IPL 2025: গত ৩১ অক্টোবর নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিসিসিআই-এর তরফে ছয় জন’কে ধরে রাখার সুযোগ করে দেওয়া হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিদের জন্য। অধিকাংশ দল’ই পাঁচ বা তার কম সংখ্যক রিটেনশন স্লট ব্যবহার করেছে। এক বা একাধিক স্লট খালি রেখেছে আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্পের জন্য। কিন্তু ব্যতিক্রম কলকাতা নাইট রাইডার্স। তারা আরটিএমের জন্য অপেক্ষা করতে রাজী হয় নি। বেগুনি-সোনালী শিবির ছ’টি স্লটই ব্যবহার করেছে রিটেনশনের জন্য। তারা ১৩ কোটিতে ধরে রেখেছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ১২ কোটি টাকা করে পাচ্ছনে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল। এছাড়া দু’জন আনক্যাপড তারকা-হর্ষিত রাণা ও রমনদীপ সিং-কে ‘রিটেন’ করেছে তারা। ছয় জনের এই তালিকায় স্টার্ক, সল্টদের মত সুযোগ পান নি গত মরসুমের ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার’ও।
Read More: ওয়াংখেড়ে থেকে নির্বাসিত শাহরুখ, বলিউড বাদশাহ’র জন্মদিনে ফিরে দেখা বিতর্কিত সেই অধ্যায় !!
শ্রেয়স’কে ‘রিলিজ’ করেছে নাইট’রা-
২০২২ সালের আইপিএল (IPL) মেগা অকশন থেকে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাঁর কাঁধেই তুলে দেওয়া হয় অধিনায়কত্বের ভার’ও। খাতায়-কলমে তিন মরসুম নাইট জার্সিতে কাটিয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। কিন্তু আদতে মাঠে নেমেছেন দুই বছর। ২০২৩-এর আইপিএলে (IPL) পিঠের চোটের কারণে খেলতে পারেন নি তিনি। দুই মরসুমে তিনি রান করেছেন যথাক্রমে ৪০১ ও ৩৫১। গড় ৩৫-এর বেশী। স্ট্রাইক রেট’ও প্রায় ১৪০-এর কাছাকাছি। পাশাপাশি নেতা হিসেবে নজর কেড়েছিলেন বছর ২৯-এর তারকা। গত মরসুমে মেন্টর গম্ভীরের সাথে তাঁর বোঝাপড়া সোনা ফলিয়েছে নাইট (KKR) শিবিরের জন্য। কিন্তু তা সত্ত্বেও ২০২৫-এর আইপিএলের জন্য স্কোয়াড নির্মাণ করতে বসে শ্রেয়স’কে বাদের তালিকাতেই রাখলেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা।
আগামী মরসুমে শ্রেয়স কোন দলের জার্সি গায়ে চাপাবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিলো। শোনা গিয়েছিলো যে অন্তত দুটি আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির বিরাট অর্থের প্রস্তাব ছিলো তাঁর কাছে। সাথে ছিলো নেতৃত্বের টোপ’ও। রিটেনশন তালিকা প্রকাশের দুই দিন আগে খবর সামনে আসে যে শেষ মুহূর্তে তারকা ক্রিকেটারকে ধরে রাখার লড়াইতে নেমেছিলো কলকাতা নাইট রাইডার্স’ও। কিন্তু শেষরক্ষা যে হয় নি তার প্রমাণ মিলেছে গত পরশুর রিটেনশন তালিকা থেকেই। মাত্র তিন বছরের মধ্যে কেন বিচ্ছেদ হলো শ্রেয়স ও কলকাতা ফ্র্যাঞ্চাইজির মধ্যে? পর্যালোচনা করতে গিয়ে উঠে এসেছে ক্রিকেটারের আকাশছোঁয়া চাহিদার কথাই। পুরনো দলে থাকার জন্য নাকি ৩০ কোটি টাকার কাছাকাছি অর্থ দাবী করে বসেছিলেন শ্রেয়স। যা মানা সম্ভব হয় নি নাইট কর্তৃপক্ষের পক্ষে। ফলে তাঁকে বাদ দিয়েই এগোনোর পরিকল্পনা নিতে হয়েছে।
শ্রেয়সকে ফেরানোর চেষ্টা করবে কলকাতা ?
আইপিএল (IPL) রিটেনশন তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে মুখ খুলেছেন নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore)। রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন শ্রেয়স আইয়ার সম্পর্কেও। স্পষ্ট জানান, “শ্রেয়স আমাদের তালিকায় এক নম্বরে ছিলো। দলের অবিচ্ছেদ্য অংশ ছিলো ও, ভালো পারফর্ম করেছে। আমার সাথে ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভালো ছিলো ওর। তবে প্রত্যেকে নিজেদের সিদ্ধান্ত নিজে নেয়, নিজেরাই ঠিক করে কোন সিদ্ধান্তটা তাঁদের জন্য সঠিক, কোন দিশায় তাঁরা যেতে চান।” মুম্বইয়ের ক্রিকেটার সম্পর্কে মুগ্ধতা যে এখনও রয়েছে নাইট শিবিরের অন্দরে তা স্পষ্ট ভেঙ্কি মাইশোরের মন্তব্যেই। সেই কারণেই বিশেষজ্ঞমহলের অনেকেই মনে করছেন যে নভেম্বরের মেগা নিলামে ফের শ্রেয়সের জন্য ঝাঁপাতে পারে নাইটরা। ৩০ কোটি নিলামে তাঁর দাম ওঠার সম্ভাবনা ক্ষীণ। তাই অপেক্ষাকৃত কম দামে তাঁকে দলে ফিরিয়ে ফের সঁপা হবে নেতৃত্বের ব্যাটন।
দেখুন কি বলেছেন ভেঙ্কি মাইশোর-
We hope people won’t say anymore Shreyas Iyer didn’t get the respect he deserves. KKR gave him first retention but he didn’t accept. Hear what Venky Mysore is saying 👍🏻pic.twitter.com/11PW0a0pCY
— KKR Vibe (@KnightsVibe) November 1, 2024