ipl-2025-fans-react-to-gt-win-vs-dc

IPL 2025: গুজরাত টাইটান্সের (GT) জয়যাত্রা অব্যাহত। আজ দিল্লী ক্যাপিটালসের (DC) ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলো তারা। টসে জিতে গুজরাত অধিনায়ক শুভমান গিল প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন। অনবদ্য শতরান করেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু দিনের শেষে তাঁর ৬৫ বলে ১১২* রানের চোখধাঁধানো ইনিংস কোনো কাজেই এলো না। ২০০ রান তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেলো গুজরাত। চলতি আইপিএলে (IPL) অবিশ্বাস্য ফর্মে রয়েছেন টাইটান্স শিবিরের দুই ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) ও শুভমান গিল। আজও তাঁদের দু’জনের চওড়া ব্যাটই জয় নিশ্চিত করলো ২০২২-এর চ্যাম্পিয়নদের। ২০২৪-এ অষ্টম স্থানে শেষ করেছিলো গুজরাত। আজকের জয় তাদের পৌঁছে দিলো পয়েন্ট তালিকার শীর্ষস্থানে।

Read More: IPL 2025: করোনার কোপে ট্র্যাভিস হেড, ভারতে ফিরেও ছিটকে গেলেন আইপিএল থেকে !!

আজই দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে অর্ধশতরান করে কমলা টুপির দৌড়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। সন্ধ্যেয় তা ছিনিয়ে নিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। গুজরাত টাইটান্স ওপেনার শুধু শীর্ষস্থান দখলই করলেন না, সাথে বাকিদের থেকে নিজের দূরত্ব’ও বাড়িয়ে নিলেন বেশ খানিকটা। করলেন আইপিএল (IPL) কেরিয়ারের দ্বিতীয় শতরান। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটমাধ্যম। ‘ওর যে মাত্র ২৩ বছর বয়স তা বিশ্বাসই করা যায় না,’ লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘অসামান্য খেলছে এই মরসুমে। কোথায় গিয়ে থামবে কে জানে!,’ বিস্ময় কাটছে না আরও একজনের। ‘এই মরসুমের সেরা ক্রিকেটার নিঃসন্দেহে সাই,’ লিখেছেন আরও একজন। আজ তামিলনাড়ুর তরুণকে আউটই করতে পারে নি দিল্লী। ১০৮* করে অপরাজিত থাকেন তিনি।

ঝড় তুললেন শুভমান গিল’ও (Shubman Gill)। তিনি অপরাজিত রইলেন ৯৩* রান করে। আইপিএলের কেরিয়ারের পঞ্চম শতরানের দোরগোড়ায় পৌঁছেও মাইলস্টোন স্পর্শ করতে না পারায় আক্ষেপ সম্ভবত আজ তিনি ভুলে যাবেন প্লে-অফের যোগ্যতা অর্জনের আনন্দে। আজকের ফলাফল গুজরাতের (GT) পাশাপাশি প্লে-অফে পৌঁছে দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস-কেও (PBKS)। চতুর্থ দল কারা হবে তা নিয়ে আপাতত দড়ি-টানাটানি চলবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালসের মধ্যে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের ঝুলিতে। বাকি থাকা দু’টি ম্যাচে জিতলে ১৮ পয়েন্টে পৌঁছতে পারে তারা। সেক্ষেত্রে জায়গা করে নিতে পারে শেষ চারে। দিল্লীর ঝুলিতে আপাতত ১৩ পয়েন্ট। দুই ম্যাচ জিতলে তারা পৌঁছবে ১৭তে। ২১ তারিখের দিল্লী বনাম মুম্বই ম্যাচটি হতে পারে ভার্চুয়াল নক-আউট।

দেখুন ট্যুইটার চিত্র-

Also Read: IPL 2025: ঘুরে দাঁড়াতে ব্যর্থ রাজস্থান, সঞ্জুদের হারিয়ে এক দশক পর প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *