলামে তাই পেস ব্যাটারিকে ধারালো করে তুলতে বিশেষ পদক্ষেপ নিতেই হবে কলকাতা’কে।
সংবাদমাধ্যম সূত্রে খবর যে ইতিমধ্যেই পেস বিভাগের আগামী তারকাকে খুঁজে নিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan), ভেঙ্কি মাইশোর’রা। তাঁরা নিশানা করতে চলেছেন আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। বাম হাতি পেসার এই মুহূর্তে ভারতীয় টি-২০ স্কোয়াডের অন্যতম সেরা বোলার। আন্তর্জাতিক আঙিনায় মাত্র ৫৬ ম্যাচে ৮৭ উইকেট নিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছেন। আইপিএলে (IPL) ছয় মরসুম পাঞ্জাব কিংস শিবিরে কাটিয়েছেন তিনি। ৬৫ ম্যাচে ৭৬ উইকেট নেওয়ার পরেও এবার তাঁকে ধরে রাখে নি প্রীতি জিন্টার (Preity Zinta) ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় নাইট বাহিনী। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে মেগা অকশনের আসরে। সেখানে আর্শদীপের (Arshdeep Singh) জন্য অল-আউট ঝাঁপাতে চলেছে তিন বারের চ্যাম্পিয়ন’রা।
নিলামে নিশানায় একঝাঁক তারকা পেসার-
আর্শদীপের জন্য বিপুল অর্থ খরচ করতে রাজী কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু কোনো কারণে যদি তরুণ বাম হাতি পেসারকে না পাওয়া যায়, সেক্ষেত্রে প্ল্যান-বি’ও তৈরি রাখছে ফ্র্যাঞ্চাইজি। মহম্মদ শামি, উমরান মালিকের মত তারকারাও রয়েছেন নাইটদের রেডারে। ২০২৩-এর আইপিএলে (IPL) সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের পার্পল ক্যাপ জিতেছিলেন মহম্মদ শামি। এরপর ওডিআই বিশ্বকাপেও হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। তবে চোটের কারণে ২০২৪-এর আইপিএল খেলতে না পারায় তাঁকে ধরে রাখার ঝুঁকি আর নেই নি গুজরাত টাইটান্স (GT)। বাংলার ক্রিকেটার আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন কলকাতার হয়ে। দীর্ঘ সময় পর ঘরে ফিরতে পারেন তিনি। অন্যদিকে এক্সপ্রেস পেসার উমরানের কেরিয়ার’ও গত এক-দেড় বছর খানিক বেলাইন হওয়ার মুখে। নাইট জার্সিতে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারেন তিনিও।
Also Read: IPL 2025: নেতৃত্ব হাতছাড়া কোহলির, মরসুম শুরুর আগেই হৃদয় ভাঙছে RCB সমর্থকদের !!