ipl-2025-harshit-and-yashasvi-clashed

IPL 2025: গুয়াহাটির ডক্টর ভূপেন হাজারিকা স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। জমজমাট ম্যাচের মাঝেই সংঘাতে টিম ইন্ডিয়ার দুই তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রাণা। প্রতিদ্বন্দ্বীতার সূচনাটা হয়েছিলো পঞ্চম ওভারে। দিল্লীর পেসারের স্লোয়ার বল সামলাতে পারেন নি যশস্বী (Yashasvi Jaiswal)। ক্যাচ তুলে দিয়েছিলেন। নিজের বোলিং-এর ফলো থ্রু’তে সেই ক্যাচ যদিও ধরা সম্ভব হয় নি হর্ষিতের পক্ষে। তাঁর এই ভুল কতটা চাপের মুখে ফেলবে নাইটদের? গুঞ্জন শুরু হয়ে গিয়েছিলো গুয়াহাটির গ্যালারিতে। কিন্তু নবম ওভারে ভুলের প্রায়শ্চিত্ত করেন হর্ষিত’ই। মঈন আলি’র বলে তাঁরই হাতে ধরা পড়েন রাজস্থান রয়্যালসের (RR) তারকা। কাঁধের উপর থেকে ভার নেমে যাওয়ায় যেভাবে যশস্বীর উইকেটটি উদ্‌যাপন করেছিলেন হর্ষিত, তা অবশ্য পছন্দ হয় নি তাঁর। তা নিয়েই খানিক উত্তপ্ত হলো পরিস্থিতি।

Read More: IPL 2025, RR vs KKR: নাইট বোলিংয়ে ভেঙে পড়লো রাজস্থানের ব্যাটিং লাইনআপ, ১৫১ রানে শেষ হলো প্রথম ইনিংস!!

মঈন আলি’কে স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু শটে যথেষ্ট দূরত্ব না থাকায় মাঠের বাইরে যায় নি তা। বরং সহজ ক্যাচ তালুবন্দী করেন হর্ষিত রাণা। হাঁটুতে ভর দিয়ে বেশ খানিকটা হেঁটে উইকেট উদ্‌যাপন করতে দেখা যায় তাঁকে। যশস্বীর সম্ভবত পছন্দ হয় নি জাতীয় দলের সতীর্থের আচরণ। তিনি বিরক্ত চোখে বেশ খানিকক্ষণ চেয়ে থাকেন হর্ষিতের দিকে। এরপর মাথা নাড়তে নাড়তে ফেরেন সাজঘরে। যদিও বাগ্‌বিতণ্ডায় জড়ান নি । একবার জীবন ফিরে পেয়েও আজ ২৪ বলে ২৯ রানের বেশী করেতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম্যান্স করার পর থেকেই নিম্নগামী যশস্বীর ফর্মের গ্রাফ। নয়া বছরে রঞ্জি খেলে ব্যর্থ হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুধে ওয়ান ডে অভিষেকেও রান পান নি। অফ ফর্ম সঙ্গী আইপিএলেও।

নাইট বোলিং-এর বিরুদ্ধে আজ অবশ্য সাফল্য পান নি রাজস্থানের কোনো ব্যাটারই। ইনিংসের শুরুতেই বৈভব আরোরার ডেলিভারি লেগস্টাম্প ছিটকে দেয় সঞ্জু স্যামসনের। ১৩ করে সাজঘরমুখী হন তিনি। ১৫ বলে ২৫-এর বেশী এগোতে পারেন নি কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আজ গুয়াহাটিতে সাফল্য পেলেন কলকাতার ‘রহস্য স্পিনার।’ মঈন আলি, বৈভব আরোরা, হর্ষিত রাণারাও নজর কেড়েছেন বল হাতে। তাঁদের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালসকে ১৫১ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে কলকাতা। রান তাড়া করতে নেমে আপাতত চালকের আসনে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিই। প্রতিবেদন লেখার সময় অবধি তাদের স্কোর ১১২/২। অর্ধশতক করে ক্রিজে রয়েছেন ক্যুইন্টন ডি কক। সঙ্গী অঙ্গকৃষ রঘুবংশী।

দেখুন হর্ষিতের সেলিব্রেশন-

Also Read: IPL 2025: “দারুণ কামব্যাক নাইটদের…” ১৫১ তে আটকে গেলো রাজস্থান, নেটদুনিয়ার তারিফ কুড়োলেন কলকাতার বোলাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *