IPL 2025: গত আইপিএলের (IPL) প্রথম পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলেছিলো রাজস্থান রয়্যালস (RR)। লম্বা সময় লীগ তালিকার শীর্ষেও ছিলো তারা। কিন্তু মাঝপথে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিলো তাদের। পরপর বেশ কিছু ম্যাচ হেরে পয়লা নম্বর থেকে তিনে নেমে গিয়েছিলেন সঞ্জু স্যামসনরা (Sanju Samson)। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এঁটে উঠতে পারে নি তারা। ছিটকে যেতে হয় চেন্নাইয়ের মাঠে। ২০০৮-এর পর দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয় নি আর। ২০২৫-এ নতুন উদ্যমে মাঠে নামতে চাইছে রাজস্থান (RR) ফ্র্যাঞ্চাইজি। মেগা অকশনে নতুন করে দল গুছিয়ে নেওয়াই লক্ষ্য তাদের। রিটেনশন তালিকায় কোন ছয়জন থাকতে পারে তা নিয়ে আলোচনা চলছে। একইসাথে বিশেষজ্ঞদের ধারণা নিলাম থেকেও পুরনো স্কোয়াডের অন্তত চারজন খেলোয়াড়কে ফেরানোর চেষ্টা করবে তারা।
Read More: হঠাৎ করে দুঃখের পাহাড় ভেঙে পড়লো রোহিত শর্মার মাথায়, হাতছাড়া হলো ৫০ কোটি টাকা !!
শিমরণ হেটমায়ার-
তালিকায় উপরের দিকে নাম থাকতে পারে শিমরণ হেটমায়ারের (Shimron Hetmyer)। রাজস্থান রয়্যালসের হয়ে গত কয়েকটি মরসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। ১২ বা ১৩ রান প্রতি ওভারে তোলার প্রয়োজন থাকলেও অবলীলায় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে হেটমায়ারকে (Shimron Hetmyer)। দলের সাফল্যের পিছনে তাঁর ভূমিকা ঠিক কতটা তা বোঝা যায় পরিসংখ্যান চোখ বোলালেই। গত তিন বছরে যথাক্রমে ৩১৪, ৩০০ ও ১১৩ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট প্রতি মরসুমেই ঘোরাফেরা করেছে ১৫০’র উপরে। ২০২৪-এ আশানুরূপ রান না পেলেও তাঁকে এখনও দলের অন্যতম প্রয়োজনীয় অংশ বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজি। যথেষ্ট পরিমাণে স্লট না থাকার দরুণ হয়ত রিটেন করা যাবে না ক্যারিবিয়ান ক্রিকেটারকে। কিন্তু নিলামে তাঁর পিছনে ফের বিপুল অর্থ খরচের চেষ্টা থাকবে রাজস্থানের।