IPL 2025: আগামী ডিসেম্বরে আইপিএলের (IPL) মেগা অকশন হওয়ার কথা। ৩১ জুলাই বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিদের একটি বৈঠক আয়োজন করা হয়েছিলো। সেখানে রিটেনশন ও রিলিজের নিয়মিনীতি নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গ ওঠে আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার নিয়েও। তবে তারপর এক মাস কেটে গেলেও সরকারীভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করেন নি জয় শাহ’রা (Jay Shah)। কতজন’কে ধরে রাখা যাবে, কতজনই বা নাম লেখাবেন বাতিলের খাতায়, তা নিয়ে অন্ধকারে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সূত্রের খবর ছয়টি রিটেনশনের হয়ত ছাড়পত্র দেওয়া হবে। সবরকম পরিস্থিতি ও সম্ভাবনার কথা মাথায় রেখেই ছক সাজাচ্ছে দলগুলি। ব্যতিক্রম নয় নাইট রাইডার্স’ও (KKR)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রিলিজ-রিটেনশনের পাশাপাশি ভেবে রেখেছে কাদের পুনরায় দলে ফেরানো হবে নিলাম থেকে।
Read More: IPL 2025: শ্রেয়স আইয়ারকে ছেঁটে ফেলছে KKR, বিদায়বেলায় অধিনায়ককে শুভেচ্ছা শাহরুখের ফ্র্যাঞ্চাইজির !!
ফিল সল্ট-
এই তালিকায় একদম শুরুতেই থাকবেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট (Phil Salt)। ২০২৩ সালে দিল্লী ক্যাপিটালসে (DC) ছিলেন তিনি। বিশেষ সাফল্য পান নি। দল’ও পান নি পরের মিনি নিলামে। ২০২৪ মরসুমে জেসন রয় সরে দাঁড়ানোয় তড়িঘড়ি বিকল্প হিসেবে তাঁকে সই করিয়েছিলো নাইটরা। বেগুনি-সোনালী জার্সি গায়ে চাপিয়ে ঝড় তুলে দিয়েছিলেন সল্ট। সুনীল নারাইনের সাথে তাঁর জুটি কলকাতার (KKR) ট্রফি জয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিলো। আন্তর্জাতিক ম্যাচ থাকার কারণে প্লে-অফে খেলতে পারেন নি যদি। তবুও মরসুমে ১২ ম্যাচে ৩৯.৫৫ গড় ও ১৮২.০১ গড়ে তিনি করেছেন ৪৩৫ রান। সুনীল নারাইনের পর নাইটদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক’ও ছিলেন সল্ট। কেবল ছ’টি রিটেনশন স্লট থাকায় তাঁকে ‘রিটেন’ হয়ত করতে পারবে না কলকাতা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু নিলামে তাঁর জন্য আবারও ঝাঁপাতে পারেন বেঙ্কি মাইশোর’রা।