IPL 2025: গত বছর দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। অবসান হয়েছিলো এক দশকের অপেক্ষার। ২০২৪-এর পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও যদিও চোখে পড়ছে না ২০২৫-এ এসে। ছন্নছাড়া নাইটরা আদৌ খেতাব ধরে রাখতে পারবে বলে আশাবাদী নন অধিকাংশ সমর্থক’ই। নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে সাতটি ম্যাচ খেলেছে কলকাতা (KKR)। এর মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। হার চারটি। দিনকয়েক আগে ১১২ তাড়া করতে নেমেও মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। আজ মুম্বই ওয়াংখেড়েতে চেন্নাইকে (CSK) হারিয়ে দেওয়ায় সাত নম্বরে নেমে আসতে হয়েছে বেগুনি-সোনালী বাহিনীকে। আগামীকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ইডেনে কোনো অঘটন ঘটলে দুর্দশা আরও বাড়বে নাইট রাইডার্সের।
Read More: IPL 2025: “শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলো…” রোহিত-সূর্যের দাপটে ধরাশায়ী চেন্নাই, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস মুম্বই সমর্থকদের !!
কোচ ও মেন্টরকে নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ-

২০২৪-এর ট্রফি জয়ের নেপথ্য নায়ক যে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ছিলেন তা বারবার অনুভব করা যাচ্ছে এই বছর। কলকাতা ফ্র্যাঞ্চাইজির মেন্টরের আসন ছেড়ে জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তনী। তাঁর শূন্যতা পূরণ করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে দল। মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো’কে (Dwayne Bravo)। কিন্তু তাঁর মগজাস্ত্রে ধার গম্ভীরের ধারেকাছেও পৌঁছতে পারছে না। হতাশ করেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত’ও। ক্যুইন্টন ডি কক, স্পেন্সার জনসনদের অফ ফর্ম সত্ত্বেও লাগাতার খেলিয়ে যাওয়া, রিঙ্কু সিং-কে ব্যাটিং অর্ডারের আট নম্বরে ঠেলে দেওয়া বা অনরিখ নর্খিয়াকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার মত সিদ্ধান্তগুলির ব্যাখ্যা পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ সূত্রে খবর যে গুজরাত ম্যাচে দল হারলে কোচিং স্টাফে বড়সড় রদবদল করতে পারে ফ্র্যাঞ্চাইজি।
অন্ধকারের মধ্যে আশার আলো অবশ্যই নাইট শিবিরে অভিষেক নায়ারের (Abhishek Nayar) প্রত্যাবর্তন। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী হয়ে কেকেআর ছেড়ে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র আট মাসের মধ্যেই তাঁকে বরখাস্ত করেছে বিসিসিআই। সুযোগ হাতছাড়া করেন নি শাহরুখ খান, জুহি চাওলারা। তাঁরা ফিরিয়ে নিয়েছেন অভিষেককে। রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশীর মত ক্রিকেটারদের কার্যত নিজের হাতে গড়েছেন অভিষেক। জানেন তাঁদে ব্যাপারে খুঁটিনাটি। তাঁর টিপসে আগামী ম্যাচগুলিতে সেরা ছন্দে ফিরবেন কলকাতার (KKR) ব্যাটাররা, আশায় সমর্থকেরা। অভিষেকের প্রত্যাবর্তনকে স্বাগত জানালেও চন্দ্রকান্ত পণ্ডিত-ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) জুটিকে নিয়ে এখনও সন্দিহান নাইট ভক্তদের অনেকেই। উঠছে তাঁদের সরানোর দাবী।
মর্গ্যানকে চাইছেন সমর্থকেরা-

কোচ বা মেন্টর হিসেবে প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক ইওন মর্গ্যানকে চেয়ে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করতে দেখা গিয়েছে নাইট সমর্থকদের একটা বড় অংশকে। ২০১১ সালে প্রথম কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ছিলেন ২০১৩ অবধি। এরপর কেরিয়ারের সায়াহ্নে ২০২০ সালে ফিরেছিলেন ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজিতে। ২০২১ আইপিএল (IPL) মরসুমের মাঝপথে দীনেশ কার্তিককে সরিয়ে মর্গ্যানকে (Eoin Morgan) অধিনায়ক’ও বেছে নিয়েছিলো কেকেআর। তাঁর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিলো দল। সেই বার পৌঁছেছিলো ফাইনালে। অধিনায়ক হিসেবে মাঝ মরসুমে দলের হাল ধরে যেমন ভোল বদলে দিয়েছিলেন পারফর্ম্যান্সের, তেমনটা কোচ বা মেন্টরের ভূমিকাতেও করতে পারবেন মর্গ্যান, আশাবাদী সমর্থকেরা। ধারাভাষ্যের কাজে ভারতেই রয়েছেন ইংল্যান্ড তারকা। তাঁকে সত্যিই দায়িত্ব দেওয়া হয় কিনা সেদিকে থাকবে নজর।