IPL 2025: গত বছর দ্বিতীয় কোয়ালিফায়ার অবধি পৌঁছেছিলো রাজস্থান রয়্যালস। ফাইনালের ঠিক এক ধাপ আগে থেমেছিলেন সঞ্জু স্যামসন’রা (Sanju Samson)। এবার বাকি পথটুকু পেরোতে পারবে দল, আশাবাদী ছিলেন সমর্থকেরা। কিন্তু আইপিএল (IPL) যত এগিয়েছে ততই ব্যবধান বেড়েছে বাস্তব আর ভাবনার মধ্যে। মরসুমের প্রথম দুই ম্যাচে হেরেছিলো রাজস্থান রয়্যালস। পরবর্তী দুই ম্যাচে জয় লড়াইতে ফিরিয়েছিলো সঞ্জু, রিয়ান, নীতিশ রাণাদের। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তাঁরা। হেরেছেন একটানা পাঁচটি ম্যাচ। লীগ পর্ব শেষ হতে এখনও বাকি প্রায় তিন সপ্তাহ। কিন্তু অবিশ্বাস্য কিছু না হলে রাজস্থানের যে প্লে-অফে পৌঁছানো সম্ভব নয়, তা দিনের আলোর মতই পরিষ্কার। মুখ থুবড়ে পড়ার কারণ কি? বিশ্লেষণ করতে বসে কোচ রাহুল দ্রাবিড়ের দিকেই আঙুল তুললেন ‘লিট্ল মাস্টার’ সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
Read More: IPL 2025: ব্যাটিং অর্ডারে বিরাট বদল, কেকেআরের নতুন ছকে কাঁপাবে প্রতিপক্ষরা !!
দ্রাবিড়কে দায়ী করলেন গাওস্কর-

গত বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে চলতি মরসুমে দ্বিতীয় বার হেরেছে রাজস্থান রয়্যালস (RR)। এই মুহূর্তে ৯ ম্যাচ খেলে তাদের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। যা পরিস্থিতি তাতে লীগ পর্বের বাকি ৫টি ম্যাচের সবক’টি জিতলেও শেষ চারে যাওয়া কার্যত অসম্ভব তাদের জন্য। কোচের ভুলেই ডুবেছে দল, খেলা শেষে তোপ দাগেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি তারকা জানিয়েছেন, “রাজস্থান রয়্যালসকে বিগত ম্যাচগুলিতে দেখেছিলাম ঠিকই। কিন্তু মাঠে ছিলাম না। কি হচ্ছে সেটা মাঠে না থাকলে বোঝা যায় না। কিন্তু এখানে (চিন্নাস্বামী) আমি উপস্থিত ছিলাম। আমি দেখেছি কি ধরণের ক্রিকেট ওরা খেলছে। রাহুল দ্রাবিড়ের মত একজন কোচ থাকা সত্ত্বেও এহেন হঠকারী ক্রিকেট- ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য।”
“দ্রাবিড় সর্বদাই সুনির্দিষ্ট ভাবনা নিয়ে এগোন, আমার মনে হত যে সেই ভাবনাগুলো রাজস্থান রয়্যালসের মধ্যেও হয়ত চুঁইয়ে প্রবেশ করবে। কিন্তু সেই চিন্তাভাবনার প্রক্রিয়া কোথায়? অনভিজ্ঞ ক্রিকেটাররা সবসময় সঠিক কাজ করবে এটা আশা করা যায় না। কিন্তু তাও… এটা সম্পূর্ণ আলাদা ধরণের ক্রিকেট ছিলো,” সংযোজন গাওস্করের। একা গাওস্কর নয়, তাদের স্ট্র্যাটেজির সমালোচনা করেছেন, সাইমন ক্যাটিচ (Simon Katich) ও পমি মোয়াঙ্গা’ও। যেভাবে বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষের ওভারগুলোতে নিজেদের বিপদ কার্যত নিজেই ডেকে আনলেন জুরেল, শুভম দুবেরা তাকে কটাক্ষ করে ক্যাটিচ বলেন, “রাজস্থান রান তাড়া করা সম্ভাবনাটাকে জবাই করলো।” তিন ম্যাচে তীরে এসে তরী ডুবেছে সঞ্জুদের। সেই প্রসঙ্গ টেনে মোয়াঙ্গা বলেন, “তিন বার বজ্রাঘাতের শিকার হলো রাজস্থান।”
০.১% সম্ভাবনা রয়েছে রাজস্থানের-

এবারের আইপিএলে (IPL) আর পাঁচটি মাত্র ম্যাচ বাকি রয়েছে রাজস্থান রয়্যালসের (RR)। গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠ সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে নামবে তারা। আর অ্যাওয়ে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। টানা পাঁচটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১৪। এবার লীগ টেবিলের যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট শেষ চারে যাওয়ার জন্য যথেষ্ট হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অঙ্কের হিসেব বলছে যে রাজস্থান রয়্যালসের (RR) প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা ০.১ শতাংশ। ২০০৮-এ টুর্নামেন্টের প্রথম মরসুমে সকলকে প্রায় চমকে দিয়েই ট্রফি জিতেছিলো শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। তার পর থেকেই চলছে দ্বিতীয় খেতাবের প্রত্যাশা। ২০২৫-এও সেই প্রত্যাশা যে পূরণ হচ্ছে না তা আন্দাজ করতে পারছেন সমর্থকেরা।