IPL 2025: বিশাখাপত্তনমের বাইশ গজে আইপিএল (IPL) অভিযান শুরু করতে চলেছে দিল্লী ক্যাপিটালস (DC)। গত বছর ষষ্ঠ স্থানে শেষ করেছিলো তারা। এবার লক্ষ্য প্লে-অফের বাধা টপকানো। সেই উদ্দেশ্যে শুরুটা জয় দিয়েই করতে চায় ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌর বিপক্ষে মরসুমের প্রথম ম্যাচে বাড়তি মোটিভেশন রয়েছে দিল্লীর জন্য। তাদের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) শিবির বদলে যোগ দিয়েছেন সুপারজায়ান্টসে। পেয়েছেন নেতৃত্ব। বিশাখাপত্তনমের দ্বৈরথকে তাই মর্যাদার লড়াই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞদের অনেকেই। অষ্টাদশতম মরসুমে স্কোয়াডের শক্তি বেশ কয়েকগুণ বাড়ানোর চেষ্টা করেছেন কর্মকর্তারা। তাঁদের পরিকল্পনা সুফল এনে দিয়েছে কিনা তার প্রমাণ মিলবে সোমবারই। অস্ট্রেলীয় জেক ফ্রেজার ম্যাকগার্কের সঙ্গে প্রথম ম্যাচে ওপেন করতে পারেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাফ দু প্লেসি (Faf du Plessis)। তিনে দেখা যেতে পারে অভিষেক পোড়েল্’কে।
ওপেনিং নয়, সম্ভবত মিডল অর্ডারেই খেলতে দেখা যাবে কে এল রাহুলকে (KL Rahul)। চার নম্বরে তাঁকে ব্যবহার করতে পারেন কোচ হেমাঙ্গ বাদানি। কর্ণাটকের তারকার অভিজ্ঞতা কাজে আসতে পারে দলের। পাঁচে থাকছেন দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। ধুন্ধুমার ব্যাটিং-এ নজর কাড়তে পারেন তিনিও। ছয় নম্বরে ‘ফিনিশার’ হিসেবে মাঠে নামতে পারেন আশুতোষ শর্মা। এই মরসুমে দিল্লী দলের অধিনায়কের দায়িত্বে অক্ষর প্যাটেল। লেফট্ আর্ম অফস্পিনের সাথে সাথে ব্যাট হাতেও লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। তিন পেসারকে প্রথম একাদশে রাখতে পারে ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলীয় তারকা মিচেল স্টার্কের (Mitchell Starc) সঙ্গী হতে পারেন টি.নটরাজন। দুই বাম হাতির জুটি দেখতে মুখিয়ে অনুরাগীরা। সঙ্গী হতে পারেন মুকেশ কুমার। এছাড়া ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে মোহিত শর্মাকেও। স্পিন বিভাগে থাকছেন কুলদীপ যাদব।
Read More: IPL 2025: “এবার মুম্বইয়ের পালা…” রাজস্থানের বিরুদ্ধে ঈশানের শতরানের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)
ম্যাচ নং- ০৪
তারিখ- ২৪/০৩/২০২৫
ভেন্যু- ডক্টর ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়াম, বিশাখাপত্তনম
সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)
DRYSRSR Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

অরুণ জেটলি স্টেডিয়াম নয়, দিল্লী ক্যাপিটালস (DC) নিজেদের আইপিএল (IPL) অভিযান শুরু করতে চলেছে দ্বিতীয় ‘হোমগ্রাউন্ড’ বিশাখাপত্তনমে। ডক্টর ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ২০১২ থেকে ২০২৪-এর মধ্যে মাত্র ১৫টি আইপিএল (IPL) ম্যাচ এখানে আয়োজিত হয়েছে। এর মধ্যে ৮টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। বাকি ৭টিতে রান তাড়া করে এসেছে সাফল্য। বিশাখাপত্তনমে আগে বোলাররা বাড়তি সুবিধা পেতেন ঠিকই, কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলিতে ছড়ি ঘুরিয়েছেন ব্যাটাররা। সোমবারের ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৮-এর কাছকাছি। দিল্লী বনাম লক্ষ্ণৌ ম্যাচে তার চেয়ে বেশী রান ওঠার সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা। টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।
Visakhapatnam Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস (DC) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে সোমবার সৈকত শহরের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ শতাংশ থাকার সম্ভাবনা। যা অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। এছাড়া ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানা গিয়েছে।
DC vs LSG হেড টু হেড পরিসংখ্যান-

দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস আইপিএলের (IPL) আসরে মুখোমুখি হয়েছে ৫ বার। এর মধ্যে ৩ বার জিতেছে লক্ষ্ণৌ। বাকি দুই বার জয় পেয়েছে দিল্লী। ২০২২ ও ২০২৩-এ টানা তিনটি ম্যাচে জিতেছিলো নবাবের শহর। কিন্তু ২০২৪-এ দুই পর্বেই জয় ছিনিয়ে নিয়েছে ক্যাপিটালস শিবির।
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
দিল্লী বনাম লক্ষ্ণৌ-সহ আইপিএলের (IPL) সবক’টি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮-এর বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে খেলা।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- ফাফ দু প্লেসি ✈️, জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈️
মিডল অর্ডার- অভিষেক পোড়েল, কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস ✈️
ফিনিশার- আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল
বোলার- কুলদীপ যাদব, মিচেল স্টার্ক ✈️, টি নটরাজন, মুকেশ কুমার
উইকেটরক্ষক- অভিষেক পোড়েল
ইমপ্যাক্ট প্লেয়ার- মোহিত শর্মা/ সমীর রিজভি
এক নজরে DC-র সম্ভাব্য একাদশ-
ফাফ দু প্লেসি ✈️, জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈️, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস ✈️, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, মিচেল স্টার্ক ✈️, টি নটরাজন, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার-
ব্যাটিং-এর ক্ষেত্রে- সমীর রিজভি
বোলিং-এর ক্ষেত্রে- মোহিত শর্মা