IPL 2025: আহমেদাবাদে আজ সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (GT vs LSG)। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে টাইটান্সদের হারিয়ে দিয়েছিলো সুপারজায়ান্টসরা। কিন্তু এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিমধ্যে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে গুজরাত। পক্ষান্তরে মুখ থুবড়ে পড়েছে লক্ষ্ণৌ (LSG)। পরপর ম্যাচ হেরে ছিটকে গিয়েছে খেতাবী দৌড় থেকে। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। গুজরাত চাইছে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে লীগ তালিকার প্রথম দুই স্থানের মধ্যে থাকা নিশ্চিত করতে। সেক্ষেত্রে আইপিএলের (IPL) নক-আউট পর্বে একটি বা দু’টি ম্যাচ ঘরের মাঠে খেলার নিশ্চয়তা আদায় করতে পারবে তারা। অন্যদিকে হতাশাজনক এক মরসুমের শেষটা সাফল্য দিয়ে করতে মরিয়া ঋষভ পন্থরা। বাকি থাকা দুই ম্যাচেই তাই জয়ই তাদের নিশানায়। কি দাঁড়ায় ফলাফল, নজর থাকবে সেদিকে।
Read More: ইংল্যান্ড সফরে সুযোগ পেলেন ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী, দল ঘোষণা BCCI-এর !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
গুজরাত টাইটান্স (GT) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)
ম্যাচ নং- ৬৪
তারিখ- ২২/০৫/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (GT vs LSG)। ১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট এই মাঠে কৃষ্ণমৃত্তিকার পিচ যেমন রয়েছে তেমনই রয়েছে লাল মাটি’র পিচ’ও। কৃষ্ণমৃত্তিকা নির্মিত পিচে বল পড়ে খানিক থমকে আসে, যার ফলে চ্যালেঞ্জের মুখে পড়েন ব্যাটাররা। কার্যকরী হওয়ার সুযোগ থাকে স্পিনারদের। কিন্তু লাল মাটির পিচে দেখা যায় উলটো ছবি। বাউন্স থাকায় সহজে ব্যাটে আসে বল। ফলে বড় শট মারার ক্ষেত্রেও সুবিধা হয়। আজ কেমন বাইশ গজ অপেক্ষা করে রয়েছে গুজরাত ও লক্ষ্ণৌর জন্য, সেদিকে নজর থাকবে। পরিসংখ্যান বলছে যে আহমেদাবাদে এখনও অবধি আয়োজিত হয়েছে ৪০টি আইপিএল (IPL) ম্যাচ। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে ১৯ বার। রান তাড়া করে জয়ের সংখ্যা ২১।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আজ আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪০ শতাংশ। খেলা চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহিত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই, যা স্বস্তি যুগিয়েছে ক্রিকেটজনতাকে।
GT vs LSG, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৬
- গুজরাতের জয়- ০৪
- লক্ষ্ণৌর জয়- ০২
- শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ৬ উইকেটে জয়ী
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

শুভমান গিল-
আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে ভালোই লাগছে। তাড়া করার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য স্কোরবোর্ডে থাকলে ভালোই হবে। কোয়ালিফায়ারের আগে ছন্দ ধরে রাখতে চাই। এই দু’টো ম্যাচও তাই সমান গুরুত্বপূর্ণ। যেভাবে আমরা একে অপরের (শুভমান ও সাই সুদর্শন) পরিপূরক হয়ে উঠতে পারি সেটা দারুণ। কে বোলারদের আক্রমণ করবে তা নিয়ে আমরা মোটেই আলোচনা করি না। কেবল ইতিবাচক মনোভাব নিয়ে খেলার চেষ্টা করি। আর বর্তমানে থাকার চেষ্টা করি। দলে কোনো রদবদল নেই।
ঋষভ পন্থ-
আমরাও (টসে জিতলে) প্রথম বোলিং করতাম। উইকেট দেখে বেশ ভালোই মনে হচ্ছে। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে আমরা বিদায় নেওয়ায় চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে। তবে ক্রিকেট খেলা নিয়ে আমরা গর্ব করি। একটা দল হিসেবে আমরা একাধিক বিকল্প ব্যবহার করতে চাই যাতে নিজেদের জেতার সেরা সুযোগটা দিতে পারি। যেগুলো আমাদের পরবর্তী মরসুমের জন্য তৈরি হতে সাহায্য করবে। আকাশ দীপ জায়গা করে নিয়েছে প্রথম একাদশে। এছাড়া আরও বেশ কয়েকটি বদল রয়েছে।
দুই দলের প্রথম একাদশ-
গুজরাত টাইটান্স (GT)-
শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, কাগিসো রাবাডা,সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইমপ্যাক্ট প্লেয়ার- সাই সুদর্শন,
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-
মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, আবেশ খান, উইলিয়াম ও’রোর্ক।
ইমপ্যাক্ট প্লেয়ার- শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই,
GT vs LSG, টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স।
Also Read: IPL 2025: মুম্বইয়ের উত্থানে ম্যাচ ফিক্সিং-এর গন্ধ পাচ্ছে ক্রিকেটমহল, শোরগোল সোশ্যাল মিডিয়ায় !!