IPL 2025: সকলকে চমকে দিল দিল্লি ক্যাপিটাল্স, ঋষভ পন্থকে সরিয়ে ঈশান কিষানকে দিচ্ছে দলের অধিনায়কত্ব !! 1

IPL 2025: সতেরো বছর টানা আইপিএলে (IPL) অংশ নিয়েছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজি। ২০২০ সালে খেলেছে ফাইনাল। বেশ কয়েকবার শেষ চারে পৌঁছলেও ট্রফি ক্যাবিনেট তাদের রয়েছে গিয়েছে শূন্যই। নাম বদলে দিল্লী ডেয়ারডেভিলস থেকে হয়েছে দিল্লী ক্যাপিটালস (DC), বদল এসেছে লোগো, জার্সির রঙে, কিন্তু খেতাব জয়ের স্বপ্ন আর পূরণ হয় নি। গত দুই বছরে যথাক্রমে নয় ও ছয়ে শেষ করতে হয়েছে তাদের। ২০২৫-এর আইপিএলে (IPL) ঘুরে দাঁড়াতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্য একটাই-ট্রফি জয়। সেই জন্য যাবতীয় কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে তারা। মেগা অকশন রয়েছে সামনে। এখনও রিটেনশন বা রিলিজ নিয়ে কোনো তথ্য সামনে না এলেও, নিজেদের মত করে পরিকল্পনা সাজিয়ে রাখছে দিল্লী। কোচ পন্টিং-এর পর অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) দল ছাড়ার গুঞ্জনের মাঝেই বিকল্প স্থির করে রাখছেন কর্মকর্তারা।

Read More: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দল ঘোষণা করলো ভারত, রোহিতকে সরিয়ে বুমরাহকে দেওয়া হলো দায়িত্ব !!

দিল্লী ছাড়তে পারেন ঋষভ পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন যে ঋষভ পন্থকে (Rishabh Pant) ধরে রাখারই চেষ্টা করবেন তাঁরা। তা সত্ত্বেও বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটারের আইপিএল (IPL) ভবিষ্যৎ স্পষ্ট করে বলা যাচ্ছে না এখনই। ২০১৬ থেকে দিল্লী’র জার্সি গায়ে চাপিয়েই খেলে আসছেন ঋষভ। ২০২২ থেকে সামলাচ্ছেন নেতৃত্ব। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০২৩ আইপিএল খেলতে না পারলেও ২০২৪-এ তাঁকে প্রত্যাবর্তনের মঞ্চ করে দিয়েছে দল। তা সত্ত্বেও ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে নতুন চ্যালেঞ্জের সন্ধানে ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানাতে চাইছেন তারকা ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনি বিদায় জানাতে পারেন বাইশ গজ’কে। তাঁর উত্তরসূরি হিসেবে হলুদ জার্সি গায়েই নাকি মাঠে নামতে চান পন্থ। মেগা অকশনের আগেই দিল্লীর কাছে চাইতে পারেন রিলিজ।

পন্থের বদলি হতে পারেন ঈশান কিষণ-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

বাংলা সংবাদপত্র ‘আজকাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ (Sourav Ganguly) জানিয়েছিলেন যে আগামী মরসুমের জন্য এখন থেকেই সবরকম পরিকল্পনা সাজিয়ে রাখছেন তাঁরা। ঋষভের (Rishabh Pant) দলত্যাগের গুঞ্জন নিঃসন্দেহে কানে পৌঁছেছে তাঁদেরও। সবরকমের পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকছে ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘ সম্পর্ক ত্যাগ করে ঋষভ যদি দল ছাড়েন, তাহলে তাঁর বিকল্প হিসেবে ঝাড়খণ্ডের ঈশান কিষণ’কে (Ishan Kishan) নিশানা করতে পারে ক্যাপিটালস (DC) শিবির। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে খেলেন ঈশান। কিন্তু ছ’টি রিটেনশন স্লটের মধ্যে হয়ত তাঁকে জায়গা দেওয়া সম্ভব হবে না ফ্র্যাঞ্চাইজির পক্ষে। এই সুযোগটাই কাজে লাগাতে চায় দল্লী (DC)। তারা নিলাম থেকে দলে সামিল করতে পারে তরুণ উইকেটরক্ষক-ব্যাটার’কে।

পন্থ (Rishabh Pant) সরে দাঁড়ালে অধিনায়ক পদ’ও শূন্য হবে দিল্লী ক্যাপিটালসের (DC)। রিটেনশন স্লটে যাঁদের ধরে রাখা হতে পারে বলে মনে হচ্ছে তাঁদের মধ্যে নেতৃত্বের অভিজ্ঞতা নেই বিশেষ কারও। ফলে নতুন অধিনায়কের দায়িত্ব’ও তারা তুলে দিতে পারে ঈশান কিষণের (Ishan Kishan) হাতেই। ভারতের অনুর্দ্ধ-১৯ দল’কে এর আগে নেতৃত্ব দিয়েছেন ঈশান (Ishan Kishan)। একইসাথে ঝাড়খণ্ড রাজ্য দলের অধিনায়ক হিসেবেও এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন। গত আইপিএল (IPL) মরসুমটা ব্যাট হাতে বিশেষ ভালো যায় নি ঈশানের। বিসিসিআই-এর সাথে ঠাণ্ডা যুদ্ধের কারণে বেশ চাপে ছিলেন তিনি। সম্প্রতি বুচিবাবু টুর্নামেন্টে ফিরেছেন ছন্দে। তাঁর ব্যাট থেকে এসেছে শতরান’ও। চাইবেন নতুন দলের হয়ে নতুন আইপিএল (IPL) মরসুমে ফর্মের শিখরে পৌঁছতে।

যুবরাজকে কোচিং-এর প্রস্তাব দিল্লী’র-

Yuvraj Singh | Image: Twitter
Yuvraj Singh | Image: Twitter

২০১৮ থেকে ২০২৪ অবধি দিল্লী ক্যাপিটালসের কোচ ছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। অস্ট্রেলীয় কিংবদন্তি সাত মরসুমের মধ্যে পাঁচবারই আইপিএলের প্লে-অফে নিয়ে যেতে পারেন নি ফ্র্যাঞ্চাইজিকে। ধারাবাহিক ব্যর্থতার চিত্রে বদল আনার লক্ষ্যে এবার কোচ বদলের পথে হাঁটতে চলেছেন কর্মকর্তারা। ইতিমধ্যেই রিকি পন্টিং-এর সাথে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ সম্পন্ন করা হয়েছে। খোঁজ চলছে নতুন প্রশিক্ষকের। আর বিদেশী কোচ নয়, এবার যে ভারতীয়দের উপরেই আস্থা রাখা হবে তা এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজেও কোচিং করানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু শোনা যাচ্ছে শেষমেশ আর কোচ হওয়া হচ্ছে না সৌরভের। ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁকে প্রস্তাব’ও দেওয়া হয়েছে। এখনও সিদ্ধান্ত জানান নি তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর যে গুজরাত টাইটান্স’ও আগ্রহ দেখিয়েছে যুবরাজকে কোচ করার ব্যপারে।

Also Read: IPL 2025: বুকে পাথর রেখে সিদ্ধান্ত নিচ্ছে KKR, দলের মেরুদন্ড ব্যাটসম্যানকে নিলামের আগেই করছে ছাটাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *