ipl-2025-gt-vs-lsg-match-report

IPL 2025: প্রথম পর্বের খেলায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ফিরতি পর্বের ম্যাচেও একই রইলো ফলাফল। ছন্দে থাকা টাইটান্স শিবিরকে এবার তাদেরই ঘরের মাঠে ধরাশায়ী করলেন ঋষভ পন্থরা। ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে গুজরাত। আজ জিতলে তাদের সামনে সুযোগ থাকত প্রথম দুই স্থানের মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলার। কিন্তু সেই তা আর সম্ভব হলো না শুভমান গিলদের পক্ষে। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো গুজরাত শিবির। মিচেল মার্শ ও নিকোলাস পুরানের ধুন্ধুমার জুটি ২৩৪-এ পৌঁছে দেয় লক্ষ্ণৌকে। রান তাড়া করতে নেমে যথাসম্ভব লড়াই চালালেন বাটলার, রাদারফোর্ড, শাহরুখরা। কিন্তু শেষমেশ ৯ উইকেটের বিনিময়ে ২০২ রানেই থামতে হলো তাদের।

Read More: IPL 2025: মার্শ-পুরানের তাণ্ডবে রানের পাহাড়ে লক্ষ্ণৌ, জিততে হলে গুজরাতের চাই ২৩৬ !!

লক্ষ্ণৌকে এগিয়ে দেয় মার্শ-পুরান জুটি-

GT vs LSG | IPL | Image: Getty Images
GT vs LSG | IPL | Image: Getty Images

ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছে লক্ষ্ণৌ। এই ম্যাচ যে তাঁদের কাছে সম্মানরক্ষার লড়াই তা টসের সময়েই জানিয়েছিলেন ঋষভ পন্থ। অধিনায়কের আস্থার দাম দিলেন ব্যাটাররা। শুরু থেকেই আগ্রাসনকে হাতিয়ার করেছিলেন এইডেন মার্করাম ও মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকান তারকা আউট হওয়ার পর অজি অলরাউন্ডার জুটি বাঁধেন নিকোলাস পুরানের সাথে। তাঁদের তোপের মুখে পড়ে খড়কুটোর মত উড়ে যান প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, রশিদ খানেরা। আজ ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্শ। মারেন ১০টি চার ও ৮টি ছক্কা। টি-২০ কেরিয়ারে দ্বিতীয় শতরানটি করলেন তিনি। এছাড়া ২৭ বলে অপরাজিত ৫৬ করেন পুরান’ও। ঋষভ পন্থের ফর্ম নিয়ে চর্চা চলেছে গোটা মরসুম জুড়ে। ৬ বলে ১৬* করে জবাব দিলেন তিনিও।

হাড্ডাহাড্ডি লড়াই আহমেদাবাদে-

Shubman Gill | IPL | Image: Getty Images
Shubman Gill | IPL | Image: Getty Images

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলো গুজরাত। দ্রুত স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাই সুদর্শন ও শুভমান গিল। কিন্তু টাইটান্সরা প্রথম ধাক্কা খায় পঞ্চম ওভারে। ছন্দে থাকা সাইকে ২১ রানের মাথায় আউট করেন উইলিয়াম ও’রোর্ক। এরপর জস বাটলারের সাথে জুটি গড়েন শুভমান। আক্রমণকেই হাতিয়ার করেছিলেন তাঁরা। কিন্তু দুর্ভাগ্যবশত আজ বড় ইনিংস খেলতে পারেন নি কেউই। ২০ বলে ৩৫ করে আবেশ খানের শিকার হন গুজরাত অধিনায়ক। বাটলারকে ফেরান আকাশ মহারাজ সিং। ১৮ বলে ৩৩ করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। লড়লেন শেরফেন রাদারফোর্ড’ও। চার নম্বরে নেমে আজ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সংগ্রহ ২২ বলে ৩৮ রান।

যথেষ্ট হলো না শাহরুখের অর্ধশতক-

William O'Rourke and Rishabh Pant | IPL | Image: Getty Images
William O’Rourke and Rishabh Pant | IPL | Image: Getty Images

রাদারফোর্ড ফেরার পর গুজরাতকে লড়াইতে টিকিয়ে রেখেছিলেন শাহরুখ খান। কেন ফ্র্যাঞ্চাইজি রিটেনশন তালিকায় রেখেছিলো তাঁকে তার প্রমাণ আজ দিলেন দীর্ঘদেহী অলরাউন্ডার। মাত্র ২৯ ব্লে ৫৭ রান করেন তিনি। এক প্রান্তে শাহরুখ ‘বাজিগর’ হওয়ার চেষ্টা চালিয়ে গেলেও অপরপ্রান্তে রাহুল তেওয়াটিয়া, আর্শাদ খান বা রশিদ খান’রা কেউই তাঁকে কোনোরকম সাহায্য করতে সক্ষম হন নি আজ। ১৯তম ওভারের পঞ্চম বলে আবেশ খানের বলে শাহরুখ আউট হতেই পরিষ্কার হয়ে গিয়েছিলো ম্যাচের ভবিতব্য। শেষ ওভারে আরও দু’টি উইকেট হারায় গুজরাত। লক্ষ্য থেকে বেশ খানিকটা দূরেই থামতে হলো তাদের। ভাঙলো ২০ পয়েন্টে পৌঁছানোর স্বপ্ন। আজ লক্ষ্ণৌর হয়ে বল হাতে সফল ও’রোর্ক। ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি সাফল্য আবেশ খান ও আয়ুষ বাদোনির। ১টি করে উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ ও আকাশ সিং।

Also Read: IPL 2025: বাইশ গজে ডাহা ফেল ঋষভ পন্থ, আর বয়ে বেড়াতে রাজী নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *