ipl-2025-gt-vs-rr-match-report

IPL 2025: মরসুমের শুরুতেই হোঁচট খেতে হয়েছিলো গুজরাত টাইটান্সকে। ঘরের মাঠ আহমেদাবাদে তারা হেরেছিলো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ব্যর্থতাকে মুছে ফেলে দ্রুত সাফল্যের সরণিতে ফিরেছেন শুভমান গিল’রা। মুম্বই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের-এর বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচে তারা ছিনিয়ে নিয়েছিলো জয়। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখলো ২০২২-এর চ্যাম্পিয়নরা। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো রাজস্থান। আর্চার, দেশপাণ্ডে, তীক্ষণাদের জাঁকিয়ে বসার সুযোগ দেন নি গুজরাত ব্যাটাররা। সাই সুদর্শন, জস বাটলার, শাহরুখ খানদের সৌজন্যে ২১৭ রান স্কোরবোর্ডে তোলেন তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যর্থ যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, ধ্রুব জুরেলরা। সঞ্জু স্যামসন ও শিমরণ হেটমায়ার রান পেলেও যথেষ্ট হয় নি তা। ১৫৯-এই থামতে হয় রাজস্থানকে।

Read More: GT vs RR: সাই সুদর্শনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রাজস্থানের বিপক্ষে ২১৭ রান সংগ্রহ করলো গুজরাট !!

দুরন্ত সাই, রানের পাহাড়ে গুজরাত-

Sai Sudharshan | IPL | Image: Getty Images
Sai Sudharshan | IPL | Image: Getty Images

ইনিংসের শুরুটা ভালো হয় নি গুজরাত টাইটান্সের। ২ রান করে আউট হন অধিনায়ক শুভমান গিল। কিন্তু তাঁর ব্যর্থতা আজ ঢেকে দিলেন সাই সুদর্শন। স্বপ্নের ফর্মে রয়েছেন তামিলনাড়ুর তরুণ। চলতি মরসুমে পাঁচ ম্যাচের মধ্যে আজ চতুর্থ অর্ধশতক করলেন তিনি। শেষ দশ আইপিএল ইনিংসে এই নিয়ে অষ্টমবার পঞ্চাশ্রের গণ্ডী পেরোলেন তিনি। রয়েছে একটি শতরান’ও। সাইয়ের ৮৩ রানের ইনিংসের পাশাপাশি নজর কাড়লেন জস বাটলার’ও। সাত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। আজ পুরনো দলের বিরুদ্ধে করেন ঝোড়ো ৩৬ রান। চার নম্বরে নামা শাহরুখ খানেরও সংগ্রহ। ৩৬। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। শেরফেন রাদারফোর্ড সাফল্য না পেলেও ফিনিশারের ভূমিকায় আজ চেনা ছন্দে পাওয়া গেলো রাহুল তেওয়াটয়াকে। ১২ বলে ২৪ করেন তিনি। ঝড় তোলেন রশিদ খান’ও। ৪ বলে করেন ১২।

নড়বড়ে যশস্বী, প্রশ্ন টপ-অর্ডার নিয়ে-

GT vs RR | IPL | Image: Getty Images
GT vs RR | IPL | Image: Getty Images

ধারাবাহিকতার অভাব ফের একবার স্পষ্ট যশস্বী জয়সওয়ালের ব্যাটে। রাজস্থানের তরুণ ওপেনার আজ আউট হন ৭ বলে ৬ রান করে। তাঁকে ফিরিয়ে প্রতিপক্ষকে প্রথম ধাক্কা দেন গুজরাত অলরাউন্ডার আর্শাদ খান। ব্যর্থ হয়েছেন নীতিশ রাণা’ও। আজ ১ রান করেই ফেরেন সাজঘরে। তাঁকে আউট করেন মহম্মদ সিরাজ। ১২ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে বসা রয়্যালস শিবিরকে খানিক আশার আলো দেখান রিয়ান পরাগ ও অধিনায়ক সঞ্জু। পালটা আক্রমণের পথে হাঁটেন দুজনেই। কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি তাঁদের জুটি। স্কোরবোর্ডে ৪৮ রানের বেশী যোগ করতে পারেন নি তাঁরা। ব্যক্তিগত ২৬ রানের মাথায় রিয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন কুলবন্ত খেজরোলিয়া। ধ্রুব জুরেলের থেকেও কোনোরকম সাহায্য পান নি সঞ্জু। উত্তরপ্রদেশের তরুণের সংগ্রহে আজ কেবল ৫ রান। শেষমেশ অতি আগ্রাসী হতে হিয়ে উইকেট হারান অধিনায়কও। করেন ৪১।

কাজে এলো না হেটমায়ারের অর্ধশতক-

Shimron Hetmyer | IPL | Image: Getty Images
Shimron Hetmyer | IPL | Image: Getty Images

সতীর্থদের ব্যর্থতার মাঝে কার্যত একা কুম্ভ হয়ে লড়ার চেষ্টা করেছিলেন শিমরণ হেটমায়ার। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে করেন ৫২ রান। কিন্তু ক্যারিবিয়ান তারকার প্রচেষ্টা বৃথা গেলো আজ। জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা থেকে তুষার দেশপাণ্ডে-লোয়ার অর্ডারে তাঁকে সাহায্য করার মত ছিলেন না কেউই। শেষমেশ লক্ষ্যমাত্রার বেশ খানিকটা আগেই থামতে হলো রাজস্থানকে। বল হাতে আজ সাফল্য পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। মহম্মদ সিরাজ, কুলবন্ত খেজরোলিয়ারা পেয়েছেন একটি করে সাফল্য। ২টি উইকেট সাই কিশোরের। রশিদের ঝুলিতেও গিয়েছে জোড়া সাফল্য। তাঁর ফর্মে ফেরা স্বস্তি যোগাবে টাইটান্স শিবিরকে। আজ টানা চার ম্যাচ জিতে লীগ তালিকার শীর্ষে পৌঁছে গেলো ২০২২-এর চ্যাম্পিয়নরা। অন্যদিকে জয়ের হ্যাট্রিক হাতছাড়া রাজস্থানের। তারা রইলো সপ্তম স্থানে।

Also Read: IPL 2025: “ধারাবাহিকতার অন্য নাম…” রাজস্থানের বিরুদ্ধেও বড় রান সাই সুদর্শনের, প্রশংসার বন্যা নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *