ধ্রুব জুড়েল-
![IPL 2025: রাজস্থানের রেডারে চার তারকা, নিলাম থেকে যাঁদের দলে ফেরাতে মুখিয়ে থাকবে ফ্র্যাঞ্চাইজি !! 2 Dhruv Jurel | IPL | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/04/jurel-csk.jpg)
২০২৩ সালে রাজস্থানের জার্সিতে প্রথমবার মাঠে নামেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। উত্তরপ্রদেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ফিনিশার হিসেবে নজর কাড়েন। শিমরণ হেটমায়ারের সাথে জুড়েলের জুটি একাধিক ম্যাচে রাজস্থানকে কঠিন পরিস্থিতি থেকে জয় এনে দেয়। ১৩ ম্যাচ খেলে ২০২৩-এর আইপিএলে তিনি ১৭২.৭৩ গড়ে করেছিলেন ১৫২ রান। তাঁর ২০ বা ৩০ রানের ক্যামিওগুলিই ব্যবধান গড়ে দিয়েছিলো বেশ কিছু ম্যাচে। দীর্ঘ ইনিংসও যে তিনি খেলতে সক্ষম তা ধ্রুব বুঝিয়েছেন ২০২৪ আইপিএলে (IPL)। পেয়েছেন প্রথম অর্ধশতক। করেছেন ১৯৫ রান। চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে তাঁর। মাত্র ২৩ বছর বয়স তাঁর। ফ্র্যাঞ্চাইজি মনে করছে আগামীর মহাতারকা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তাঁর। তাই নিলাম থেকে আরও একবার ধ্রুব জুড়েলকে ফেরানোর চেষ্টা করবে রয়্যালস টিম ম্যানেজমেন্ট।