IPL 2025: আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম নিয়ে শুরু হয়ে গিয়েছে হইচই। মেগা নিলামের প্রস্তুতি সেরে রাখছে দশ ফ্র্যাঞ্চাইজিই। ব্যতিক্রম নয় দিল্লী ক্যাপিটালস (DC)। গত সতেরো মরসুম মাঠে নেমেও প্রাপ্তির ভাঁড়ার শূন্য তাদের। ২০২০-তে ফাইনাল খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো মাইলস্টোন স্পর্শ করতে পারে নি তারা। ২০২৫-এ ট্রফি জয়ের বাড়তি উদ্যোগ নিয়ে মাঠে নামতে চায় দিল্লী। সাফল্যের সন্ধানে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিতেও তারা যে পিছু হটবে না তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সাত বছর কোচের দায়িত্বে ছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting)। তাঁকে ছেঁটে ফেলা হয়েছে। নতুন কোচের সন্ধান করছে তারা। এর মধ্যেই অধিনায়কত্ব নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন পার্থ জিন্দল’রা। ঋষভ পন্থ’কে (Rishabh Pant) নিয়ে দলের পরিকল্পনা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই ভাগ্য খুললো ঈশান কিষানের, পেলেন দলের অধিনায়কত্ব করার সুযোগ !!
সংশয় ছিলো ঋষভের ভবিষ্যৎ নিয়ে-
২০১৬ সাল থেকে আইপিএল (IPL) খেলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আগাগোড়া দিল্লী ক্যাপিটালসেই রয়েছেন তিনি। এখনও পর্যন্ত ১১১টি ম্যাচ খেলে তিনি করেছেন ৩২৮৪ রান। রয়েছে ১৮টি অর্ধশতক ও ১টি শতরান। ব্যাটিং গড় প্রায় ৩৬, স্ট্রাইক রেট ১৪৯-এর কাছাকাছি। ২০২১ সালে দল ছেড়েছিলেন শ্রেয়স আইয়ার। তারপর ঋষভের (Rishabh Pant) হাতেই নেতৃত্বের ভার তুলে দিয়েছিলো দিল্লী ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের (IPL) ইতিহাসে তরুণতম অধিনায়কদের তালিকায় জায়গা করে নেন তিনি। গত নয় মরসুমে ঋষভ হয়ে উঠেছেন দিল্লীর ঘরের ছেলে। ২০২২-এর ডিসেম্বরে যখন ভয়াবহ দুর্ঘটনায় তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়েই উঠে গিয়েছিলো প্রশ্ন, তখনও তাঁর পাশেই দাঁড়িয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এ তাঁকে প্রত্যাবর্তনের সুযোগ দিয়েছে তারা। এমনকি ফেরানো হয়েছে অধিনায়কত্ব’ও।
২০২৪ মরসুমে ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক ঋষভ’কে (Rishabh Pant) নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছিলো। টুর্নামেন্টের শুরুর দিকে পরপর হার বাধার পাহাড় তৈরি করেছিলো দিল্লী ফ্র্যাঞ্চাইজির সামনে। শেষদিকে লড়াইতে ফিরলেও প্লে-অফের যোগ্যতা অর্জন আর করা সম্ভব হয় নি তাদের পক্ষে। পয়েন্ট তালিকায় ষষ্ঠ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। দীর্ঘ সময় ট্রফিহীন থাকার পর দিল্লী ক্যাপিটালস (DC) কর্তারা যে দল নিয়ে খুশি নন তা স্পষ্ট কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting) সরানো থেকেই। অজি প্রশিক্ষকের বিদায়ের পর থেকেই জল্পনা শুরু হয় যে ছাঁটাই হতে চলেছেন অধিনায়ক ঋষভ’ও (Rishabh Pant)। তাঁকে নাকি রিলিজ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি। উইকেটরক্ষক-ব্যাটারের পরবর্তী গন্তব্য নিয়েও শুরু হয়ে গিয়েছিলো চর্চা।
সমর্থকদের আশ্বস্ত করলেন সৌরভ-
গত কয়েক দিনে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে তৈরি হয়েছিলো জল্পনা। ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছিলো যে নিলামে নাম লেখাতে পারেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। মহেন্দ্র সিং ধোনি’র বদলি হিসেবে চেন্নাই সুপার কিংস (CSK) যে দলে সামিল করতে পারে ঋষভকে, আলোচনা চলছিলো তা নিয়েও। এহেন গুঞ্জনের মাঝেই দিল্লী ক্যাপিটালস সমর্থকদের আশ্বাসবাণী শোনালেন ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি’তে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে প্রাক্তন ভারত অধিনায়ক স্পষ্ট করেছেন যে ঋষভ পন্থ দিল্লী ক্যাপিটালসেই থাকছেন। যদিও নেতৃত্বে তিনিই থাকবেন কিনা তা নিয়ে কিছু জানান নি তিনি। তবে বিশেষজ্ঞমহলের ধারণা নিলামে নতুন অধিনায়কের সন্ধান করবে দল।