IPL 2025: ২০২২ সালে দুই নতুন ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলে (IPL) অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছিলো বিসিসিআই। গুজরাত টাইটান্সের (GT) সাথে সাথে অন্তর্ভুক্তি হয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসেরও (LSG)। প্রথম মরসুমেই নজর কাড়ে তারা। জায়গা করে নেয় প্লে-অফে। যদিও এলমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে পরাস্ত হয় তারা। দ্বিতীয় মরসুমের মাঝপথে অধিনায়ক কে এল রাহুল চোটের কারণে ছিটকে গেলেও লড়াই থেকে হারিয়ে যায় নি লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। ঘুরে দাঁড়িয়ে আরও একবার শেষ চারের ছাড়পত্র আদায় করে নিয়েছিলো তারা। যদিও ফের এলিমিনেটরেই দৌড় শেষ হয় তাদের। তৃতীয় মরসুমটি অবশ্য ভালো কাটে নি সুপারজায়ান্টস শিবিরের। তারা সপ্তম স্থানে শেষ করেছে লীগ তালিকার।
ব্যর্থতার অন্ধকার কাটিয়ে দ্রুত আলোয় ফেরাই লক্ষ্য লক্ষ্ণৌ শিবিরের। ২০২৫-এর আইপিএলে (IPL) ট্রফির দাবীদার হয়ে উঠতে চায় তারা। কোন পথে এগোবে দল, কি হবে মেগা নিলামের স্ট্র্যাটেজি তার আভাস মিলতে পারে আজ। দুপুর ২টোয় এক সাংবাদিক বৈঠক ডেকেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সেখানে রিলিজ-রিটেনশন নিয়ে যেমন তথ্য মিলতে পারে, একইসাথে দলের গঠনতন্ত্রের কোনো পরিবর্তন হচ্ছে কিনা জানা যাবে তাও। আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক নিরবাচন নিয়ে। কে এল রাহুল’ই (KL Rahul) কি দায়িত্বে থাকছেন, নাকি নতুন কারও হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা নিয়েও সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হতে পারেন গোয়েঙ্কা।
Read More: “RIP… English..”, ICC’র চেয়ারম্যান হতেই ইংরেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড জয় শাহ !!
রিলিজ-রিটেনশন নিয়ে মিলবে তথ্য-
মেগা অকশন যে হচ্ছেই, তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। কিন্তু সে সম্পর্কীত কোনো স্পষ্ট নিয়মনীতি বা গাইডলাইন দেওয়া হয় নি। কতজনকে ধরে রাখা যাবে, রিলিজের প্রক্রিয়াই বা কি হবে সে সম্পর্কে অন্ধকারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ৩১ জুলাইয়ের বৈঠকের পর মনে করা হচ্ছে যে অন্তত ছয় জন ক্রিকেটারকে ‘রিটেন’ করার সিদ্ধান্তে সিলমোহর দিতে পারেন জয় শাহ, রজার বিনি’রা। সরাসরি ছ’টি রিটেনশনের বদলে চারটি রিটেনশন ও ২টি আর টি এম বা রাইট টু ম্যাচ বিকল্প’ও দেওয়া হতে পারে তাদের। সব রকম পরিস্থিতির কথা মাথায় রেখেই এগোচ্ছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। সংবাদমাধ্যম সূত্রে খবর যে মার্কাস স্টয়নিস (Marcus Stoinis), নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ডিয়া, নবীন উল হক, রবি বিষ্ণোই’কে (Ravi Bishnoi) ধরে রাখার কথা ভাবতে পারে তারা। ষষ্ঠ স্লটটি পেতে পারেন কে এল রাহুল।
রাহুলের ভবিষ্যত স্পষ্ট হতে পারে-
গত তিন মরসুম লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) অধিনায়ক ছিলেন কে এল রাহুল। তা সত্ত্বেও আগামী আইপিএলে (IPL) তিনি কোন দলে খেলবেন তা নিয়ে রয়েছে সংশয়। হায়দ্রাবাদের বিরুদ্ধে সুপারজায়ান্টসের ১০ উইকেটে হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) দেখা গিয়েছিলো অধিনায়ককে রীতিমত ধমক দিতে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির সাথে সম্পর্ক তলানিতে ঠেকেছিলো কর্ণাটকের তারকার। তখন থেকেই শোনা যাচ্ছিলো তাঁর দল ছাড়ার সম্ভাবনার কথা। পুরনো দল বেঙ্গালুরুতে ফিরতে পারেন রাহুল, রয়েছে গুঞ্জন। এর মধ্যেই কলকাতায় এসে গোয়েঙ্কার সাথে একান্তে বৈঠকও করেন তিনি। দুজনের কথা হয় প্রায় এক ঘন্টা। সূত্রের খবর যে রাহুলকে (KL Rahul) রিটেনশনের নিশ্চয়তা দিয়েছেন শিল্পপতি। তবে অধিনায়কত্ব থেকে সরতে হচ্ছে তাঁকে। সেই সংক্রান্ত খবরও মিলতে পারে আজকের সাংবাদিক সম্মেলনে।
গম্ভীরের উত্তরসূরি হচ্ছেন জাহির খান-
আজকের সাংবাদিক সম্মেলনের সবচেয়ে বড় চমক সম্ভবত হতে চলেছেন জাহির খান (Zaheer Khan)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি, জানাচ্ছে সংবাদমাধ্যম। ২০২৪-এর আইপিএলের (IPL) আগে গৌতম গম্ভীর লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ছাড়ায় মেন্টরের পর খালিই ছিলো এতদিন। গত মরসুমে দায়িত্ব সামলেছেন কেবল হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। ২০২৫ মরসুম শুরুর আগে সেই শূন্যস্থান পূরণ করতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। বেশ কিছুদিন ধরেই তারা কথা চালাচ্ছিলো জাহিরের সাথে। অবশেষে আজ প্রকাশ্যে আনা হতে পারে তাঁর নাম। কোচ ও ক্রিকেটারদের মধ্যে সেতু হিসেবে কাজ করবেন জাহির, খবর মিলেছে লক্ষ্ণৌ (LSG) টিম ম্যানেজমেন্ট সূত্রে। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং উপদেষ্টা হিসেবে আগে কাজ করেছেন জাহির (Zaheer Khan)। দ্বিতীয় ইনিংসে চাইবেন লক্ষ্ণৌকে ট্রফি জেতাতে।