ipl-2025-journalist-loses-calm-over-pant-failure

IPL 2025: শুরুটা হার দিয়ে করেছিলো লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো তারা। তারকাখচিত সানরাইজার্স হায়দ্রাবাদকে ২৩ বল বাকি থাকতেই ধরাশায়ী করলো সুপারজায়ান্টস শিবির। টসে জিতে ‘অরেঞ্জ আর্মি’কে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো লক্ষ্ণৌ। শার্দুল ঠাকুরের চমৎকার স্পেলের সৌজন্যে পাওয়ার-প্লে’তেই অভিষেক শর্মা ও ঈশান কিষণ ফেরেন সাজঘরে। এরপর ট্র্যাভিস হেড (Travis Head), হেনরিখ ক্লাসেনদের মরিয়া চেষ্টা সত্ত্বেও ১৯০-এর বেশী এগোতে পারে নি সানরাইজার্স। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় নি লক্ষ্ণৌরও। ফেরেন এইডেন মার্করাম। তবে এরপর নিকোলাস পুরান ও মিচেল মার্শের জোড়া অর্ধশতক জয়ের ভিত গড়ে দেয় তাদের। ঝোড়ো ক্যামিও খেলেন আব্দুল সামাদ’ও। ৫ উইকেটে লক্ষ্ণৌ জিতলেও ফের ব্যর্থ হয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। আর তাতেই মেজাজ হারাতে দেখা গেলো এক সাংবাদিককে।

Read More: IPL 2025 CSK vs RCB Dream 11 Prediction: চেন্নাই বনাম বেঙ্গালুরু দ্বৈরথে কাদের হাতে সাফল্যের চাবিকাঠি? ফ্যান্টাসি ক্রিকেটের সব তথ্য জানুন এক ক্লিকে !!

পন্থের অফ-ফর্মে মেজাজ হারান সাংবাদিক-

Journalism Loses Calm After SRH vs LSG Match | Image: Twitter
Journalism Loses Calm After SRH vs LSG Match | Image: Twitter

জেড্ডার মেগা নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG) যোগ দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ দর পেয়েছেন তিনি। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে এখনও পর্যন্ত দেখা যায় নি প্রাইস ট্যাগের প্রতিফলন। প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে শূন্য রান করে আউট হয়েছিলেন তিনি। কুলদীপ যাদবের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে ধরা পড়েন ফাফ দু প্লেসির হাতে। গতকালও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না তিনি। ১৫ বলে ১৫ রান করেই ফিরতে হলো সাজঘরে। হর্ষল প্যাটেলের ফুলটস সামলাতে না পেরে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন মহম্মদ শামি’র (Mohammed Shami) হাতে। ম্যাচ শেষে দুই পক্ষের পারফর্ম্যান্স নিয়ে সংবাদমাধ্যম স্পোর্টস তক্‌-এর স্টুডিয়োতে চলছিলো কাটাছেঁড়া। পন্থ প্রসঙ্গ উঠতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে স্টুডিয়োতে উপস্থিত এক সাংবাদিকের। ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে বসেন তিনি।

“আরে কিসের অধিনায়ক? এমন অধিনায়ক চুলোয় যাক!” বলে স্টুডিয়োর একটি টিভিতে আঘাত করেন ঐ সাংবাদিক। ভেঙে যায় টেলিভিশন স্ক্রিণটি। এরপর সামনে থাকা কাঁচের টেবিলটিকেও ধাক্কা মারেন তিনি। ছুঁড়ে ফেলেন হাতের কাগজ। এরপরেও ক্ষোভ প্রশমিত হয় নি তাঁর। “…এমন অধিনায়কের কোনো প্রয়োজনই নেই। এমন একজন যদি ক্যাপ্টেন হয় তাহলে কি করে কাজ হবে? ওর ভরসায় থাকলে (আজও) কিচ্ছু হত না। ওকে গিয়ে শেখাও যে এত সুযোগ সবাই পায় না” বলতে শোনা যায় তাঁকে। ঐ সাংবাদিকের কাণ্ডে তখন হতভম্ব স্টুডিয়োতে উপস্থিত অন্য সকলে। স্পোর্টস তক্‌-এর সিনিয়র সাংবাদিক বিক্রান্ত গুপ্তাও (Vikrant Gupta) উপস্থিত ছিলেন ঐ অনুষ্ঠানে। ঘটনার আকস্মিকতায় বেশ কিছুক্ষণ চুপ ছিলেন তিনিও। শেষমেশ পরিস্থিতি হাল্কা করতে বলেন, “বাবাজী’র আজ মেজাজ বেশীই গরম হয়ে গিয়েছে।”

দেখে নিন গোটা ঘটনার ভিডিও-

জয় স্বস্তি যুগিয়েছে, জানালেন পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

ব্যক্তিগত ব্যর্থতা নয়, ঋষভ পন্থকে (Rishabh Pant) তৃপ্তি দিয়েছে দলীয় সাফল্য। গতকাল ম্যাচ শেষে সাক্ষাৎকারে দীপ দাশগুপ্তকে তেমনটাই জানিয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস অধিনায়ক। বলেন, “বড়সড় স্বস্তি পেলাম। আমরা গোটা প্রক্রিয়াটার উপর আস্থা রাখছি।” দীর্ঘ মরসুমে ওঠাপড়া যে চলবেই তা জানেন তাঁরা, স্বীকার করে নিয়েছেন পন্থ। জানান, “একটা জয়ের পরেই আকাশে উঠে যাওয়া আর একটা হারের পর হতাশায় ডুবে যেতে আমরা রাজী নই। দল হিসেবে যা আমাদের হাতে নেই তা নিয়ে ভাবছি না। আমার মেন্টরও যা আমাদের হাতে রয়েছে তা নিয়েই ভাবাই পরামর্শ দিয়েছেন। সেটাই করেছি।” হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক পিচে তাঁর বোলাররা যেভাবে পারফর্ম করেছেন, তার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ঋষভের গলায়। আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন জয়ের নায়ক শার্দুল ঠাকুরকে। “এখনও সেরা ক্রিকেটটা খেলি নি আমরা। তবে জয় পেয়ে খুশি,” সংযোজন তাঁর।

Also Read: IPL 2025 CSK vs RCB: বেঙ্গালুরুর বিপক্ষেও স্পিনেই আস্থা চেন্নাইয়ের, দাক্ষিণাত্য ডার্বিতে তারকা বোলারকে পাচ্ছেন না ঋতুরাজরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *