ipl-2025-kane-can-replace-brook-in-dc

IPL 2025: সতেরো বছরের চেষ্টাতেও আইপিএল (IPL) জিততে পারে নি দিল্লী ফ্র্যাঞ্চাইজি। তারা পথচলা শুরু করেছিলো দিল্লী ডেয়ারডেভিলস নামে। জার্সির রং ছিলো কালো ও লাল। সময়ের সাথে নাম বদলেছে তাদের। ডেয়ারডেভিলসের বদলে এসেছে ক্যাপিটালস (DC)। জার্সির কালো রং মুছে গিয়ে এসেছে নীল, কিন্তু ভাগ্য আর বদলায় নি। ২০২০ সালে খেতাব জয়ের কাছাকাছি পৌঁছেও ফিরতে হয়েছে খালি হাতেই। হতাশার চিত্রটা এবার বদলাতে মুখিয়ে রয়েছে ফ্র্যাঞ্চাইজি। ঋষভ পন্থের সাথে বিচ্ছেদ হয়েছে তাদের। রিকি পন্টিং-কেও সরিয়ে দেওয়া হয়েছে কোচের হটসিট থেকে। নতুন প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন হেমাঙ্গ বাদানি, রয়েছেন নয়া মেন্টর কেভিন পিটারসেন’ও। প্রথম খেতাবের লক্ষ্যে আগামী ২৪ তারিখ থেকে আসরে নামছে তারা। তবে মরসুম শুরুর আগে হ্যারি ব্রুকের (Harry Brook) সরে দাঁড়ানো নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কর্মকর্তাদের।

Read More: জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস

IPL-এ খেলছেন না হ্যারি ব্রুক-

Harry Brook | IPL | Image: Getty Images
Harry Brook | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে (IPL) ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থতার পর ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইংল্যান্ডের তরুণ। এরপর ২০২৪-এ দিল্লী ক্যাপিটালসে (DC) জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু দিদার মৃত্যুতে সরে দাঁড়ান তিনি। শেষ মুহূর্তে বদলি খুঁজতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি। তার পরেও ২০২৫-এ ব্রুকের উপর আস্থা রেখেছিলো দিল্লী শিবির। মেগা নিলামে ৬ কোটি ২৫ লক্ষের বিনিময়ে দলে সামিল করেছিলো তাঁকে। কিন্তু ফের একবার হতাশাই উপহার দিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি মিটতেই একটি বিজ্ঞপ্তি জারি করে ব্রুক জানিয়ে দিয়েছেন যে এবারের আইপিএল (IPL) থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিচ্ছেন তিনি।

“আমি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লী ক্যাপিটালস ও তাদের সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি,” ট্যুইটারের লিখেছেন হ্যারি ব্রুক (Harry Brook)। আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দিতেই ফ্র্যাঞ্চাইজি লীগের হাতছানি এড়াচ্ছেন তিনি, স্পষ্ট করেছেন ইংল্যান্ডের তরুণ তুর্কি। “ইংল্যান্ড দলের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসন্ন সিরিজের প্রস্তুতির জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে চাইছি। তার আগে আমার কিছুদিনের বিরতি প্রয়োজন, নিজেকে রিচার্জ করে নেওয়ার জন্য। আমি জানি সকলে বুঝবে না বিষয়টি, কিন্তু আমার যেটি সঠিক মনে হয়, সেটাই আমায় করতে হবে…” সংযোজন তাঁর। দল পাওয়ার পর সরে দাঁড়ালে দুই বছরের জন্য নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে, নিলামের আগেই জানিয়ে দিয়েছিলো বিসিসিআই। ব্রুক সেই শাস্তি পান কিনা সেদিকে তাকিয়ে সকলে।

দেখুন ব্রুকের বিজ্ঞপ্তি’টি-

বিকল্প হতে পারেন কেন উইলিয়ামসন-

Kane Williamson | Image: Getty Images
Kane Williamson | Image: Getty Images

২০২৪-এ ব্রুক (Harry Brook) সরে দাঁড়ানোয় বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামসকে দলে নিয়েছিলো দিল্লী ক্যাপিটালস। এবারও আইপিএল (IPL) শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে না খেলার ঘোষণা করেছেন ইংল্যান্ড তারকা। আবারও পার্থ জিন্দল, কিরণ কুমার গ্রান্ধীদের বাধ্য হয়েই নামতে হবে বিকল্পের সন্ধানে। ক্রিকেটমহল মনে করছে মিডল অর্ডার ব্যাটার হিসেবে ব্রুকের আদর্শ বিকল্প হতে পারেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। নিউজিল্যান্ডের কিংবদন্তি ইতিপূর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাত টাইটান্সের খেলেছেন। জিতেছেন কমলা টুপি’ও। নভেম্বরের মেগা নিলামে এবার দল পান নি ঠিকই। কিন্তু বিকল্প হিসেবে দ্বিতীয় সুযোগ আসতেই পারে তাঁর সামনে। এবার একইসাথে হবে আইপিএল ও পিএসএল। ইতিমধ্যে করাচী কিংসে নাম লিখিয়েছেন উইলিয়ামসন। যদি সত্যিই ডাক পান উইলিয়ামসন, তাহলে পাক লীগ’কে বিদায় জানিয়ে ভারতে আসতে হবে তাঁকে।

Also Read: IPL 2025: ঋষভ পন্থকে ক্যাপ্টেনসি দিয়ে ভুল করলো LSG, ট্রফি জয়ী অধিনায়ককে সরাসরি না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *