IPL 2025: শ্রেয়স আইয়ারের চাহিদা মেটাতে ব্যর্থ KKR, ৩০ কোটির কারণেই হলো বিচ্ছেদ !! 1

IPL 2025: গতকাল বিকেলে যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিটেনশন তালিকা প্রকাশ করলো আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) চমক দিয়েছে রিটেনশন তালিকায়। আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহারের জন্য অপেক্ষা করে নি বেগুনি-সোনালী শিবির। তারা ছয় জন ক্রিকেটারকেই ‘রিটেন’ করার নীতি নিয়েছে। গত বছরের স্কোয়াড থেকে রিঙ্কু সিং (Rinku Singh), সুনীল নারাইন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh) ও হর্ষিত রাণা’কে (Harshit Rana) ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আইয়ারদের মত তারকাদের পাশাপাশি রিটেনশন তালিকায় ঠাঁই হয় নি শ্রেয়স আইয়ারেরও। এক দশক পর শ্রেয়সের (Shreyas Iyer) অধিনায়কত্বেই আইপিএলের খেতাব জিতেছিলো কলকাতা। কিন্তু বছর ঘোরার আগেই তাঁকে ছেঁটে ফেললো ফ্র্যাঞ্চাইজি।

Read More: IPL 2025: দীপাবলিতে লটারি লাগলো রিঙ্কু সিং-এর, মালামাল করলেন শাহরুখ খান !!

বাদ পড়লেন শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২২ সালে দিল্লী ক্যাপিটালস (DC) ছেড়ে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর হাতেই তুলে দেওয়া হয় নেতৃত্বের ব্যাটন। খাতায়-কলমে তিন মরসুম বেগুনি-সোনালী শিবিরের সাথে যুক্ত থাকলেও শ্রেয়স মাঠে নেমেছেন মাত্র দুই বছর। ২০২২-এ করেন ৪০১ রান। এরপর ২০২৩-এ পিঠের চোটের কারণে খেলতে পারেন নি। ২০২৪-এ প্রত্যাবর্তন ঘটান। করেন ৩৫১ রান। নেতৃত্বে নজর কেড়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই সাফল্য এসেছিলো নাইট (KKR) শিবিরে। কিন্তু ট্রফি জয়ী অধিনায়ককে পরবর্তী মরসুমের জন্য ধরে রাখে নি টিম ম্যানেজমেন্ট। ভেঙ্কি মাইশোর, শাহরুখ খানদের চমকপ্রদ সেই সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। শ্রেয়সের আকাশছোঁয়া চাহিদার কারণেই নাকি তাঁকে রিটেন করতে পারে নি কলকাতা।

রিটেনশন তালিকা প্রকাশের দিনকয়েক আগে শোনা গিয়েছিলো যে প্রথম স্লটেই শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer) রিটেন করার ব্যপারে আগ্রহী ছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। অর্থাৎ বিগত বছরের থেকে বেশী অর্থ তাঁকে দেওয়ার ব্যপারে রাজী ছিলেন ভেঙ্কি মাইশোর’রা। কিন্তু ক্রিকেট তারকার চাহিদা শুনে পিছিয়ে আসতে বাধ্য হয় নাইট টিম ম্যানেজমেন্ট। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে আগামী মরসুমে কলকাতা’র জার্সি গায়ে চাপানোর জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে ৩০ কোটি টাকা দাবী করেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। এই মুহূর্তে সেই পরিমাণ অর্থ তাঁকে দেওয়া আদৌ যুক্তিযুক্ত বলে মনে করে নি নাইটদের থিঙ্কট্যাঙ্ক। ফলে তাঁকে রিলিজ করার পথেই হাঁটেন তাঁরা। ১৩ কোটির বিনিময়ে প্রথম রিটেনশন স্লটটি দেওয়া হয় রিঙ্কু সিং-কে। ১২ কোটি করে পেয়েছেন বরুণ, নারাইন, রাসেল। ৪ কোটি পাচ্ছেন দুই আনক্যাপড তারকা।

নিলামে অংশ নেবেন শ্রেয়স-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

আগামী মাসে আয়োজিত হতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলাম। পন্থ, রাহুলদের মত শ্রেয়সের অংশগ্রহণ’ও বাড়াতে চলেছে সেই মেগা অকশনের জৌলুস। জোর গুঞ্জন যে ট্রফিজয়ী অধিনায়ককে নিয়ে দড়ি টানাটানি চলতে পারে নিলামের আসরে। শ্রেয়সের (Shreyas Iyer) পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালস তাঁকে দলে ফেরাতে আগ্রহী। ঋষভ পন্থ দলত্যাগ করার পর সেখানে শূন্য হয়েছে অধিনায়কের আসন। শ্রেয়সকে সেই পদে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। নতুন অধিনায়কের সন্ধানে থাকতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংসের (PBKS) মত ফ্র্যাঞ্চাইজিও। তারাও নিশানা করতে পারে শ্রেয়সকে। পাঞ্জাব কিংসের কোচ হিসেবে আগামী মরসুমে দেখা যাবে রিকি পন্টিং-কে (Ricky Ponting)। দিল্লীতে থাকার সময় তিনি কাজ করেছেন ঋষভের সাথে। পুরনো ছাত্রকে নিতে হাত বাড়াতে পারেন অজি কিংবদন্তিও।

Also Read: IPL 2025: শেষ মুহূর্তে ‘ইউ টার্ন’ নাইট রাইডার্সের, ঘরের ছেলে রাসেল’কে হাতছাড়া করলো না শাহরুখের ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *