IPL 2025: ২০০৮ সালে আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকেই টুর্নামেন্টে খেলছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর পথচলা শুরু হয়েছিলো রাজস্থান রয়্যালসের জার্সিতে। প্রথম মরসুমে রয়্যালসদের ট্রফি জয়ের পিছনে বড়সড় অবদান ছিলো তাঁর। টুর্নামেন্টের অন্যতম সেরা উঠতি খেলোয়াড়ের তকমাও পেয়েছিলেন তিনি। এরপর দল বদল করে যান কোচি টাস্কার্সে। সেই দল ঝাঁপ বন্ধ করার পর অবশেষে তাঁর গায়ে ওঠে চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সি। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নির্বাসিত থাকায় গুজরাত লায়ন্সের হয়ে মাঠে নেমেছিলেন। তারপর প্রত্যাবর্তন ঘটান সুপার কিংস শিবিরেই। দেখতে দেখতে এক দশকেরও বেশী সময় সেখানে কাটিয়ে ফেলেছেন তিনি। সমর্থকেরা ভালোবেসে যেমন ধোনি’কে ডাকেন ‘থালা’ বলে, রায়না’কে সম্বোধন করেন ‘চিন্নাথালা’ বলে, তেমন তাঁরা জাদেজার নাম দিয়েছেন ‘থালাপতি।’
Read More: PAK vs BAN: “পুরো হাসির খোরাক…” বাংলাদেশের বিপক্ষে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান, কটাক্ষে বাবরদের বিঁধলো সোশ্যাল মিডিয়া !!
জাদেজা-চেন্নাই সম্পর্কে ভাঙনের সম্ভাবনা-
২০২২ সালে চেন্নাই সুপার কিংস (CSK) ফ্র্যাঞ্চাইজির সাথে দুরত্ব বেড়েছিলো রবীন্দ্র জাদেজা’র (Ravindra Jadeja)। কর্মকর্তাদের সাথে তলানিতে ঠেকেছিলো তাঁর সম্পর্ক। মরসুমের শুরুতে তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলেও আইপিএলের (IPL) মাঝামাঝি সময় তাঁর হাত থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছিলো। পুনরায় অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনিকেই (MS Dhoni)। ২০২৩-এর আইপিএলের আগেই রিলিজ চাওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেই সময় দুই পক্ষের মাঝে সেতুবন্ধনের কাজটি করেন ধোনিই। তিনিই একান্ত আলাপচারিতায় জাদেজাকে রাজী করান চেন্নাই সুপার কিংসেই থেকে যেতে। কাকতালীয় ভাবে গুজরাত টাইটান্সকে (GT) হারিয়ে যখন ট্রফি জেতে সিএসকে, তখন উইনিং শট’টা এসেছিলো জাদেজার ব্যাট থেকেই। দৌড়ে গিয়ে সবার প্রথম ধোনিকেই জড়িয়ে ধরেছিলেন চেন্নাইয়ের ‘থালাপতি।’
২০২২-এ জাদেজার (Ravindra Jadeja) বিদায় রোখা গেলেও ২০২৪-এ সম্ভবত আর সে পথে হাঁটবে না চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। মেগা অকশন যে হচ্ছে তা জানানো হয়েছে বিসিসিআই-এর তরফে। কতজন’কে রিটেন করা যাবে তা এখনও স্পষ্ট নয়। যদি চার বা ছয় রিটেনশন-এর ছাড়পত্র দেওয়া হয় বোর্ডের তরফ থেকে তাহলে ২০২৫-এর আইপিএলে (IPL) হলুদ জার্সি গায়ে জাদেজার মাঠে নামা পড়ে যাবে প্রশ্নচিহ্নের সামনে। গত তিন মরসুমে ব্যাট হাতে তিনি করেছেন যথাক্রমে ১১৬, ১৯০ ও ২৬৭ রান। উইকেট সংখ্যা ৫, ২০ ও ৮। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। সাথে আন্তর্জাতিক টি-২০ থেকে নিয়েছেন অবসর। ৩৬ বর্ষীয় অলরাউন্ডারের উপর ভবিষ্যতের বাজি লাগানো সঠিক সিদ্ধান্ত হবে না বলেই মনে করতে পারেন কাশী বিশ্বনাথন’রা। তাঁকে জায়গা দেওয়া হতে পারে রিলিজ তালিকায়।
গুজরাত টাইটান্সে যেতে পারেন জাদেজা-
২৯ জুন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর আন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে সংবাদমাধ্যমকে বলেছেন যে আইপিএলে (IPL) অংশ নিতে চান। যদি চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে ধরে রাখতে না চায়, তাহলে দুটি রাস্তা খোলা থাকবে তাঁর সামনে। ট্রেডিং উইন্ডো খুললে অন্য কোনো দলে ট্রেডিং পদ্ধতিতে পা রাখা, অথবা নিলামে নাম লিখিয়ে অপেক্ষা করা। জাদেজা (Ravindra Jadeja) সম্ভবত দ্বিতীয় পন্থাটাই বেছে নিতে পারেন।
মনে করা হচ্ছে তারকা অলরাউন্ডার যদি মেগা অকশনে নাম লেখান তাহলে তাঁকে নিতে ঝাঁপাতে পারে গুজরাত টাইটান্স (GT)। রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ও রশিদ খানের (Rashid Khan) মাঝে ব্যাটিং করতে পারেন তিনি। সাথে তিনি যোগ দিলে স্পিন বিভাগেও ধার বাড়বে ফ্র্যাঞ্চাইজি’র। গুজরাতেই জন্ম জাদেজা’র। মোতেরা’য় (নরেন্দ্র মোদী স্টেডিয়াম) খেলেই বড় হয়েছেন, যা কিনা গুজরাত টাইটান্সের (GT) হোম স্টেডিয়াম। কেরিয়ারের সায়াহ্নে এসে ‘হোম টিম’-এর হয়েই মাঠে নামতে পারবেন তিনি।