IPL 2025: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। আজ আহমেদাবাদের মাঠে সেই একপেশে দাপট বজায় রাখলেন শুভমান গিল, রশিদ খানরা। ৫৮ রানের বিরাট ব্যবধানে ছিনিয়ে নিলেন জয়। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো রাজস্থান। সাই সুদর্শন, জস বাটলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে তারা স্কোরবোর্ডে তোলে ২১৭ রান। তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিলো রাজস্থান। ব্যাট হাতে প্রতিরোধের চেষ্টা চালান সঞ্জু স্যামসন, শিমরণ হেটমায়াররা। কিন্তু যথেষ্ট হয় নি তা। ১৯.৪ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় ইনিংস। মরসুমের প্রথম দুটি ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েছিলো রাজস্থান রয়্যালস। জিতেছিলো পরপর দুই ম্যাচ। আজ জয়ের হ্যাট্রিক অধরাই রইলো তাদের। পক্ষান্তরে আলোর রোশনাই গুজরাত শিবিরে। টানা চার ম্যাচ জিতে লীগ তালিকার শীর্ষে পৌঁছালো তারা।
Read More: IPL 2025: ছুটছে গুজরাতের অশ্বমেধের ঘোড়া, রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে লীগ শীর্ষে শুভমানের দল !!
১) ধারাবাহিকতার অন্য নাম সাই সুদর্শন। শেষ নয়টি আইপিএল ইনিংসের মধ্যে ৬ বার পঞ্চাশ বা তার বেশী রান করেছেন তামিলনাড়ুর তরুণ। রয়েছে একটি শতরান’ও। চলতি আইপিএলে এটি তাঁর চতুর্থ অর্ধশতক। এক নজরে দেখে নিন সাইয়ের স্কোরগুলি-
৬৫(৩৯), ৮৪*(৪৯), ৬(১৪), ১০৩ (৫১), ৭৪(৪১), ৬৩(৪১), ৪৯(৩৬), ৫(৯), ৮২(৫৩)

২) আহমেদাবাদে মাঠে অনবদ্য পরিসংখ্যান সাই সুদর্শনের। সম্পূর্ণ পরিসংখ্যান নিম্নরূপ-
- ইনিংস সংখ্যা- ১৫
- রান- ৮২২
- গড়- ৫৮.৭১
- স্ট্রাইক রেট- ১৫৬.২৭
- ৫০/১০০- ৬/১

৩) আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেওয়ার পথে সাই সুদর্শন। প্রথম ৩০টি ইনিংসে তাঁর চেয়ে বেশী রানের রেকর্ড রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার শন মার্শের। দেখে নিন সেরাদের তালিকা-
- ১৩৩৮ রান- শন মার্শ (গড়- ৫৩.৫২, স্ট্রাইক রেট- ১৩৯.৫২)
- ১৩০৭ রান- সাই সুদর্শন (গড়- ৪৮.৪০, স্ট্রাইক রেট- ১৪১.৬০)
- ১১৪১ রান- ক্রিস গেইল (গড়- ৪৩.৮৮, স্ট্রাইক রেট- ১৬৩.৫৩)
- ১০৯৬ রান- কেন উইলিয়ামসন (গড়- ৪৩.৮৪, স্ট্রাইক রেট- ১৩৭.৮৬)
- ১০৮২ রান- ম্যাথু হেডেন (গড়- ৩৮.৬৪, স্ট্রাইক রেট- ১৪১.৪৩)
৪) আরও একবার শুভমান গিলের ক্রিপ্টোনাইট হিসেবে দেখা দিলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। দুই তারকার দ্বৈরথে এগিয়ে জোফ্রাই। তাঁর বিরুদ্ধে ১৫ বল খেলে মাত্র ১০ করেছেন ভারতীয় ব্যাটার। আউট হয়েছেন তিন বার।

৫) ভালো ফর্মে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। আজ ২৪ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। চলতি মরসুমে শর্ট বল’কে অস্ত্র বানিয়েছেন তিনি। বিভিন্ন লেন্থে তাঁর সাফল্যের পরিসংখ্যান-
- ফুল লেন্থ- ২ উইকেট/১৪ রানের বিনিময়ে (১২ বল, ৭ ইকোনমি রেট)
- গুড লেন্থ- ১ উইকেট/ ৪২ রানের বিনিময়ে (২৪ বল, ১০.৫০ ইকোনমি রেট)
- শর্ট পিচ লেন্থ- ৫ উইকেট/ ৭৬ রানের বিনিময়ে (৭৮ বল, ৫.৮৪ ইকোনমি রেট)