IPL 2025: গম্ভীরের উত্তরসূরি খুঁজে নিলো KKR, আগামী আইপিএলে মেন্টর হচ্ছন প্রাক্তন অধিনায়ক !! 1

IPL 2025: দীর্ঘ এক দশকের ট্রফি খরার পর অবশেষে ২০২৪ সালে শিকে ছিঁড়েছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ভাগ্যে। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে তৃতীয় বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে তারা। টুর্নামেন্টের তৃতীয় সফলতম দল হিসেবে আরও খানিক পোক্ত করে নিয়েছে তাদের অবস্থান। সাফল্যের পর মাসখানেক কাটতে না কাটতেই অবশ্য পরবর্তী মরসুমের জন্য পরিকল্পনা সাজানোর কাজে ফিরতে হয়েছে কর্মকর্তাদের। ২০২৫-এর আইপিএল (IPL) শুরুর আগে রয়েছে মেগা অকশন। কাদের ধরে রাখা হবে, কাদেরই বা দেখানো হবে বাইরের রাস্তা, রিলিজ-রিটেনশন-আরটিএমসহ নানান বিষয় নিয়ে আপাতত চিন্তিত বেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা (Shah Rukh Khan)। পাশাপাশি তাদের ভাবতে হচ্ছে নতুন মেন্টর ও কোচিং স্টাফ নিয়োগের কথাও।

Read More: IPL 2025: নিলামের আগেই স্পষ্ট দিল্লী ক্যাপিটালসের পরিকল্পনা, ঋষভ নয় বরং অক্ষর প্যাটেল পাচ্ছেন দলের দায়িত্ব !!

দল ছেড়েছেন গৌতম গম্ভীর-

Gautam Gambhir | IPL | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

২০২৪-এর আইপিএলের (IPL) আগে মেন্টর হিসেবে নাইট রাইডার্স (KKR) দলের সাথে যুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে অধিনায়ক হিসেবে কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরেই ভাগ্য বদলে গিয়েছিলো দলের। প্রথম তিন মরসুম শেষ চারের ছাড়পত্র আদায়ে ব্যর্থ হওয়া নাইটদের (KKR) প্রথম বছরেই প্লে-অফে নিয়ে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় বছরেই এনে দিয়েছিলেন ট্রফি জয়ের স্বাদ। এরপর ২০১৪ সালেও গম্ভীরের হাত ধরেই খেতাব জেতে কলকাতা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মেন্টর হিসেবে দুই বছর দায়িত্ব সামলানোর পর তিনি ফিরেছিলেন নিজের পুরনো দলে। আরও একবার যেন তাঁর হাত ধরেই ভাগ্য ফিরে পায় বেগুনি-সোনালী ব্রিগেড। আসে বহু কাঙ্ক্ষিত ট্রফি।

গোটা আইপিএল (IPL) মরসুম জুড়ে গম্ভীরের মগজাস্ত্রের প্রয়োগ নজর কেড়েছিলো। পরবর্তী কালে রিঙ্কু সিং, নীতিশ রাণা’দের (Nitish Rana) মত খেলোয়াড়রাও জানান যে দলকে এক সূত্রে বেঁধেছিলেন মেন্টর’ই। গম্ভীরের ‘ম্যান ম্যানেজমেন্ট’ ও স্ট্র্যাটেজি নির্মাণের দক্ষতা নজর এড়ায় নি ভারতীয় বোর্ডেরও। রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। সেই প্রস্তাব গ্রহণ’ও করেছেন গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। কিন্তু ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাব ফিরিয়ে ‘মেন ইন ব্লু’তেই যোগ দিয়েছেন প্রাক্তন ওপেনার। সাথে সহকারী হিসেবেও কেকেআর কোচিং স্টাফ থেকে নিয়ে গিয়েছেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে।

বেছে নেওয়া হতে পারে ক্যালিস’কে-

Jacques Kallis | Image: Getty Images
Jacques Kallis | Image: Getty Images

গম্ভীর দল ছাড়ায় সমস্যার সম্মুখীন ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা। মেগা অকশনের আগেই নতুন মেন্টর খুঁজে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। প্রথমে শোনা গিয়েছিলো যে ভারতীয় দলের সদ্যপ্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিলো। তবে আপাতত সংবাদমাধ্যম সূত্রে খবর যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস’কে (Jacques Kallis) পরবর্তী মেন্টর হিসেবে ভাবা হচ্ছে। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার নিজের খেলোয়াড় জীবনে কলকাতা নাইট রাইডার্স (KKR) জার্সি গায়ে চাপিয়েছিলেন চার মরসুমের জন্য। জিতেছেন দুটি ট্রফিও। ২টি ম্যাচে করেছেন অধিনায়কত্ব’ও। ২০১৬ থেকে ২০১৯ অবধি KKR-এর কোচিং-এর দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।

Also Read: IPL-এর আগেই অবসর CSK কিংবদন্তি’র, বাইশ গজ’কে বিদায় জানালেন জোড়া বিশ্বকাপজয়ী তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *