মিচেল স্টার্ক-
২০২৪ মরসুমের মিনি নিলামে মিচেল স্টার্ক’কে (Mitchell Starc) পেতে মরিয়া হয়ে আসরে নেমেছিলো কলকাতা নাইট রাইডার্স। ২৪.৭৫ কোটি টাকার রেকর্ড মূল্যে অজি পেসারকে দলে নেন বেগুনি-সোনালী শিবির। প্রথম কয়েক ম্যাচে সেরা ছন্দে পারফর্ম করতে পারেন নি স্টার্ক। কিন্তু তাও তাঁর উপর আস্থা রেখেই এগিয়েছে কলকাতা (KKR)। যত মরসুম এগিয়েছে, ততই ক্ষুরধার হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে আইপিএলের (IPL) প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে স্টার্কের ওপেনিং স্পেল’ই লড়াইয়ের পাল্লা নাইটদের দিকে ঝুঁকিয়ে দেয়। আগামীতেও বাম হাতি পেসারকে ধরে রাখতে নিঃসন্দেহে চাইবেন নাইট ফ্র্যাঞ্চাইজির কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে বিশাল প্রাইস ট্যাগের জন্য রিটেনশন তালিকায় সম্ভবত রাখা হবে না তাঁকে। নিলামে ৯-১০ কোটি টাকা স্টার্কের পিছনে খরচ করা হতে পারে।