IPL 2025: ইডেনে হচ্ছে না আইপিএল ফাইনাল, বিসিসিআইয়ের সিদ্ধান্তে বুক ভাঙলো কলকাতার ফ্যান্সদের! 1

IPL 2025: বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি লিগ আইপিএল আবার কবে থেকে শুরু হবে তার জন্য ক্রিকেট ভক্তরা দিন গুনছেন। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। তবে কর্মকর্তারা এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে দেশের স্বার্থ এবং ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। অন্যদিকে নতুন ক্রীড়া সূচী তৈরি করা হলে একাধিক বিষয় বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এই বছর আইপিএলের ফাইনাল আয়োজন করার কথা ছিল। কিন্তু সূত্র অনুযায়ী এই গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতা থেকে সরে যেতে চলেছে।

Read More: পাকিস্তানকে বয়কট করলো বিদেশি ক্রিকেটাররা, কান ধরে বললেন, “বেঁচে থাকতে আর যাবো না” !!

ইডেনে হবে না ফাইনাল-

IPL 2025: ইডেনে হচ্ছে না আইপিএল ফাইনাল, বিসিসিআইয়ের সিদ্ধান্তে বুক ভাঙলো কলকাতার ফ্যান্সদের! 2
Eden Gardens | Images: Getty Images

কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা থেকে পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর জবাব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। এইরকম যুদ্ধের আবহের মধ্যে বিসিসিআই (BCCI) নিরাপত্তার কারণে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়। পুনরায় এই টুর্নামেন্ট শুরু করা নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। রবিবার গুরুত্বপূর্ণ আলোচনার পর বিসিসিআইয়ের সহ সভাপতি রাজিব শুক্লা (Rajeev Shukla) খুব তাড়াতাড়ি এই টুর্নামেন্ট শুরু হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। সূত্র অনুযায়ী ১৬ বা ১৭ মে থেকে আবার শুরু হতে পারে আইপিএল (IPL 2025)। ফলে ৩০ মে বা ১ জুন এই টুর্নামেন্টের ফাইনাল হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো সূচী অনুযায়ী কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ম্যাচের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছিল । কিন্তু সম্ভবত এই বছর আইপিএলের (IPL 2025) ফাইনাল ইডেন গার্ডেন্সে হবে না। বিকল্প স্টেডিয়াম হিসেবে ইতিমধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কেন ইডেন থেকে সরছে ফাইনাল?

IPL 2025: ইডেনে হচ্ছে না আইপিএল ফাইনাল, বিসিসিআইয়ের সিদ্ধান্তে বুক ভাঙলো কলকাতার ফ্যান্সদের! 3
Eden Gardens | Images: Getty Images

এই বছর আইপিএলের (IPL 2025) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ইডেন গার্ডেন্সে শুরু হয়েছিল। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) বিপক্ষে মাঠে নামে। ফলে ফাইনাল ম্যাচ ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে সরিয়ে নেওয়ার খবরে মন ভেঙেছে কলকাতার ক্রিকেটপ্রেমীদের। সূত্র অনুযায়ী ৩০ মে বা ১ জুন আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী শহরে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে কলকাতায় ফাইনাল অনুষ্ঠিত হলে ম্যাচটি বিঘ্নিত হতে পারে। তাই এই বিষয়টি ইতিমধ্যেই কর্মকর্তাদের চিন্তার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই (BCCI) বাকি ম্যাচগুলি সফলভাবে দ্রুত শেষ করতে চাইছেন। অন্যদিকে এই বছর আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য কর্মকর্তারা কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুকে চিহ্নিত করেছেন। কারণ এই জায়গাগুলি পাকিস্তান বর্ডারের থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। তবে বিষয়গুলি বর্তমানে জল্পনার পর্যায়ে রয়েছে। রাজীব শুক্লা (Rajeev Shukla) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “সংঘর্ষ বিরতির মধ্যে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছে। সমগ্র পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। খুব দ্রুত আমরা একটা রাস্তা খুঁজে পাবো এবং নতুন ক্রীড়া সূচী প্রকাশ করবো।”

Read Also: IPL 2025: ছাঁটাই নিশ্চিত ব্র্যাভো-চন্দ্রকান্ত পণ্ডিতের, পরবর্তী কোচ খুঁজে নিলো নাইট রাইডার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *