IPL 2025: মঙ্গলবার এই বছর আইপিএলের পঞ্চম ম্যাচে গুজরাট টাইটান্স ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Gujarat Titans vs Punjab Kings) বিপক্ষে মাঠে নামবে। গত বছর এই দুই দল টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিতে পারেনি। ফলে গুজরাট ও পাঞ্জাব এই বছর নতুন উদ্যমে শুরু করতে চাইছে। এই বছর পাঞ্জাব কিংসকে (PBKS) নেতৃত্ব দেবেন নতুন দলে আসা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।এই তারকা ক্রিকেটারের নেতৃত্বে গত বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্স (GT) এই বছরও শুভমান গিলের (Shubman Gill) ওপর ভরসা রাখছে।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স (GT) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ০৫
তারিখ- ২৫/০৩/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

নরেন্দ্র মোদী স্টেডিয়াম ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য বলা যায়। এই পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৭। আইপিএলে গত বছর প্লে অফের গুরুত্বপূর্ণ এই মাঠের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ১৭৩ রান তাড়া করে জয় তুলে নিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তবে পেসাররা এই পিচে সুইং এবং বাউন্সের মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারেন। এখনও পর্যন্ত আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট ৩৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ১৫ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ২০ বার জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস-

মঙ্গলবার আহমেদাবাদের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে ম্যাচ চলাকালীন বৃষ্টি সমস্যা তৈরি করবে না। কিন্তু গরম ক্রিকেটারদের অসুবিধায় ফেলতে পারে। আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ম্যাচ চলাকালীন বাতাস ঘন্টায় ১১ কিমি বেগে বইবে বলে মনে করা হচ্ছে।
GT vs PBKS হেড টু হেড-

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস ৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩ বার গুজরাট টাইটান্স এবং ২ বার পাঞ্জাব কিংস জয়লাভ করেছে।
GT vs PBKS লাইভ স্ট্রিমিং-
গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ দেখার জন্য ক্রিকেট ভক্তরা টিভির পর্দায় এবং মোবাইল স্ক্রীনে চোখ রাখবেন। এই ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও অনলাইনে গুজরাট বনাম পাঞ্জাবের ম্যাচটি জিওহটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি সম্প্রচারিত হবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-

গুজরাট টাইটান্স
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, শাহরুখ খান, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা
ইমপ্যাক্ট প্লেয়ার: ইশান্ত শর্মা, মহিপাল লোমরর
পাঞ্জাব কিংস
প্রভসিমরান সিং, জশ ইংলিশ (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, হারপ্রীত ব্রার, মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
ইম্প্যাক্ট প্লেয়ার: যশ ঠাকুর, কুলদীপ সেন