ipl-2025-fans-on-to-kkr-inning-vs-dc

IPL 2025: অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লী অধিনায়ক অক্ষর প্যাটেল। পিচ দেখে তিনি বলেছিলেন যে ১৯০ থেকে ২০০’র মধ্যে রান উঠতে পারে। অক্ষরের ভবিষ্যদ্বাণীকে ছাপিয়ে গেলো গত বারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত ২০ ওভারে তারা তুললো ৯ উইকেটের বিনিময়ে ২০৪ রান। শুরুটা ভালো করেছিলেন গুরবাজ ও নারাইন। বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেন রাহানে, রিঙ্কু,  অঙ্গকৃষ রঘুবংশী’রা। রাসেল ও রোভম্যানের ফিনিশিং টাচ-এ ২০০’র গণ্ডী পেরোলো বেগুনি-সোনালী শিবিরে। দিল্লীর হয়ে বল হাতে জোড়া উইকেট নিয়েছেন অক্ষর স্বয়ং, ২টি বিপ্রজ নিগমেরও। ১টি উইকেট পেয়েছেন মিচেল দুষ্মন্ত চামিরা। পুরনো দলের বিপক্ষে ৩ উইকেট পেলেও মিচেল স্টার্ক খরচ করেছেন ৪৩ রান।

Read More: “অকম্মার ঢেঁকি একটা…” দিল্লির বিরুদ্ধে মাত্র ৭ রানে আউট ভেঙ্কটেশ আইয়ার, সমাজ মাধ্যমে হলেন ব্যাপকভাবে ট্রোল !!

কার্যকরী ক্যামিও গুরবাজ-নারাইনদের-

Rahmanullah Gurbaz | IPL | Image: Getty Images
Rahmanullah Gurbaz | IPL | Image: Getty Images

প্রথম ওভারেই মিচেল স্টার্ককে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে রহমানুল্লাহ গুরবাজ বুঝিয়ে দিয়েছিলেন কি মনোভাব নিয়ে মাঠে নেমেছেন তিনি। এরপরের ওভারে দুষ্মন্ত চামিরার উপরেও চড়াও হন দুই নাইট ওপেনার। তৃতীয় ওভারে জোড়া বাউন্ডারি ও একটি ছক্কা হজম করলেও শেষমেশ ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে সক্ষম হন অজি বাম হাতি। তাঁর বল গুরবাজের ব্যাট ছুঁয়ে জমা পড়ে অভিষেক পোড়েলের দস্তানায়। গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ক্রুণাল পাণ্ডিয়ার ক্যাচ ফস্কে ‘ভিলেন’ হয়েছিলেন বাংলার তরুণ। আজ ‘ডাইভ’ দিয়ে ক্যাচ ধরে যেন প্রায়শ্চিত্ত করলেন তিনি। অভিষেকের প্রশংসা করেছেন নেটনাগরিকেরা। ১২ বলে ২৬ রান করে সোশ্যাল মিডিয়ার চর্চায় জায়গা করে নিয়েছিলেন গুরবাজ’ও।

প্রথম উইকেট হারানোর পরেও অ্যাক্সিলারেটর থেকে পা সরায় নি কলকাতা। রাহানে ও নারাইন যুগপৎ আক্রমণ চালান এরপর। পাওয়ার প্লে’র ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে নিয়েছিলো নাইট রাইডার্স। রানের গতি রুখতে স্পিন আক্রমণে আস্থা রাখেন দিল্লী অধিনায়ক অক্ষর। ২৭ রানের মাথায় বিপ্রজ নিগম ফেরান নারাইনকে। ‘আজও শুরুটা ভালো করে ইনিংস দীর্ঘায়িত করতে পারলো না,’ আক্ষেপ করে লিখেছেন এক নাইট রাইডার্স ভক্ত। পরের ওভারেই সাজঘরের পথে ফেরেন অজিঙ্কা রাহানেও। কলকাতার ক্যাপ্টেনকে ফেরান দিল্লীর অধিনায়ক। ‘সেয়ানে সেয়ানে লড়াই একেই বলে,’ লিখেছেন এক নেটিজেন। ১৪ বলে ২৬ রানের ক্যামিওতেই আটকে রইলেন আজ মুম্বইয়ের ক্রিকেটার।

তোপের মুখে ভেঙ্কটেশ আইয়ার-

Angkrish Raghuvanshi | IPL | Image: Getty Images
Angkrish Raghuvanshi | IPL | Image: Getty Images

২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে নাইট রাইডার্স। ব্যর্থতার অন্ধকার দিল্লীর বিরুদ্ধেও কাটাতে পারলেন না তিনি। আউট হন সাত রান করে। ‘পুরো টাকাটাই নষ্ট,’ ‘ওকে নিতে গিয়ে দলের ভারসাম্য নষ্ট হয়েছে,’ আক্রমণ শানিয়েছেন কলকাতার সমর্থকেরা। মধ্যপ্রদেশের অলরাউন্ডার দ্রুত ফিরলেও অবশ্য অঙ্গকৃষ ও রিঙ্কুর যথাক্রমে ৪৪ ও ৩৬ রানের দু’টি ইনিংস খানিক স্থায়িত্ব দিলো নাইটদের। ‘এই দু’জনই ভবিষ্যৎ। ওদের উপর বিনিয়োগ করা হোক,’ লিখেছেন একজন। ‘আমাদের বৈভব সূর্যবংশী নেই বটে, কিন্তু অঙ্গকৃষ রঘুবংশী আছে,’ মন্তব্য আরেকজনের। চেনা রাসেলের কিছু ঝলক শেষের দিকে দেখা গেলো বটে। কিন্তু ৯ বলে ১৭তে সীমাবদ্ধ রইলেন তিনি। ২০তম ওভারে তিন উইকেট খুইয়ে ২০৪-এ থামলো কলকাতা। শেষ ওভারে দুষ্মন্ত চামিরার নেওয়া একটি ক্যাচ বেশ ভাইরাল হয়েছে ট্যুইটারে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: শতকের পরদিনই বয়স বিতর্কে বৈভব, কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *