ভারত–পাক সংঘাতের জেরে এবার স্থগিত রাখা হয়েছে আইপিএল ২০২৫ (IPL 2025)। চলতি আইপিএল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ রাখা হলেও আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ইতিমধ্যে চলতি আইপিএলে ৫৮টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আইপিএলের মেগা মঞ্চে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলই প্লে অফে কোয়ালিফাই করার খুব কাছাকাছি উঠে এসেছিল। তবে, গতকাল খেলা চলাকালীন হঠাৎ করেই ফ্ল্যাড লাইট বন্ধ হতে শুরু করে আর এই পরিস্থিতিতে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়াল রা।
ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল হওয়ার আসল কারণ ছিল জম্মুতে পাকিস্তানের আক্রমণ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয় এবং দর্শকদের মাঠ থেকে বাইরে বের করে দেওয়া হয়। যদিও, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ধর্মশালায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল এবং তার ফলেই ম্যাচটি বাতিল করা হয়। তবে, প্রশ্ন এখন একটাই কবে আবার শুরু হবে আইপিএল ২০২৫ ?
Read More: IPL 2025: মিচেল স্টার্কের বদলি ক্রিকেটার খুঁজে পেলো দিল্লি, এই কিংবদন্তি বাকি মরসুম জুড়ে করবেন তান্ডব !!
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল

গতকাল বিসিসিআই তাদের নতুন আইপিএল ২০২৫’এর (IPL 2025 REVERSED SCHEDULE) সময় সূচি প্রকাশ্যে এনেছে। ৯ দিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হচ্ছে আইপিএল। আগামী ১৭মে থেকে আবার শুরু হবে মেগা টুর্নামেন্ট। তবে টুর্নামেন্টের প্লে-অফের ম্যাচ গুলি কোথায় খেলা হবে তা এখনও জানা যায়নি। বিসিসিসিআই আইপিএলের বাঁকি ম্যাচগুলোর জন্য ছয়টি ভ্যানু বেছে নিয়েছে। জয়পুর, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, লখনৌ ও ব্যাঙ্গালুরুকে বেছে নিয়েছে গ্রুপ পর্যায়ের ১৩টি ম্যাচের জন্য। তবে, আইপিএল ২০২৫’এর প্রথম সময় সুচিতে ইডেন গার্ডেন্স এবং রাজীব গান্ধী স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কোথায় খেলা হবে তা নিয়ে চলছে জল্পনা।
ভারত ও পাকিস্তানের অন্তদ্বন্ধ এখন অনেকটাই স্বাভাবিক। তবুও সূত্রের খবর, এবারের আইপিএলের কোয়ালিফায়ার আর ফাইনাল কোনওটাই হচ্ছে না ইডেনে। তার বদলে, গুজরাতের আহমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল টি অনিষ্ঠিত হতে পারে। এখানেই দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে মোট দুটি ম্যাচ খেলা হতে পারে। তাছাড়া, প্লে অফের অন্য ভ্যানু হিসাবে মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামকে বেছে নেওয়া হবে। এখানে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর মিলিয়ে মোট দুটি খেলা হতে পারে। আইপিএলের নতুন সূচি অনুযায়ী ২৯মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে হবে এলিমিনেটর। এই দুই ম্যাচ মুম্বাইতে হবে এবং ১ জুন ও ৩ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।