ipl-2025-goi-bans-alcohol-tobacco-ads

IPL 2025: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। ব্যাট-বলের দ্বৈরথ শুরুর আগে বিজ্ঞাপনের বিষয়ে বিসিসিআই-কে গাইডলাইন বেঁধে দিলো কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়াম চত্বরে কোনোরকম মদ বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করা যাবে না। একইসাথে টেলিভিশনেও এইজাতীয় কোনো দ্রব্যের বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না। সংস্থাগুলি নানান সময় অন্য কোনো দ্রব্যের আড়ালে গুটখা বা মদের বিজ্ঞাপন করে থাকে, এহেন সারোগেট মার্কেটিং-ও  বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে সরকার। এই মর্মে আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ সিং ধূমল’কে (Arun Singh Dhumal) একটি চিঠিও লিখেছেন ডায়রেক্টর জেনারেল অফ হেলথ্‌ সার্ভিসেস ডক্টর অতুল গোয়েল (Atul Goel)। স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা ‘সামাজিক ও নৈতিক দায়িত্ব,’ চিঠিতে লিখেছেন তিনি।

Read More: “দলের দিকে নজর দেয় নি…” ব্যর্থতার দায় পিসিবি’র, চ্যাম্পিয়ন্স ট্রফি মিটতেই তোপ দাগলেন দানিশ কানেরিয়া !!

বিজ্ঞাপনের উপর চাপলো বিধিনিষেধ-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

অরুণ সিং ধূমলের পাশাপাশি চিঠিতে উল্লেখ করা হয়েছে বিসিসিআই সভাপতি রজার বিনি’র (Roger Binny) নাম’ও। ডক্টর গোয়েল (Dr. Atul Goel) লিখেছেন, “ক্রিকেট খেলোয়াড়রা তরুণদের জন্য রোলমডেল এবং ওনারা স্বাস্থ্যকর, উদ্যমী জীবনযাত্রা তুলে ধরেন। আইপিএল যেহেতু দেশের সর্ববৃহৎ ক্রীড়া মঞ্চ সেহেতু তার একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে স্বাস্থ্য সম্পর্কে মানুষজনকে সচেতন করে তোলার ব্যাপারে। আইপিএলের উচিৎ তামাকজাত দ্রব্য ও অ্যালকোহলের বিজ্ঞাপন কঠোরভাবে নিষিদ্ধ করা। খেলার মাঠে তো বটেই সাথে সাথে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রেও এইজাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে” কেবলমাত্র বিসিসিআই নয়, একই সাথে ক্রিকেটারদের উপরেও এই জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনার পরার্মশ দিয়েছেন ডক্টর গোয়েল।

ভারতে হৃদরোগ, ক্যান্সার, ক্রনিক ফুসফুসের সমস্যা, হাইপারটেনশনের মত রোগ দিনদিন বেড়েই চলেছে। দেশে মোট মৃত্যুর ৭০ শতাংসই ঘটছে এইসব অসুস্থতার কারণে। বিষয়টি নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর গোয়েল। জানিয়েছেন তামাকজাত দ্রব্য ও মদ ভারতীয়দের জন্য অন্যতম চিন্তার কারণ। “তামাক সংক্রান্ত মৃত্যুতে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। বছরে ১৪ লক্ষ মানুষ এতে মারা যায়। নেশার দ্রব্য হিসেবে মদ ভারতীয়দের প্রথম পছন্দ। এই বছর ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। যেহেতু এটি দেশের সর্ববৃহৎ ক্রীড়া মঞ্চ, সেহেতু এখানে তামাক/অ্যালকোহলের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন ভুল বার্তা বয়ে নিয়ে আসে স্বাস্থ্য ও ফিটনেসের ব্যাপারে,” ৫ মার্চ লেখা চিঠিতে বিসিসিআই-কে জানিয়েছেন ডায়রেক্টর জেনারেল অফ হেলথ্‌ সার্ভিসেস। মাঠে তামাকজাত দ্রব্য ও অ্যালকোহলি বিক্রির ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

দেখুন সেই চিঠি’টি-

Letter to IPL Chairman | Image: Twitter
Letter to IPL Chairman | Image: Twitter

IPL-এর দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

গত বারের মতই এবারও আইপিএলে (IPL) রয়েছে ৭০টি গ্রুপ ম্যাচ ও ৪টি নক-আউট লড়াই। দশ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য চারটি দলের সাথে দুই বার খেলবে। অন্যগ্রুপের চারটি দলের সাথে একবার করে খেলবে ও একটি দলের বিপক্ষে খেলবে দুইবার। এবারও মোট ১৩টি শহরে হচ্ছে টুর্নামেন্ট। কলকাতা, লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ, মুল্লানপুর, দিল্লী, জয়পুর, আহমেদাবাদ, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর পাশাপাশি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোমগ্রাউন্ড হিসেবে থাকছে গুয়াহাটি। পাঞ্জাব খেলবে ধর্মধালাতে এবং দিল্লী কয়েকটি ম্যাচ খেলবে বিশাখাপত্তনমে। গত বছর আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই সুবাদে এবার উদ্বোধনী ম্যাচ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে খেলার সুযোগ পাচ্ছে বেগুনি-সোনালী বাহিনী। ২২ তারিখ তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল’ও রয়েছে কলকাতা’তে। বাকি দুটি নক-আউট ম্যাচ পাচ্ছে হায়দ্রাবাদ।

Also Read: IPL 2025: চোট সারিয়ে নাইট শিবিরে যোগ দিলেন অনরিখ নর্খিয়া, খুশির খবর কেকেআরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *