Kkr
Kolkata Knight Riders | Image: Getty Imagss

নীতিশ রাণা-

Nitish Rana | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

এই তালিকায় তৃতীয় নামটি হতে পারে নীতিশ রাণা’র (Nitish Rana)। ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন তিনি। বাম হাতি ব্যাটার সাফল্যও পেয়েছেন বেগুনি-সোনালী জার্সি গায়ে। ২০১৮-২০২৩, টানা ছয় মরসুম ৩০০ বা তার বেশী রান করেছেন। নাইট রাইডার্স (KKR) মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ তিনি। টিম ম্যানেজমেন্টেরও অত্যন্ত কাছের নীতিশ। ২০২৩-এ শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে যাওয়ায় নেতৃত্বভার’ও সামলেছেন। তবে ২০২৪ সালে চোট-আঘাত ভুগিয়েছে নীতিশকেও। মাত্র ২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। করেন ৪২ রান। তারপরও দিল্লীর ক্রিকেটারকে ধরে রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। যথেষ্ট পরিমাণ রিটেনশন স্লট না থাকায় হয়ত রিলিজ করে দিতে হবে নীতিশ’কে। কিন্তু নিলাম থেকে আবারও তাঁকে নেওয়ার চেষ্টা করবে কলকাতা। বর্তমানে ৮ কোটি টাকার চুক্তি রয়েছে তাঁর সাথে। এই অঙ্কে বদল আসার সম্ভাবনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *