IPL 2025: ২০২৪ আইপিএলের (IPL) আগে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রাক্তন অধিনায়কের প্রত্যাবর্তনে খুশির হাওয়া বয়েছিলো বেগুনি-সোনালী শিবিরে। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে দলের সাথে যুক্ত হওয়ার পর কেকেআরের খোলনলচে বদলে দিয়েছিলেন তিনি। ২০১২ ও ২০১৪তে দুটি খেতাব’ও জিতিয়েছিলেন দল’কে। সাফল্যের সেই ধারা মেন্টর হিসেবেও ধরে রেখেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। প্রথম মরসুমেই দল’কে এনে দিয়েছেন তৃতীয় আইপিএল (IPL) ট্রফি। যেভাবে আগাগোড়া ক্রিকেটারদের একই সূত্রে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি, যেভাবে মগজাস্ত্রের ব্যবহারে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষ’কে, তাকে মরসুম শেষে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
Read More: TOP 3: ২০২৫-এর WTC ফাইনাল জিতবে ভারতই, এই ৩টি কারণ দিচ্ছে সাক্ষ্য !!
KKR ছেড়ে টিম ইন্ডিয়াতে যোগ দিয়েছেন গম্ভীর-
নাইট (KKR) ফ্র্যাঞ্চাইজি চেয়েছিলো দীর্ঘমেয়াদী চুক্তিতে গম্ভীরকে (Gautam Gambhir) ধরে রাখতে। দলমালিক শাহরুখ খান নাকি ব্ল্যাঙ্ক চেক’ও অফার করেছিলেন তাঁকে। কিন্তু রাজী হন নি ক্রিকেট তারকা। ভারতীয় ক্রিকেট দলের ডাক এড়ানো সম্ভব হয় নি তাঁর পক্ষে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার (Team India) কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। কেকেআর ছেড়ে দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে কোহলি, রোহিতদের হেডস্যরের পদে বসেছেন গম্ভীর। তাঁর বিদায়ে সমস্যা বেড়েছিলো নাইট রাইডার্সের (KKR)। ২০২৫ মরসুম শুরুর আগে নতুন মেন্টর খুঁজতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে শাহরুখ খান, বেঙ্কি মাইশোর’দের। দ্রাবিড়, ক্যালিস, পন্টিং-এর মত তারকাদের নাম শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে। শেষমেশ ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়েন ব্র্যাভো’র (Dwayne Bravo) হাতেই দলের রাশ তুলে দিলেন কর্মকর্তা’রা।
কলকাতার নতুন মেন্টর হচ্ছেন ব্র্যাভো-
সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন মেন্টর হিসেবে আজ ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) নাম ঘোষণা করা হয়েছে কলকাতা নাইট রাইডার্স-এর তরফে। টি-২০’র দুনিয়ায় পরিচিত নাম তিনি। খেলোয়াড় হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রফি জিতেছেন। আইপিএলেও (IPL) বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সি গায়ে মাঠে নেমেছেন ক্রিকেটার জীবনে। প্রশিক্ষক হিসেবে তাঁর কেরিয়ার স্বল্পদিনের হলেও ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। ২০২৩ ও ২০২৪-এর আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) বোলিং পরামর্শদাতা ছিলেন তিনি। এছাড়াও ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে কাজ করেছেন আফগানিস্তান শিবিরের পরামর্শদাতা হিসেবে। এবার আইপিএলে ফিরছেন কলকাতার মেন্টরের দায়িত্ব নিয়ে। গম্ভীরের জুতোয় পা গলানো সহজ হবে না, তা জানেন ব্র্যাভো। কিন্তু চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি।
দেখুন KKR-এর পোস্ট’টি-
Say hello to our new Mentor, DJ ‘sir champion’ Bravo! 💜
Welcome to the City of Champions! 🎶🏆 pic.twitter.com/Kq03t4J4ia
— KolkataKnightRiders (@KKRiders) September 27, 2024
নাইট জার্সিতেই অবসর নিয়েছেন ‘চ্যাম্পিয়ন’-
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১টি টি-২০ খেলেছেন ব্র্যাভো (Dwayne Bravo)। সংগ্রে ১২৫৫ রান ও ৭৮ উইকেট। কুড়ি-বিশের ক্রিকেটে মাঠে নেমেছেন মোট ৫৮২টি ম্যাচে। রান সংখ্যা ৬৯৭০ ও উইকেট ৬৩১টি। দুই দশকের কেরিয়ার’কে বিদায় জানিয়েছেন নাইট রাইডার্স জার্সিতেই। কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্সের (TKR) হয়ে খেলেছেন জীবনের শেষ পেশাদার ক্রিকেট ম্যাচ। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ শুরুর আগেই মরসুম শেষে অবসর নেবেন বলে ঘোষণা করেছিলেন ব্র্যাভো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোটা টুর্নামেন্ট আর খেলা হলো না তাঁর। গত ২৫ তারিখ সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পেয়ে ছিটকে যান তিনি। যবনিকা পড়ে এক বর্ণময় অধ্যায়ের। এবার নাইটদের হয়েই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় ‘চ্যাম্পিয়ন।’