ipl-2025-grand-inauguration-at-eden

IPL 2025: আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL)। বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট এই বছর পা দিতে চলেছে আঠারোতে। ২০০৮ সালে যে দুই পক্ষের দ্বৈরথ দিয়ে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, প্রতিযোগিতার ‘সাবালক’ হয়ে ওঠার বছরেও প্রথম ম্যাচে মুখোমুখি তারাই। কলকাতার ইডেন গার্ডেন্সে সম্মুখসমরে নামতে চলেছে নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০১৪’র পর ২০২৪-এ খেতাব জিতেছিলো বেগুনি-সোনালী শিবির। সেই সুবাদেই এক দশক পর আইপিএলের (IPL) উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়েছে কলকাতা। প্রস্তুতি চলছে জোরকদমে। দর্শকদের বিনোদনে যাতে কোনো ঘাটতি না হয় তা নিশ্চিত করতে মরিয়া দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী শনিবার কলকাতায় পা রাখতে চলেছেন বলিউডের ‘হুজ হু’রা।

Read More: “মেয়ে কোনো দোষ করে নি…” হোলি বিতর্কে সাফ জবাব হাসিনের, বিঁধলেন মহম্মদ শামিকেও !!

শাহরুখ-সলমনরা থাকছেন উদ্বোধনে-

Shah Rukh Khan and Salman Khan | Image: Twitter
Shah Rukh Khan and Salman Khan | Image: Twitter

আইপিএলের (IPL) উদ্বোধনী অনুষ্ঠানে আক্ষরিক অর্থেই ‘চাঁদের হাট’ বসতে চলেছে ইডেন গার্ডেন্সে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে খবর যে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান-দু’জনেই শনিবার উপস্থিত থাকবেন ক্রিকেটের নন্দনকাননে। কলকাতা নাইট রাইডার্সের (KKR) কো-ওনার শাহরুখ। প্রত্যেক বছরই আইপিএল চলার সময় নিয়মিত তাঁকে দেখে অভ্যস্ত ইডেন। এবারও যে তার ব্যতিক্রম হবে না তার ইঙ্গিত মিলতে চলেছে প্রথম ম্যাচেই। বলিউডের ‘ভাইজান’ সলমন (Salman Khan) ইডেনে পা রাখছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘সিকন্দর’-এর প্রোমোশনের জন্য। এ.আর,মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় রয়েছেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়ালরাও। তবে তাঁরা সম্ভবত থাকছেন না ইডেনে।

সম্প্রতি ‘ছাবা’ সিনেমায় দেশের হৃদয় জিতেছেন ভিকি কৌশল। আইপিএলের (IPL) উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। উপস্থিত থাকার কথা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং সঞ্জয় দত্তরও। হিন্দুস্তান টাইমসের রিপোর্টে দাবী করা হয়েছে যে অষ্টাদশতম মরসুমের ‘গ্র্যান্ড ওপেনিং’-এ অতিথিদের তালিকায় থাকতে পারেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), তৃপ্তি ডিমরি, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, পূজা হেগড়ে, করিনা কাপুর, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানদের (Sara Ali Khan) নাম’ও। সুরের মূর্ছনায় উপস্থিত দর্শকদের মাতিয়ে দিতে দেখা যাবে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল’কে (Shreyas Ghoshal)। নাচের পারফর্ম্যান্স রয়েছে শাহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুরের। পারফর্ম করার কথা রয়েছে অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবী গায়ক করণ আউজলা’রা।

বদলাতে পারে টিকিটের দাম-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

গত ৭ মার্চ থেকে শুরু হয়েছিলো আইপিএলের (IPL) টিকিট বিক্রি। নাইট রাইডার্সের (KKR) হোম ম্যাচের টিকিটের দাম বেড়েছিলো বেশ খানিকটা। গত বছর যেখানে সর্বনিম্ন টিকিট মূল্য ছিলো ৭৫০ টাকা, তা একধাক্কায় বাড়িয়ে এবার করা হয়েছিলো ৯০০ টাকা। অন্যান্য টিকিটের দামও বেড়েছিলো যথেষ্টই। সাধারণ ক্রিকেটপ্রেমীদের সাধ্যের বাইরে চলে গিয়েছে দাম, উঠতে শুরু করেছিলো অভিযোগ। শেষমেশ ভক্তদের কথা ভেবে পদক্ষেপ নিয়েছে সিএবি। এক সাক্ষাৎকারে রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান জানিয়েছেন, “সবকিছুরই দাম বাড়ছে। অন্য শহরগুলোতে জায়গা কম তাই ফ্র্যাঞ্চাইজিগুলো টিকিটের দাম বেশী রাখে। কলকাতায় সেই সমস্যা নেই। ৬৫০০০ দর্শক বসতে পারবেন। আমরা কেকেআরের সাথে কথা বলেছি। বিষয়টি দেখতে বলেছি।” প্রথম দুটি হোম ম্যাচের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। তৃতীয় ম্যাচ থেকে দ্মা কমে কিনা সেদিকে এখন তাকিয়ে সকলে।

Also Read: IPL 2025: ট্রফি জিততে নতুন কৌশল অবলম্বন করেছেন প্রীতি জিন্টার পাঞ্জাব, চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *