সন্দীপ শর্মা-
![IPL 2025: রাজস্থানের রেডারে চার তারকা, নিলাম থেকে যাঁদের দলে ফেরাতে মুখিয়ে থাকবে ফ্র্যাঞ্চাইজি !! 2 Sandeep Sharma | IPL | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/08/sandeep.png)
প্রসিদ্ধ কৃষ্ণা’র বিকল্প হিসেবে ২০২৩ সালে সন্দীপ শর্মা’কে (Sandeep Sharma) দলে সামিল করে রাজস্থান রয়্যালস। ডান হাতি মিডিয়াম পেসার গত দুই মরসুমে রয়্যালস একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ৫ উইকেট নিতে দেখা গিয়েছে তাঁকে। পাওয়ার প্লে’তে আঁটোসাঁটো বোলিং করা হোক, অথবা ডেথ ওভারে প্রতিপক্ষ ব্যাটার-কে বিভ্রান্ত করে উইকেট ছিনিয়ে নেওয়া, সন্দীপ’কে নানা ভূমিকায় ব্যবহার করতে দেখা গিয়েছে কোচ কুমার সাঙ্গাকারা’কে। আগামী আইপিএলে (IPL) তাঁকে গোলাপি-নীল জার্সিতেই দেখতে চাইবেন সঞ্জু স্যামসন, জস বাটলার’রা। ছয়জনের রিটেনশন স্লটে দেখা যাবে না তাঁকে। কিন্তু নিলাম থেকে আরও একবার তাঁকে দলে ফেরানোর চেষ্টা করবে রাজস্থান (RR)। আপাতত ফ্র্যাঞ্চাইজির সাথে তাঁর চুক্তি ৫০ লক্ষ টাকার। নিলামে সম্ভবত বাড়তে চলেছে সন্দীপের প্রাইস ট্যাগ।