IPL 2025: গত মরসুমে আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছিলো তারা। কিন্তু এই বছর দেখা গিয়েছে সম্পূর্ণ উলটো ছবি। মরসুমের শুরুটাই হার দিয়ে করেছিলো বেগুনি-সোনালী শিবির। ইডেন গার্ডেন্সে মুখ থুবড়ে পড়তে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি। গতকাল বেঙ্গালুরুর বিরুদ্ধেই ফিরতে পর্বের ম্যাচটি বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় আইপিএলের প্লে-অফের দৌড় থেকেই ছিটকে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়নরা। এই বিপর্যয়ের কারণ কি? বিশ্লেষণে উঠে আসছে একের পর এক তত্ত্ব। কেউ দুষছেন তারকাদের অফ ফর্ম’কে, কেউ আবার দায় চাপাচ্ছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্ট্র ডোয়েন ব্র্যাভোর কাঁধে। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ আবার মনে করেন যে দলগঠনের গোড়াতেই গলদ ছিলো কলকাতার।
Read More: IPL 2025: এই ৩ ক্রিকেটার ডুবিয়েছেন KKR’কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !!
পরিকল্পনাতেই ভুল ছিলো নাইটদের-

২০২৪-এর আইপিএলে (IPL) নাইট রাইডার্সের সাফল্যের অন্যতম কারণ ছিলেন ফিল সল্ট, মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ারদের মত ক্রিকেটাররা। কিন্তু এবার তাঁদের মধ্যে কাউকেই আর রিটেন করে নি ফ্র্যাঞ্চাইজি। জেড্ডার মেগা নিলামেও স্টার্ক বা শ্রেয়সদের জন্য বেশীদূর এগোতে দেখা যায় নি ভেঙ্কি মাইশোরদের (Venky Mysore)। বরং অকশন পার্সে থাকা ৫২ কোটির মধ্যে ২৩.৭৫ কোটি টাকা খরচ করেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের জন্য। এছাড়া ক্যুইন্টন ডি কক, অনরিখ নর্খিয়া, স্পেন্সার জনসনদের দলে নেওয়া হলেও ধারে ও ভারে গত বছরের স্কোয়াডের তুলনায় এবারের স্কোয়াড পিছিয়ে ছিলো অনেকটাই। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে “এবার কলকাতাকে খানিক দুর্বল লাগছে।” তিনি যে সঠিক ছিলেন তা প্রমাণিত হয়েছে নাইটদের হতশ্রী পারফর্ম্যান্স থেকেই।
গতকাল কলকাতা (KKR) খেতাবী দৌড় থেকে ছিটকে যাওয়ার পর তোপ দেগেছেন অ্যারন ফিঞ্চ’ও (Aaron Finch)। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলীয় প্রাক্তনী জানিয়েছেন, “নিজেদের দোষ দেওয়া ছাড়া আর কিছুই করার নেই ওদের (নাইট রাইডার্সের)। ওরা দলের ভারসাম্যটাই খুঁজে পায় নি। ওরা যখন নয়জন ব্যাটারকে নিয়ে মাঠে নামছে, ওদের ইমপ্যাক্ট সাবস্টিটিউট (অঙ্গকৃষ) রঘুবংশী, তখন আশা করা যায় যে অল-আউট আক্রমণে যাবে ওরা, পরিস্থিতি যাই হোক না কেন। কিন্তু এই বছরে একাধিকবার এমন হয়েছে যে প্রয়োজনীয় রান-রেট ১৫’র উপর উঠে গিয়েছে ডাগ-আউটে ছয়জন ব্যাটার বসে থাকা সত্ত্বেও। আমি মনে করি এটা কেকেআরের জন্য পরিকল্পনাগত দিক থেকে একটি বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।” টিম ম্যানেজমেন্টের পাশাপাশি রাহানে-রাসেলদের দিকেও আঙুল তুলেছেন ফিঞ্চ।
KKR-কে ভুল ধরিয়ে দিলেন ফিঞ্চ-

ঠিক কোথায় কোথায় ভুল ছিলো নাইট রাইডার্সের? স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সে নিয়েও মুখ খুলেছেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। তিনি প্রশ্ন তুলেছেন গতবারের চ্যাম্পিয়নদের ব্যাটিং অর্ডার নিয়ে। বলেন, “খেলোয়াড়দের সঠিক পজিশনে খেলার সুযোগই না দিলে তাঁদের থেকে সেরাটা কি করে বের করে আনা যাবে?” সুনীল নারাইন ব্যাট হাতে সাফল্য না পেলেও গোটা মরসুম জুড়ে তাঁকে শুরুতেই নামিয়ে গিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। পরিকল্পনায় নমনীয়তার অভাব ডুবিয়েছে নাইটদের, মনে করছেন ফিঞ্চ। “পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন যে পাওয়ার-প্লে’তে রাহানে যত রান করেছে তার ছিটেফোঁটাও করে নি পাওয়ার-প্লে’র বাইরে। তাও কেন ওকে তিনে খেলানো হচ্ছে?” প্রশ্ন তাঁর। আন্দ্রে রাসেলকে ১২ ওভারের মধ্যে মাঠে নামালে সুবিধা হত কলকাতার, মনে করেন ফিঞ্চ।