IPL 2025: দীর্ঘ অপেক্ষার পর আজ সামনে এলো আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা। বিকেল সাড়ে পাঁচটার সময় প্রকাশিত হয় তা। ২০২৫ মরসুমের জন্য দিল্লী ধরে রাখছে না ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। কে এল রাহুলের সাথে সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ও। ক্রিকেটকে এখনি বিদায় জানাচ্ছে না মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৪ কোটিতে আনক্যাপড ক্রিকেটার হিসেবে তাঁকে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। গত বছর মিচেল স্টার্ক পেয়েছিলেন ২৪.৭৫ কোটি তাকা। রিটেনশনের তালিকা প্রকাশের পর অটুট রইলো সেই রেকর্ড। সর্বোচ্চ ২৩ কোটি পেয়েছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। বেঙ্গালুরু বিরাট কোহলির জন্য খরচ করেছে ২১ কোটি। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ নাইট রাইডার্স (KKR) কাদের ধরে রাখে, নজর ছিলো সেদিকে। দীপাবলির দিন একের পর এক চমক রইলো তাতে।
Read More: নিলামের আগেই দীপাবলির বোনাস পেলেন অভিষেক-ক্লাসেন, জায়গা হারালেন ট্রফি জয়ী অধিনায়ক !!
বাদ শ্রেয়স, ছয় তারকায় ভরসা নাইটদের-
পাঁচ জন’কে ধরে রাখার জন্য সর্বোচ্চ ৭৫ কোটি টাকা খরচ করা যাবে, গত ২৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে ৫৭ কোটিতেই নিজেদের রিটেনশন তালিকা প্রস্তুত করে নিলো গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। শ্রেয়স আইয়ারের আর্থিক চাহিদা পূরণ করতে সম্মত হন নি কর্মকর্তা’রা। ফলে রিলিজ করে দেওয়া হয়েছে ট্রফিজয়ী অধিনায়ককে। বদলে কলকাতা ভরসা রেখেছে ঘরের ছেলের উপরেই। সর্বোচ্চ ১৩ কোটি টাকা তারা দিয়েছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। গতবারের নিলামে ৫৫ লাখ টাকা পেয়েছিলেন তিনি। সেখান থেকে লম্বা লাফ দিয়েছে তাঁর আর্থিক চুক্তির অঙ্ক। দ্বিতীয় স্লটে রাখা হয়েছে সুনীল নারাইন’কে (Sunil Narine)। ২০১২ থেকে খেলছেন তিনি বেগুনি-সোনালী জার্সিতে। আসন্ন মরসুমে পাবেন ১২ কোটি টাকা।
তৃতীয় স্লটটি দেওয়া হয়েছে আন্দ্রে রাসেল’কে (Andre Russell)। নারাইনের মতই ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার’ও পাচ্ছেন ১২ কোটিই। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকেও দেওয়া হচ্ছে একই পরিমাণ অর্থ। রিটেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছিলো যে আনক্যাপড ক্রিকেটারদের ধরে রাখতে হলে ৪ কোটি টাকা খরচ করলেই চলবে ফ্র্যাঞ্চাইজিদের। সেই সুযোগ কাজে লাগিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা রিটেন করেছে হর্ষিত রাণা ও রমনদীপ সিং-কে (Ramandeep Singh)। মোট ৮ কোটি টাকা খরচ হতেছে তাদের। গত মরসুমে বল হাতে ১৯ উইকেট নিয়েছিলেন হর্ষিত। লোয়ার অর্ডারে বেশ কিছু ক্যামিও’র পাশাপাশি ফিল্ডিং-এ নজর কেড়েছিলেন রমনদীপ। তাঁদের উপরেই বিনিয়োগ করছে নাইটবাহিনী।
রাসেল’কে নিয়ে সিদ্ধান্ত বদল কলকাতা’র-
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের (Andre Russell) আইপিএল (IPL) ‘জার্নি’ শুরু হয়েছিলো দিল্লী ক্যাপিটালসের জার্সিতে। জাত চেনাতে না পারায় তাঁকে ‘রিলিজ’ করে দেয় দিল্লী। এরপরই কলকাতায় যোগ দেন তিনি। ২০১৪ সালে প্রথমবার পা দেন বেগুনি-সোনালী ড্রেসিংরুমের অন্দরে। এরপর এক দশক নাইটদের সাথেই কাটিয়েছেন তিনি। ২০২৫ আইপিএলের (IPL) আগে দীর্ঘ সম্পর্কে ফাটল ধরার জল্পনা শুরু হয়েছিলো। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে নারাইনকে ধরে রাখলেও রাসেল’কে ‘রিলিজ’ করতে বাধ্য হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু সেই কঠিন সিদ্ধান্ত আর নিতে হলো না বেঙ্গি মাইশোরদের। গতবার ১৬ কোটির চুক্তি ছিলো তাঁর সাথে। এবার দাম কমিয়েই পুরনো দলে থেকে গেলেন ক্যারিবিয়ান তারকা।