IPL 2025: গম্ভীর বিদায়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে KKR, পুরনো বন্ধু’কে দায়িত্ব দিচ্ছেন শাহরুখ খান !! 1

IPL 2025: জমজমাট লড়াই দিয়ে যবনিকা পড়েছে ২০২৪-এর আইপিএলের (IPL)। সেরা দল হিসেবেই ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা মরসুমের শুরুটা করেছিলো ঘরের মাঠ ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) হারিয়ে। মরসুম শেষ’ও করেছে সানরাইজার্সকে হারিয়েই। খালি বদলে গিয়েছিলো ভেন্যুটি। ফাইনালে চেন্নাইয়ের মাঠে সাফল্যের হাতের মুঠোয় ধরে নাইটরা। ২০১৪ সালে দ্বিতীয় ট্রফি জিতেছিলো কলকাতা। এক দশক পর এসেছে তৃতীয় খেতাব। উদ্‌যাপনে তাই বাঁধনহারা হতে দেখা যায় দলমালিক শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলাদের। ক্রিকেটারদের সাথে মাঠে সেলিব্রেশনে মেতেছিলেন তারা। ট্রফি জয়ের দুই মাসের মধ্যেই অবশ্য আগামী মরসুমের ভাবনাও শুরু করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। মেগা অকশনের ছক সাজানোর পাশাপাশি কোচিং স্টাফেও নয়া মুখ আমদানির কথা ভাবতে হচ্ছে বেঙ্কি মাইশোরদের।

Read More: IPL 2025: দলে থাকলেও দিল্লী’র নেতৃত্ব হারাচ্ছেন ঋষভ পন্থ, মেগা অকশনের আগে স্পষ্ট করলেন সৌরভ গাঙ্গুলী !!

সাফল্যের কারিগর গৌতম গম্ভীর-

Gautam Gambhir | IPL | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

২০২৪-এর আইপিএলের (IPL) আগেই লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে ক্রিকেটার হিসেবে বেগুনি-সোনালী শিবিরে যোগ দিয়ে দলের ভাগ্য বদলে দিয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে জিতিয়েছিলেন দুটি ট্রফি। মেন্টর হিসেবেও তাঁর থেকে তেমনই সাফল্য আশা করেছিলো ফ্র্যাঞ্চাইজি। নিরাশ করেন নি তিনি। জাদুকাঠির ছোঁয়ায় বদলে দিয়েছিলেন নাইটদের (KKR)। প্লে-অফে পা রাখা একটা সময় কঠিন হয়ে দাঁড়িয়েছিলো ‘সিটি অফ জয়’-এর দলের জন্য। কিন্তু আগাগোড়া ২০২৪ আইপিএলে (IPL) দাপট দেখিয়েই এবার ফাইনালে পৌঁছেছিলেন শ্রেয়স আইয়াররা। খেতাবী যুদ্ধেও প্রতিপক্ষ সানরাইজার্সকে স্রেফ দাঁড়াতেই দেন নি তাঁরা। ঘরে তোলেন তৃতীয় ট্রফি।

লাগাতার ব্যর্থ হওয়ার পরেও মিচেল স্টার্কের (Mitchell Starc) উপর আস্থা রাখা, প্রতি মুহূর্তে অধিনায়ক শ্রেয়সের পাশে থাকা, সুনীল নারাইনকে (Sunil Narine) ছন্দে ফিরতে সাহায্য করা-গম্ভীরের কর্মকাণ্ড প্রতি মুহূর্তে নজর কেড়েছিলো আইপিএলে। নাইট তারকা নীতিশ রাণা এক সাক্ষাৎকারে জানান যে মেন্টর হিসেবে যেদিন পা রেখেছিলেন গম্ভীর, সেদিনই ক্রিকেটারদের জানিয়েছে যে ফাইনাল খেলতেই হবে যে কোনো মূল্যে। মেন্টরের মান রাখার বাড়তি তাগিদ নিয়েই মরসুমে মাঠে নেমেছিলেন ক্রিকেটাররা। নাইটদের সাফল্যে যেমন অবদান রয়েছে গম্ভীরের, তেমনই তাঁর সেনাপতি হিসেবে প্রতিক্ষণে পাশে ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। তরুণ তুর্কিদের দারুণ ভাবে সামিলেছেন তিনি।

নতুন মেন্টরের সন্ধানে নাইটরা-

Sourav Ganguly and Shah Rukh Khan | Image: Twitter
Sourav Ganguly and Shah Rukh Khan | Image: Twitter

ট্রফি জয়ের পর গম্ভীরকে অনির্দিষ্টকালের জন্য ফ্র্যাঞ্চাইজির হটসিটে দেখতে চেয়েছিলেন দলমালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। সংবাদমাধ্যম সূত্রে খবর যে তিনি ব্ল্যাঙ্ক চেক’ও অফার করেছিলেন গম্ভীরকে। কিন্তু রাজী হন নি প্রাক্তন তারকা। আইপিএলেই (IPL) নিজেকে সীমাবদ্ধ রাখতে চান নি তিনি। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সরে দাঁড়ানোয় খালি হয়েছিলো টিম ইন্ডিয়ার হেড কোচের পদটি। আবেদন করেন গম্ভীর। বিসিসিআই সূত্রে প্রথমে খবর মিলেছিলো যে বিদেশী কোচের কথা ভাবা হচ্ছে, কিন্তু আইপিএলে গম্ভীরের সাফল্যের পর তিনিই এগিয়ে যান দৌড়ে। মে মাসে বাদন করেছিলেন তিনি। জুনে হয় সাক্ষাৎকার। পরে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সুপারিশে ৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে কোচ হিসেবে ঘোষিত হয় গম্ভীরের (Gautam Gambhir) নাম।

গম্ভীর নাইট রাইডার্স দল ছাড়ার পর তাঁর সহকারী হিসেবে টিম ইন্ডিয়াতে যোগ দেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। ত্রিমুখী ধাক্কা বেশ চাপে ফেলে দিয়েছিলো ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের। ২০২৫-এ নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টায় আপাতত তারা। মেন্টর রূপে কে যোগ দিতে পারেন সে নিয়ে চলছে চর্চা। প্রথমে শোনা গিয়েছিলো যে রাহুল দ্রাবিড়ের কাছে প্রস্তাব গিয়েছে। কিন্তু তিনি সম্ভবত পা বাড়িয়ে রাজস্থান রয়্যালসের (RR) দিকে। এমতাবস্থায় আদর্শ বিকল্প হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই মুহূর্তে দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্ট্র অফ ক্রিকেট অপারেশনস পদে রয়েছেন তিনি। রিকি পন্টিং-এর অপসারণের পর কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সাড়া দেয় নি দিল্লী ফ্র্যাঞ্চাইজি (DC)। কোচিং-এর সেই স্বপ্ন পূরণের জন্যই দিল্লী ছেড়ে নিজের রাজ্যে ফিরতে পারেন তিনি।

Also Read: ভুল বুঝেছে টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হারিয়ে যেতে বসা’ এই তারকাকে ফেরাতে মরিয়া গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *