IPL 2025: আজ গুজরাট টাইটান্স ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন শুভমান গিল এবং সাই সুদর্শন। গুজরাট অধিনায়ক ব্যর্থ হলেও সুদর্শন বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থানকে চাপের মুখে ফেলে দেন। তার ৮২ রানে ভর করে প্রথম ইনিংসে ২১৮ রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট টাইটান্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু স্যামসন এবং শিমরান হেটমায়ার দুরন্ত লড়াই চালান। কিন্তু শেষ পর্যন্ত গুজরাটের বোলিং আক্রমণের সামনে ৫৮ রানের হারের সম্মুখীন হলো রাজস্থান।
১) হতাশ করলেন শুভমান-

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুরন্ত অর্ধশতরান করার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন শুভমান। আজকের ম্যাচেও বড়ো ইনিংস গড়বেন বলে ভক্তরা আশা করেছিল। কিন্তু রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেন গুজরাট অধিনায়ক। আজ তিনি ওপেনিং করতে নেমে ম্যাচের তৃতীয় ওভারেই আউট হয়ে মাঠ ছাড়েন। জোফ্রা আর্চারের দুরন্ত গতির বল তার উইকেট উড়িয়ে দেয়। মাত্র ৩ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি।
২) সুদর্শনের বিধ্বংসী ইনিংস-

শুভমান গিল ব্যাট হাতে ব্যর্থ হলেও সাই সুদর্শন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। জস বাটলার এবং শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। সুদর্শনের ব্যাট থেকে ৫৩ বলে ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস আসে। তিনি ম্যাচে ৮ টি চার এবং ৩ টি ছয় মারেন।
৩) বাটলার এবং শাহরুখের গুরুত্বপূর্ণ যোগদান-
সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে ২৫ বলে ৩৬ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেন জস বাটলার। দুর্ভাগ্যজনকভাবে তিনি মহেশ থিকসানার করা বলে এলবিডব্লিউ হয়ে যান। শাহরুখ খানও চাপের মুখে দাঁড়িয়ে আজ ২০ বলে ৩৬ রান করে দলকে সাহায্য করেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার ও ২ টি ছয়। শাহরুখও মহেশ থিকসানার শিকার হন আজ।
৪) তুষার দেশপান্ডের চমক-
প্রথম ইনিংসের ১৯ তম ওভারে বল করতে এসে রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন তুষার দেশপান্ডে। তিনি এই ওভারে অপ্রতিরোধ্য সাই সুদর্শনে আউট করে গুজরাটকে ধাক্কা দিয়েছিলেন। একই ওভারে রশিদ খানকে ১২ রানে আউট করে ফিরিয়ে দেন এই পেসার। শূন্যে ঝাঁপিয়ে এই আফগান তারকার দুরন্ত ক্যাচ নিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। তুষার দেশপান্ডে আজ ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। মহেশ থিকসানাও দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার ও সন্দীপ শর্মা।
৫) তেওয়াটিয়ার দুরন্ত ফিনিশ-
প্রথম ইনিংসের শেষের দিকে গুজরাট টাইটান্স একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম সময় রাহুল তেওয়াটিয়ার ব্যাট থেকে ১২ বলে অপরাজিত ২৪ রান আসে। এই রানের ওপর ভর করে ২১৭ রান সংগ্রহ করে নেয় গুজরাট টাইটান্স।
Read More: IPL 2025: ছুটছে গুজরাতের অশ্বমেধের ঘোড়া, রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে লীগ শীর্ষে শুভমানের দল !!
৬) ব্যর্থ যশস্বী জয়সওয়াল-
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে রান তাড়া করতে নামেন যশস্বী জয়সওয়াল। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তিনি ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। কিন্তু আজ ম্যাচের দ্বিতীয় ওভারেই আরশাদ খানের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে বসেন যশস্বী। মাত্র ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন এই তরুণ তারকা।
৭) মিডল অর্ডারের বিপর্যয়-

দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেয়ে রাজস্থান এক সময় মাত্র ৬৮ রানে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল। নীতিশ রানা আবারও ব্যাট হাতে ব্যর্থ হন। মহম্মদ সিরাজের বলে ১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। রিয়ান পরাগ চতুর্থ নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তবে ১৪ বলে ২৬ রানেই তার ইনিংস শেষ হয়ে যায়। কুলবন্ত খেজরোলিয়ার করা বলে উইকেটকিপার জস বাটলারকে বিতর্কিত ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন রিয়ান। ব্যাটের সঙ্গে বল সংস্পর্শ হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। এরপর মিডল অর্ডারে ধ্রুব জুরেল মাত্র ৫ রান আউট হলে দল অনেকটাই পিছিয়ে পড়ে।
৮) সঞ্জু স্যামসনের লড়াই-

একের পর এক উইকেট পড়ে গেলেও রাজস্থানের অধিনায়ক একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে ২৮ বলে ৪১ রান আসে। এই ইনিংসে তিনি ৪ টি চার এবং ২ টি ছয় মেরেছিলেন। কিন্তু তিনি ১৩ তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে সাই কিশোরকে ক্যাচ দিয়ে বসেন।
৯) হেটমায়ারের মরিয়া প্রচেষ্টা-

রাজস্থানের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন শিমরান হেটমায়ার। তিনি আজ ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার ৩ টি ছয়।
১০) প্রসিদ্ধ কৃষ্ণার বিধ্বংসী বোলিং-

আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ৩ টি উইকেট সংগ্রহ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সঞ্জু স্যামসনকে আউট করার সঙ্গে সঙ্গে বিধ্বংসী ফর্মে থাকা শিমরান হেটমায়ারকেও তিনি মাঠের বাইরে পাঠিয়ে দেন। আজ ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন। দুটি করে উইকেট সংগ্রহ করেছেন রশিদ খান ও সাই কিশোর। এর ফলে ৫৮ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে গুজরাট টাইটান্স।