IPL 2025 GT vs RR Toss Report: টসে জিতলো রাজস্থান, আহমেদাবাদে সঞ্জু'দের অস্ত্র বিদেশী পেস তারকা !! 1

IPL 2025: ঘরের মাঠে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স (GT vs RR)। মরসুমের প্রথম ম্যাচে হেরেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ২০২২-এর চ্যাম্পিয়নরা। টানা তিনটি ম্যাচ জিতে এই মুহূর্তে রয়েছে লীগ (IPL) তালিকার দ্বিতীয় স্থানে। আজ জয় ছিনিয়ে নিয়ে শীর্ষে যাওয়াই লক্ষ্য শুভমান গিল’দের। গত তিন ম্যাচের পারফর্ম্যান্স বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাঁদের। ফর্মে রয়েছেন সাই সুদর্শন, জস বাটলার, শেরফেন রাদারফোর্ড’রা। রান পেয়েছেন শুভমান স্বয়ং। আজও ব্যাট হাতে দলের ট্রাম্প কার্ড হতে পারেন তাঁরা। বল হাতে গুজরাতকে সাফল্য এনে দিতে পারেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। অন্যদিকে অধিনায়কের আসনে সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তন উজ্জীবিত করছে রাজস্থান রয়্যালসকে। আজ গুজরাতের ঘরের মাঠে ‘রয়্যাল’ পারফর্ম্যান্সের আশাই রাখছেন সমর্থকেরা। এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে তারা। জিতলে সুযোগ রয়েছে কয়েক ধাপ উপরে উঠে আসার।

Read More: হারিয়েছেন পুরোনো জৌলুস, এই বিস্ফোরক ব্যাটসম্যানের ব্যর্থতা জন্য ডুবছে দল !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাত টাইটান্স (GT) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ২৩

তারিখ- ০৯/০৪/২০২৫

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এখানে লাল মাটির পিচও যেমন রয়েছে, তেমনই রয়েছে কৃষ্ণমৃত্তিকা নির্মিত বাইশ গজ’ও। লাল মাটির পিচে খেলা হলে বাউন্স চোখে পড়তে পারে। ব্যাটে বল সহজে আসায় বড় শট খেলার ক্ষেত্রে সুবিধা হয় ব্যাটারদের। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ডকে ব্যবহার করে চার-ছক্কা হাঁকাতে পারেন তাঁরা। অন্যদিকে কৃষ্ণমৃত্তিকা নির্মিত পিচে বাউন্স তেমন দেখা যায় না। বল পড়ে খানিক মন্থর হয়ে ব্যাটে আসায় বড় শট খেলার ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হয় ব্যাটারদের। গতির তারতম্যে বাজিমাত করতে পারেন পেসাররা। কার্যকরী হতে পারে স্পিন বিভাগও। পরিসংখ্যান বলছে যে ইতিপূর্বে আয়োজিত হওয়া ৩৭টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ১৭টিতে। আর রান তাড়া করে সাফল্য এসেছে ২০ ম্যাচে।

Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Ahmedabad Weather Forecast | Image: Twitter
Ahmedabad Weather Forecast | Image: Twitter

বুধবার আহমেদাবাদের আকাশ মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে চিন্তায় রাখছে গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস হতে পারে বলে রয়েছে পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করতে পারে ১৫ শতাংশের আশেপাশে। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের বেগ হতে পারে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

GT vs RR হেড টু হেড পরিসংখ্যান-

GT vs RR | IPL | mage: Getty Images
GT vs RR | IPL | mage: Getty Images
  • মোট ম্যাচ- ০৬
  • গুজরাতের জয়- ০৫
  • রাজস্থানের জয়- ০১
  • শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৩ উইকেটে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Sanju Samson and Shubman Gill | Image: Twitter
Sanju Samson and Shubman Gill | Image: Twitter

শুভমান গিল-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। গত কয়েকটি ম্যাচে শিশির বড় ভূমিকা রেখেছে দ্বিতীয় ইনিংসে। আমরা এখানে আগেও প্রথম ব্যাটিং করেছি। ক’টা ম্যাচ জিতছি তার হিসেব না রেখে একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। ব্যাটিং অর্ডারের প্রথম তিন-চারজনই যদি কার্যসিদ্ধি করে দেয় তাহলে আমি তাতেই খুশি। ঘরের মাঠে আমরা বেশ ভালোই খেলছি। আশা করছি কিছু বদলাবে না। অনুরাগীদের সমর্থন সবসময় পেয়ে থাকি। আমাদের একাদশ অপরিবর্তিত থাকছে।

সঞ্জু স্যামসন-

পরিস্থিতি খতিয়ে দেখে প্রথম বোলিং করতে চাই। এখানে শিশির থাকবে। আইপিএলের প্রত্যেকটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। শেষ দুটো ম্যাচ জিতে আমরা খুবই খুশি। ঐ জয় আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। দলে ফিরে ভালো লাগছে। এটা একটা নতুন দল। আমরা ছয় জন’কে ধরে রেখেছি ঠিকই, কিন্তু তার পরেও এটা নতুন দল। ম্যানেজমেন্টও নতুন। আমাদের কিছুটা সময় লেগেছে একে অপরের সাথে মানিয়ে নিতে। নিজেদের ভূমিকা সম্পর্কে অবগত হতে। উইকেট দেখে বেশ ভালোই লাগছে। বড় রান উঠতে পারে। ব্যক্তিগত কারণে (ওয়ানিন্দু) হাসারাঙ্গা খেলতে পারছে না। ওর বদলে (ফজলহক) ফারুখি খেলবে।

দুই দলের প্রথম একাদশ-

GT vs RR | IPL | Image: Getty Images
GT vs RR | IPL | Image: Getty Images

 

গুজরাত টাইটান্স (GT)-

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, আর্শাদ খান।

রাজস্থান রয়্যালস (RR)-

সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতিশ রাণা, শিমরণ হেটমায়ার, ধ্রুব জুরেল,  ফজলহক ফারুখি, জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, মাহিশ তীক্ষণা।

ইমপ্যাক্ট প্লেয়ার-  কুণাল রাঠৌর, আকাশ মাধওয়াল, যুধবীর সিং চরক, শুভম দুবে, কুমার কার্তিকেয় সিং।

GT vs RR, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস।

Also Read: IPL 2025 PBKS vs CSK Highlights: পাঞ্জাবকে জেতালো প্রিয়াংশের শতরান, টানা চার ম্যাচ হেরে ছিটকে যাওয়ার মুখে চেন্নাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *