IPL 2025: শনিবারের দুপুরে সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও দিল্লী ক্যাপিটালস (GT vs DC)। এই মুহূর্তে লীগ টেবিলের তিন নম্বরে রয়েছে গুজরাত। ঘরের মাঠে আজ জিতলে তাদের সামনে সুযোগ রয়েছে সটান এক নম্বরে জায়গা করে নেওয়ার। ফর্মে রয়েছেন সাই সুদর্শন, শুভমান গিল, মহম্মদ সিরাজরা। বাইশ গজে দাপট ধরে রাখার চ্যালেঞ্জ সামনে রেখেই আজ খেলতে নামবেন তাঁরা। তবে কোচ আশিষ নেহরার চিন্তা বাড়াতে পারে রশিদ খানের অফ ফর্ম। ছন্দে রয়েছে ‘নিউ লুক’ দিল্লী’ও। ছয় ম্যাচ খেলে তারা ইতিমধ্যে জিতছে ৫টি। আপাতত পয়েন্টস তালিকার শীর্ষে রয়েছেন অক্ষর প্যাটেল, কে এল রাহুল’রা। নিজেদের আসন ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছাও নেই তাঁদের। বরং আহমেদাবাদে আজও একটি জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে যেতে চাইবেন তাঁরা। দুই হেভিওয়েট দলের ধুন্ধুমার লড়াই দেখা যেতে পারে আজ।
Read More: RR vs LSG: নেই সঞ্জু স্যামসন, বাদ ডেভিড মিলার আজ দুই দলের একাদশে ঘটতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
গুজরাত টাইটান্স (GT) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
ম্যাচ নং- ৩৫
তারিখ- ১৯/০৪/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বসতে চলেছে আইপিএলের (IPL) আসর। এখানে লাল ও কালো উভয় মাটি দ্বারা নির্মিত পিচই দেখা যায়। লাল মাটির পিচে বাউন্স বেশী থাকায় বল সহজে ব্যাটে আসে। ফলে বড় শট মারার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাওয়া যায়। অন্যদিকে কালো মাটির পিচে বল পড়ে খানিক নীচু থাকে, মন্থর হয়ে ব্যাটে আসে। ফলে সামলানো খানিক কঠিন হয়ে পড়ে ব্যাটারদের পক্ষে। কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। আজ কেমন বাইশ গজ ব্যবহার করা হয় সেদিকে নজর থাকবে সকলের। এখনও অবধি আইপিএলের (IPL) ৩৮টি ম্যাচ আয়োজিত হয়েছে এই ভেন্যুতে। এর মধ্যে ১৮টিতে প্রথম ব্যাটিং করতে নামা দল জয় পেয়েছে। আর রান তাড়া করে জয় এসেছে ২০টি ম্যাচে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭২।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আহমেদাবাদে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি গুজরাত টাইটান্স ও দিল্লী ক্যাপিটালস (GT vs DC)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। গতকাল বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ম্যাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। আজ অবশ্য সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আকাশ সম্পূর্ণ পরিস্কার থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ২০ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।
GT vs DC হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৫
- গুজরাতের জয়- ০২
- দিল্লীর জয়- ০৩
- শেষ সাক্ষাতে ফলাফল- দিল্লী ৪ উইকেটে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

শুভমান গিল-
আমরা প্রথমে বোলিং করবো। এখন প্রচণ্ড গরম। উইকেট দেখে বেশ ভালো লাগছে। যদি এই সময় পিচে ঘাস না থাকে তাহলে তাতে ফাটল দেখা যাবে। সবকিছু ঠিকঠাকই রয়েছে। আমরা অতীত নিয়ে বেশী ভাবি না। একটা নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দেওয়াই আসল। দল সংঘবদ্ধ হতে এক-দুই সপ্তাহ লাগে। আমরা দল অপরিবর্তিত রাখছি। আশা করছি ১০ দিনের মধ্যে (কাগিসো) রাবাডা চলে আসবে।
অক্ষর প্যাটেল-
আমরাও বোলিং-ই করতাম (টস জিতলে)। এত গরম যে খানিক দ্বিধায় ছিলাম। রোদে বোলাররা ক্লান্ত হয়ে পড়তে পারে ভাবছিলাম। আমরা বড় রান করে প্রতিপক্ষকে অল্পে বেঁধে রাখার চেষ্টা করবো। শুরুটা ভালো হোক, সেটাই চেয়েছিলাম। নিজেদের পরিকল্পনা ও তার বাস্তবায়নেই আস্থা রাখছি। কি করে আরও উন্নতি করা যায়, সবসময় তা নিয়েই আলোচনা হয়। সাজঘরের পরিবেশ খুবই ভালো। নিজেদের পরিকল্পনায় স্বচ্ছতা থাকা খুবই দরকার। সবাইকে তাদের নিজেদের ভূমিকা জানানো রয়েছে। সবসময় যে সাফল্য আসবে তার নিশ্চয়তা নেই। কিন্তু তার জন্য কাউকে আমরা দোষারোপ করি না। জেক (ফ্রেজার-ম্যাকগার্ক) খেলছে না। ওর বদলে অভিষেক (পোড়েল) প্রথম এগারোতে এসেছে। কে ইমপ্যাক্ট প্লেয়ার হবে তা পরে দেখা যাবে।
দুই দলের প্রথম একাদশ-

গুজরাত টাইটান্স (GT)-
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আর্শাদ খান, রশিদ খান, আর.সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলবন্ত খেজরোলিয়া, ঈশান্ত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- শেরফেন রাদারফোর্ড, অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, করিম জানাত।
দিল্লী ক্যাপিটালস (DC)-
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
অভিষেক পোড়েল, করুণ নায়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার- জেক ফ্রেজার-ম্যাকগার্ক, দর্শন নলকাণ্ডে, সমীর রিজভি, ডোনোভান ফেরেইরা, দুষ্মন্ত চামিরা।
GT vs DC টস রিপোর্ট-
টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স।