IPL 2025: সাম্প্রতিক সময়ে আইপিএলের (IPL) আঙিনায় কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠতে দেখা গিয়েছে রিঙ্কু সিং-কে। উত্তরপ্রদেশের তরুণ ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগে পথচলা শুরু করেছলেন পাঞ্জাব কিংস (PBKS) জার্সিতে। এরপর ২০১৮-তে প্রথমবার তিনি পা দেয় ‘সিটি অফ জয়’-এর দলে। ৮০ লক্ষ টাকার বিনিময়ে রিঙ্কু’কে দলে সামিল করেছিলো কেকেআর। বেগুনি-সোনালী শিবিরে প্রথম দফায় তিনি ছিলেন ২০২১ অবধি। বিশেষ সুযোগ’ও পান নি। ২০২২-এর মেগা অকশনের আগে তাঁকে ছেড়ে দিয়েছিলো নাইটরা (KKR)। কিন্তু নিলাম ফের রিঙ্কু’কে দলে ফেরান শাহরুখ খান (Shah Rukh Khan), বেঙ্কি মাইশোর’রা। চুক্তির অঙ্ক কমে দাঁড়ায় ৫৫ লাখে। সেই দামেই এখনও অবধি খেলে এসেছেন তিনি। ২০২৪ মরসুমের আগে বিসিসিআই-এর হস্তক্ষেপে টাকার অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটিতে।
Read More: সিংহাসনে জসপ্রীত বুমরাহ, বাংলাদেশকে গুঁড়িয়ে আইসিসি’র স্বীকৃতি পেলেন তারকা পেসার !!
নতুন রিটেনশন নিয়ম প্রকাশ বিসিসিআই-এর-
২০২৫-এর আইপিএলের (IPL) আগে থাকছে মেগা নিলাম। ৩১ জুলাই তা নিয়ে দশ ফ্র্যাঞ্চাইজির সাথে বৈঠক করেছিলো বিসিসিআই। আলোচনা হয়েছিলো রিটেনশন ও রিলিজ সংক্রান্ত বিষয়গুলি নিয়েও। অবশেষে বৈঠকে প্রায় দুই মাস পর, ২৯ সেপ্টেম্বর নিলাম সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী প্রকাশ্যে এনেছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদের মত ফ্র্যাঞ্চাইজি ৭ থেকে ৮টি রিটেনশনের জন্য দাবী জানিয়েছিলো। কিন্তু তাতে সম্মত হয় নি বোর্ড। জানা গিয়েছে ৫টি রিটেনশনের সুযোগ দেওয়া হচ্ছে দলগুলিকে। ফিরছে আরটিএম কার্ড’ও। ১টি রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহারের সুযোগ’ও থাকছে তাদের সামনে। কাদের ধরে রাখা হবে, বাদই বা দেওয়া হবে কাদের সেই নিয়েই এখন ছক সাজাতে হচ্ছে নাইট (KKR) কর্মকর্তাদের।
পাঁচটি রিটেনশন স্লটের জন্য নির্ধারিত অর্থের অঙ্কটাও প্রকাশ করে দিয়েছে বোর্ড। প্রথম তিনটি স্লটের জন্য দিতে হবে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি। আর চতুর্থ ও পঞ্চম স্লটের মূল্য থাকছে ফের ১৮ ও ১৪ কোটি টাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গতবার চমৎকার পারফর্ম্যান্স করেছেন সুনীল নারাইন (Sunil Narine), আন্দ্রে রাসেল (Andre Russell), ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) মত ক্রিকেটার। এছাড়াও নজর কেড়েছেন ফিল সল্ট (Phil Salt), হর্ষিত রাণা, মিচেল স্টার্কের মত ক্রিকেটাররা। ‘প্রব্লেম অফ প্লেন্টি’র শিকার হতে হচ্ছে আপাতত নাইট শিবির’কে। পারফর্ম্যান্সের ভিত্তিতে কোন পাঁচ জনকে রাখা হবে, কাদেরই বা সম্ভাব্য ‘আরটিএম’-এর জন্য তালিকাভুক্ত করা হবে বাছতে গিয়ে হিমশিম তারা। সদ্য দলের সাথে যোগ দিয়েছেন নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। চিন্তায় তিনিও।
রিঙ্কু’কে নিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছে দল-
রিঙ্কু সিং-এর ভবিষ্যৎ কি? নাইট (KKR) শিবিরের অন্দরে কান পাতলে এখনও পর্যন্ত এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর মিলবে না। দলমালিক শাহরুখ খানের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। প্রতিভাধর তরুণ’কে ভবিষ্যতের বাজি মনে করছেন অনেকে। টিম ম্যানেজমেন্ট’ও হয়ত ছাড়তে চান না তাঁকে। কিন্তু নয়া রিটেনশন নিয়ম চাপে ফেলছে তাঁদের। রিঙ্কু (Rinku Singh) বর্তমানে ক্যাপড খেলোয়াড়, বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত। ফলে তাঁকে যদি রিটেনশন স্লট দিতে গেলে অন্তত ১১ কোটি তাকা দিতে হবে নাইট রাইডার্সকে (KKR)। যা তাঁর পুরনো চুক্তির অঙ্কের ২২ গুণ। ২০২২-এর মত নিলাম থেকে পুনরায় নেওয়ার চেষ্টা করে দেখতে পারে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু দুই বছর আগের রিঙ্কু আর বর্তমানের রিঙ্কু’র মূল্যের অন্তর আকাশ-পাতাল হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে অনেক বেশী অর্থ খরচ করতে হতে পারে। আরটিএম ব্যবহার করলেও ঘটতে পারে একই ঘটনা। সব মিলিয়ে ‘উভয় সঙ্কটে’ দল।