IPL 2025: আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে দশ ফ্র্যাঞ্চাইজি। বাকি স্কোয়াড নির্মাণের লক্ষ্য সামনে রেখে নিলামের টেবিলে মুখোমুখি হতে চলেছে দলগুলি। ইতিমধ্যেই তা নিয়ে তুঙ্গে উত্তেজনা। ভারতীয় তারকাদের মধ্যে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের দিকে রয়েছে নজর। তাঁরা কত মূল্যে, কোন দলে যোগ দেবেন তা নিয়ে রয়েছে কৌতূহল। এছাড়া জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েলের মত আইপিএলের আসরে ঝড় তোলা বিদেশীদেরও দেখা যাবে নিলামে। তাঁদের জন্যও মরণপণ যুদ্ধ চলতে পারে। মেগা নিলামে আকর্ষণের কেন্দ্রে জায়গা করে নিতে পারেন জোফ্রা আর্চার’ও।
Read More: পার্থে অজি পেসারদের তান্ডব, প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া !!
নিলামে যোগ করা হলো জোফ্রার নাম-
২০১৮ সালে আইপিএলে (IPL) প্রথমবার পা রেখেছিলেন ক্যারিবিয়ান-জাত ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। নজর কেড়েছিলেন তিনি। প্রথম মরসুমে ১৫ উইকেট পেয়েছিলেন তিনি। পরবর্তী দুই মরসুমে রাজস্থানের (RR) জার্সি গায়ে যথাক্রমে ১১ ও ২০ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু ২০২০’র পর থেকে চোট-আঘাত ভুগিয়েছে তাঁকে। আইপিএলের (IPL) আসরে তিনি প্রত্যাবর্তন ঘটান ২০২৩ সালে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে ৫টির বেশী ম্যাচ খেলতে পারেন নি। তার পরেই দেশে ফিরে যেতে হয়েছিলো তাঁকে। শেষ মুহূর্তে জোফ্রার বিকল্প হিসেবে ইংল্যান্ডেরই ক্রিস জর্ডানকে (Chris Jordan) সই করায় মুম্বই। লম্বা সময় চোট-আঘাত ভুগিয়েছে তাঁকে। ২০২১-এর শুরু থেকে টেস্ট ক্রিকেট খেলতে পারেন নি তিনি। সাদা বলের ক্রিকেটেও মাঝেমধ্যেই ছিটকে যেতে হয়েছে তাঁকে।
চলতি বছরের শুরুতেই নিয়মিত সাদা বলের ক্রিকেটে ফিরেছেন জোফ্রা। খেলেছেন পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অংশ নিয়েছিলেন টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup)। আগামী বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে পাওয়া যাওয়ার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট সংস্থা। ২০২৫-এর আইপিএলের (IPL) নিলামে অংশ নেওয়ার জন্যও নাম লিখিয়েছিলেন জোফ্রা। সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য রেখেছিলেন নিজের। কিন্তু ৫৭৪ জন ক্রিকেটারের চূড়ান্ত শর্টলিস্ট যখন প্রকাশ করা হয়, তখন দেখা যায় সেখানে নাম নেই তাঁর। চমকেছিলেন অনেকেই। কিন্তু দিনকয়েকের মধ্যেই দেখা গেলো নাটকীয় পটপরিবর্তন। মেগা নিলাম শুরু হওয়ার দিন তিনেক আগে ফের শর্ট লিস্টে জায়গা করে দেওয়া হলো জোফ্রাকে (Jofra Archer)।
কি হবে জোফ্রা’র IPL ভবিষ্যৎ?
শর্ট লিস্ট থেকে বাদ পড়ার পর আর্চার ও তাঁর প্রতিনিধিদল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও বিসিসিআই-এর সাথে আলোচনা চালায় দফায় দফায়। ইসিবি’র সাথে সেপ্টেম্বর অবধি কেন্দ্রীয় চুক্তি আছে তাঁর। গতবারের মিনি অকশনে আর্চারকে অংশ নিতে দেয় নি ইসিবি। এবারও তেমন অবস্থান নিলে সমস্যায় পড়তে পারতেন তিনি। বিদেশীদের নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে ভারতীয় বোর্ড। পূর্বে আইপিএলে (IPL) অংশ নেওয়া কোনো বিদেশী যদি মেগা নিলামে নাম নথিভুক্ত না করান, তাহলে পরবর্তী মিনি নিলামেও নাম দিতে পারবেন না তিনি। এমনকি দল পাওয়ার পর কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া সরে দাঁড়ালে দুই বছরের জন্য নির্বাসিতও হতে হবে। আলোচনার পরেই নেওয়া হয়েছে তাঁকে নিলামে সংযুক্ত করার সিদ্ধান্ত। তিনি ফাস্ট বোলারদের প্রথম সেটে (সেট-৬) আরও সাত জনের সঙ্গে থাকবেন। প্রথম দিনেই ভাগ্য নির্ধারিত হবে তাঁর।
Also Read: IPL 2025: মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক-সূর্য’কে রেখেই আইপিএলের জন্য সেরা একাদশ বাছলো ChatGpt !!