ipl-2025-fans-react-to-dc-inning-vs-gt

IPL 2025: আহমেদাবাদের চূডান্ত গরমে প্রথম বোলিং করতে হবে না জেনে খুশিই হয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। টসের সময় তাঁর মুখে যে স্মিত হাসিটি ছিলো তা নিঃসন্দেহে চওড়া হলো তাঁর দলের ব্যাটারদের পারফর্ম্যান্সের। চলতি আইপিএলে (IPL) অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছে দিল্লী ক্যাপিটালসের (DC) ব্যাটিং লাইন-আপ। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও জ্বলে উঠলো তারা। তথাকথিত বড় ইনিংস খেলতে দেখা যায় নি কাউকেই। কিন্তু ব্যাট হাতে অবদান রাখলেন প্রায় প্রত্যেকেই। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যা নির্ধারিত ২০ ওভারে দিল্লীকে পৌঁছে দিলো ২০৩ রানে। গুজরাতের বোলিং ব্রিগেডে উজ্জ্বল মুখ প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। রশিদ-সিরাজ-আর্শাদরা বিশেষ সাফল্য না পেলেও প্রাক্তন নাইট রাইডার্স পেসার আজ ফের তুলে নেন ৪টি উইকেট।

Read More: IPL 2025: লখন‌‌উয়ের বিরুদ্ধে দল থেকে বাদ সঞ্জু স্যামসন, জুনিয়র ‘বিরাট’ করবেন অধিনায়কত্ব !!

অফ ফর্মে থাকা জেক ফ্রেজার-ম্যাকগার্ককে বাদ দেওয়ার সাহস আজ দেখিয়েছিলেন দিল্লী ক্যাপিটালসের (DC) কোচ হেমাঙ্গ বাদানি। ওপেনার হিসেবে মাঠে নামেন অভিষেক পোড়েল ও করুণ নায়ার। আগ্রাসনের শুরুটা বাংলার তরুণ বাম হাতি করেন প্রথম ওভারে। আসে ১৬ রান। এরপরের ওভারেও আর্শাদকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের শিকার হতে হয় তাঁকে। লো ফুলটস সরাসরি মিড অনে দাঁড়ানো সিরাজের হাতে মেরে বসেন অভিষেক (Abishek Porel)। ‘ওকে ইনিংস বড় করা শিখতে হবে,’ শুভেচ্ছা জানিয়েও এ কথা বলতে দ্বিধা করেন নি এক ক্রিকেটপ্রেমী। নজর কাড়লেন করুণ নায়ার’ও (Karun Nair)। ২০২২-এর পর ২০২৫-এ আইপিএল (IPL) খেলার সুযোগ পেয়েছেন। তার পূর্ণ সদ্ব্যবহার করছেন ডান হাতি ব্যাটার। আজ ১৮ বলে ৩১ রান করেন তিনি। ‘করুণ এখনও ম্যাচে তফাৎ গড়ে দিতে পারে, বারবার প্রমাণ করছে ও,’ লিখেছেন আরও একজন।

আজ তিন নম্বরে নেমেছিলেন কে এল রাহুল (KL Rahul)। ২০০ স্ট্রাইক রেটে করেন ২৮ রান। মারেন ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা। ‘যাঁরা স্ট্রাইক রেট নিয়ে ওকে ট্রল করতেন, তাঁদের প্রত্যেক ম্যাচে জবাব দিচ্ছেন রাহুল,’ নেটদুনিয়ায় লিখেছেন এক অনুরাগী। অধিনায়কোচিত ইনিংস খেলেন অক্ষর প্যাটেল’ও (Axar Patel)। আহমেদাবাদ ‘ঘরের মাঠ’ তাঁর। ৩৯ করেন বাপু। ‘নেতৃত্ব পাওয়ার পর থেকে ওর খেলার মধ্যে অসাধারণ পরিণতিবোধ এসেছে,’ ইনিংস শেষে লিখেছেন এক নেটিজেন। রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারের নায়ক ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) আজ করেন ২১ বলে ৩১। তাঁর ধারাবাহিকতার প্রশংসা করেছেন অনুরাগীরা। নজর কেড়েছেন ‘ফিনিশার’ আশুতোষ শর্মা’ও। ১৯ বলে ৩৭ করেন তিনি। ‘পাঞ্জাবের ক্ষতি, দিল্লীর লাভ,’ তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজিকে খোঁচা দিয়ে লিখেছেন একজন। ‘এই ম্যাচ জমবে,’ ইনিংস শেষে প্রতিক্রিয়া নেটদুনিয়ার।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “ঘরের মাঠেই নাক কাটা গেল..”, পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে বেঙ্গালুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *