ipl-2025-ishan-kishan-to-join-gt
Ishan Kishan | Image: Getty Images

IPL 2025: ২০১৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। ৬.২০ কোটি টাকায় প্রথম যোগ দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিতে। অন্যতম সেরা পারফর্মার হওয়া সত্ত্বেও ২০২২-এর রিটেনশন তালিকায় জায়গা হয় নি তাঁর। তবে ঈশানকে দলে ফেরানোর জন্য সেই সময় মরিয়া ছিলেন নীতা আম্বানিরা (Nita Ambani)। ১৫.২৫ কোটির বিশাল অর্থমূল্যে আরও একবার মুম্বই শিবিরেই প্রত্যাবর্তন ঘটান তিনি। এরপর কেটে গিয়েছে আরও তিন বছর। ২০২৫ আইপিএলেও (IPL) রয়েছে মেগা নিলাম। গত ৩১ অক্টোবর রিটেনশন তালিকা প্রকাশ করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এবারও জায়গা পান নি ঈশান (Ishan Kishan)। বদলে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা’কে ধরে রেখেছেন আম্বানিরা। ২০২২-এর মত নিলামে কি ঈশান’কে নিশানা করবে মুম্বই? সাম্প্রতিক পারফর্ম্যান্স ও পরিসংখ্যান বিচার করে নিশ্চিত হতে পারছে না ক্রিকেটমহল।

Read More: ৪,৪,৪,৬,৬,৬,৬… ইতিহাস গড়লেন যশবর্ধন, ৪০০ রান বানিয়ে উঠে আসলেন খবরই শিরোনামে !!

নতুন দলে যোগ দিতে পারেন ঈশান-

Ishan Kishan | IPL 2025 | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসছে ২০২৫ আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। ঋষভ পন্থ, কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ারদের পাশাপাশি নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছেন ঈশান কিষণ’ও (Ishan Kishan)। মুম্বই ইন্ডিয়ান্স নয়, বরং আগামী মরসুমে গুজরাত টাইটান্স (GT) জার্সি গায়ে তাঁর মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন বিশেষজ্ঞ’রা। টাইটান্স শিবিরের হয়ে এতদিন দস্তানা হাতে মাঠে নামতেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। কিন্তু এবার আর রিটেন করা হয় নি তাঁকে। ৪০ পেরোনো বঙ্গ তারকা অবসরের সিদ্ধান্তও ঘোষণা করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাই উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধি’র আদর্শ বিকল্প হিসেবে ঈশানকেই নিশানা করতে পারে ২০২২-এর চ্যাম্পিয়নরা। একইসাথে ওপেনার হিসেবেও ঋদ্ধিমানের শূন্য আসন পূরণ করতে পারেন তিনি।

ঈশান কিষণ’কে (Ishan Kishan) দলে সামিল করার ব্যপারে বড় ভূমিকা নিতে পারেন খোদ গুজরাত টাইটান্স (GT) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ঝাড়খণ্ডের তারকার সাথে শুভমানের বন্ধুত্ব বেশ গভীর। দু’জনে প্রচুর সময় কাটান একই সাথে। জাতীয় দলের হয়ে বিদেশ সফরে গেলেও অবিচ্ছিন্ন থাকে তাঁদের জুটি। প্রিয় বন্ধুর সাথে আইপিএলেও (IPL) ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ হয়ত ছাড়তে চাইবেন না শুভমান। ঈশানের গুজরাতে যোগদান নিয়ে গুঞ্জন উস্কে দিয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। গত বছর আহমেদাবাদে যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছিলেন ঈশান (Ishan Kishan), তখন তাঁর সাথে খুনসুটিতে মেতেছিলেন শুভমান। দুই বন্ধুর সেই ভিডিও শেয়ার করেছে টাইটান্স শিবির। রিইউনিয়নের জল্পনা শুরু হয়েছে তাতেই।

দেখুন সেই ভিডিও-

বিতর্কে জড়িয়েছেন ঈশান কিষণ-

Ishan Kishan | Image: Getty Imagea
Ishan Kishan | Image: Getty Imagea

অস্ট্রেলিয়ার মাটিতে বড়সড় বিতর্কের মুখে ঈশান কিষণ (Ishan Kishan)। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভারত-এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া-এ দলের প্রথম বেসরকারী টেস্ট ম্যাচটি ছিলো গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। সেখানেই চতুর্থ দিনের খেলা শুরুর আগে বল বদলানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ভারত-এ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে আনা হয় বল বিকৃতির অভিযোগ। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন খেলোয়াড়’রা। আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন ঈশান কিষণ। “গোটা বিষয়টি অত্যন্ত বোকা বোকা,” বলের তিনি। এছাড়া ‘স্টুপিড’-এর মত শব্দও ব্যবহার করতে শোনা গিয়েছে উইকেটরক্ষক-ব্যাটারকে। ঈশানের (Ishan Kishan) বক্তব্য ভালো চোখে দেখেন নি আম্পায়ার শন ক্রেগ। তিনি বলেন, “তোমার নামে অবাধ্যতার অভিযোগ করা হবে। এটা অশালীন আচরণ।“ আগামীতে ভারতীয় তারকা কোনো শাস্তি পান কিনা, নজর থাকবে সেদিকে।

 Also Read: IPL 2025: নাইট জার্সিতে এবার নতুন ‘ক্যাপ্টেন’, বিশ্বজয়ী তারকার দিকে হাত বাড়াচ্ছেন শাহরুখ অ্যান্ড কোং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *