IPL 2025: দিনকয়েক আগে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে সুপার ওভারে বাজিমাত করেছিলো দিল্লী ক্যাপিটালস। হারিয়েছিলো রাজস্থান রয়্যালসকে। আজ আহমেদাবাদের মাঠে কিন্তু হোঁচট খেতে হলো অক্ষর প্যাটেলদের। টসে হেরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমেছিলো দিল্লী। রাহুল-স্টাবস, অভিষেকদের কার্যকরী ইনিংসে ভর দিয়ে ২০৩ রান স্কোরবোর্ডে তুলতেও সক্ষম হয়েছিলো তারা। কিন্তু আজ যথেষ্ট হলো না তা। ব্যাট হাতে জ্বলে উঠলেন জস বাটলার (Jos Buttler)। স্টার্ক-মুকেশ-মোহিতদের বেধড়ক ঠেঙিয়ে করলেন অপরাজিত রইলেন ৯৭ করে। মূলত ইংল্যান্ড তারকার ঝোড়ো ইনিংসের সৌজন্যেই ৪ বল বাকি থাকতে ২ পয়েন্ট নিশ্চিত করে টাইটান্স বাহিনী। এতদিন লীগ তালিকায় শীর্ষ স্থানে ছিলো দিল্লী ক্যাপিটালস। আজ নেট রান-রেটে তাদের সরিয়ে মগডালে পৌঁছে গেলেন শুভমান গিল’রা (Shubman Gill)।
Read More: IPL 2025, RR vs LSG TOSS REPORT in BENGALI: টস জিতলো লখনউ, জয়ের মুখ দেখতে রাজস্থান দলে এন্ট্রি নিলেন ১৪ বছরের ‘বৈভব’ !!
শতরান হাতছাড়া বাটলারের-

২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বিশেষ ভালো হয় নি গুজরাত টাইটান্সের (GT)। দ্বিতীয় ওভারেই হারাতে হয় অধিনায়ক শুভমান গিল’কে। ৫ বলে ৭ রান করে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের গোড়াতেই উইকেট হারালেও অবশ্য ভেঙে পড়ে নি টাইটান্স ইনিংস। ব্যাট হাতে প্রত্যাঘাতের প্রয়াস শুরু করেন সাই সুদর্শন ও জস বাটলার। তামিলনাড়ুর বাম হাতি তরুণ সাই অনবদ্য ফর্মে রয়েছেন চলতি আইপিএলে (IPL)। ইতিমধ্যে করে ফেলেছেন চারটি অর্ধশতক। আজ পঞ্চাশের মাইলস্টোন ছুঁতে না পারলেও মাত্র ২১ বলে করেন ৩৬ রান। মারেন ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা। কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে বাটলারের সাথে স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন তিনি। দ্বিতীয় উইকেটের পতনের পর বাইশ গজে ইংল্যান্ড কিংবদন্তির সঙ্গী হন শেরফেন রাদারফোর্ড (৪৩)।
রাজস্থান রয়্যালস ছেড়ে এই মরসুমে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছেন জস বাটলার (Jos Buttler)। দল বদলালেও তাঁর বদলায় নি তাঁর আগ্রাসী ব্যাটিং নীতি। এর আগেও বেশ কয়েকটি ম্যাচে তফাত গড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। আজও নির্ণায়ক ভূমিকা নিতে দেখা গেলো তাঁকে। শেষ অবধি টিকে থেকে দল’কে বৈতরণী পার করালেন তিনি। হাতে থাকা যাবতীয় অস্ত্র বাটলারের বিরুদ্ধে ব্যবহার করেছেন দিল্লী ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। কিন্তু কোনোভাবেই টলানো যায় নি তাঁর মনঃসংযোগ। প্রতিপক্ষের যাবতীয় আক্রমণ সামলে দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত দুই পয়েন্ট। যে গতিতে এগোচ্ছিলেন তাতে মনে হচ্ছিলো যে অষ্টম আইপিএল (IPL) শতরান করে ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলির রেকর্ড। কিন্তু শেষ ওভারের প্রথম দুই বলেই ম্যাচ ‘ফিনিশ’ করে দেন তেওয়াটিয়া। ৯৭তেই আটকে থাকতে হয় বাটলারকে।
পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাত-

২০২২ সালে আত্মপ্রকাশের পর থেকেই আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাত টাইটান্স (GT)। প্রথম মরসুমেই ট্রফি জিতে বাজিমাত করেছিলো তারা। দ্বিতীয় মরসুমেও চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো তারা। ফাইনালে শেষ দুই বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে মুখের গ্রাস কেড়ে নিয়ে যান চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা। এরপর হার্দিক পান্ডিয়ার দলত্যাগ খানিক সমস্যায় ফেলেছিলো টাইটানদের। তার প্রতিফলন দেখা গিয়েছিলো ২০২৪-এ। কিন্তু সেই অস্বস্তি ঝেড়ে ফেলে এই বছর ফের স্বমহিমায় তারা। আজ জিতে +০.৯৮৪ নেট রান-রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেলো গুজরাত। হারের পর পা পিছলে এক ধাপ নেমে এলো দিল্লী ক্যাপিটালস। পয়েন্ট সংখ্যা ১০ হলেও তাদের নেট রান-রেট এই মুহূর্তে +০.৫৮৯। তিন নম্বরে থাকা পাঞ্জাবের ঝুলিতেও রয়েছে ১০ পয়েন্ট। তবে তাদের নেট রান-রেট +০.৩০৮। ৮ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু।