IPL 2025: শনিবার দিনের প্রথম হাইভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্স ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (Gujarat Titans vs Delhi Capitals) বিপক্ষে মাঠে নামবে। ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে শুভমান গিলের (Shubman Gill) দল। তবে গুজরাট শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটে হারের সম্মুখীন হয়েছে। অন্যদিকে চলতি আইপিএলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলেছে দিল্লি। অক্ষর প্যাটেলের (Axar Patel) দল ইতিমধ্যেই ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স (GT) বনাম দিল্লি ক্যাপিটালস (DC)
ম্যাচ নং- ৩৫
তারিখ- ১৯/০৪/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের দলগুলি বড়ো ইনিংস গড়ার ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকে। এই মাঠে শেষ আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্স প্রথম ইনিংসে ব্যাটিং করে ২১৭ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ১৫৯ রানে অল আউট হয়ে যায়। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট ৩৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ১৮ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ২০ টি ম্যাচে জয়লাভ করেছে। বিশ্বের সবচেয়ে বড়ো স্টেডিয়ামে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান ১৭২।
আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস-

শনিবার আহমেদাবাদের আকাশ সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল থাকবে। ফলে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। দিনের বেলায় ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়ায় গরম ক্রিকেটারদের সমস্যা তৈরি করতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে ঘন্টায় ১৯ কিমি বেগে।
Read Also: IPL 2025: ট্রফি জিততে দুরন্ত চাল দিলো CSK, দলে এন্ট্রি নিলেন ‘এবি ডিভিলিয়ার্স’ !!
GT vs DC হেড টু হেড-

ভারতের অন্যতম সফল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের মহারণে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস একে অপরের বিরুদ্ধে ৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২ বার গুজরাট এবং ৩ বার দিল্লি জয়লাভ করেছে।
মোট ম্যাচ | গুজরাট টাইটান্স জিতেছে | দিল্লি ক্যাপিটালস জিতেছে |
০৫ | ০২ | ০৩ |
GT vs DC ম্যাচের লাইভ স্ট্রিমিং-
আইপিএলে শনিবার গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টসে নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সমর্থকরা ৩৫ তম ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
দুই দলের সম্ভাব্য একাদশ-

গুজরাট টাইটান্স
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ
ইম্প্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণা/মহিপাল লোমরর
দিল্লি ক্যাপিটালস
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোরেল, কেএল রাহুল (উইকেটকিপার), করুণ নায়ার, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা
ইম্প্যাক্ট প্লেয়ার- মুকেশ কুমার/সামীর রিজভি