ipl-2025-fans-on-nitish-failure-vs-kkr

IPL 2025: গুয়াহাটির ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। ‘হোম টিম’ রাজস্থান শুরুটা সপ্রতিভ ভঙ্গিতে করলেও খেলা যত এগিয়েছে ততই চলে গিয়েছে ব্যাকফুটে। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল-লঞ্চ প্যাড পেয়েছিলেন প্রত্যেকেই। কিন্তু পারেন নি ইনিংসকে দীর্ঘায়িত করতে। মোক্ষম সময় আঘাত হেনে নাইটদের (KKR) সাফল্য এনে দিয়েছেন বৈভব আরোরা, মঈন আলি বা বরুণ চক্রবর্তীরা। কঠিন লড়াইতে রয়্যালস শিবিরের মুশকিল আসান হয়ে ওঠার সুযোগ ছিলো নীতিশ রাণা’র (Nitish Rana) সামনে। কিন্তু পারলেন না তিনিও। হায়দ্রাবাদের বিপক্ষে মরসুমের প্রথম ম্যাচে ৬ করেছিলেন তিনি। আজও ১০-এর গণ্ডী পেরোতে পারলেন না নীতিশ।

Read More: RR vs KKR: “সময় ফুরিয়ে এসেছে” কলকাতার বিপক্ষে ব্যর্থ সন্জু স্যামসন ভক্তরা নিলেন ক্লাস !!

২০১৮ সালে মুম্বই থেকে ‘ট্রেড’ হয়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) এসেছিলেন নীতিশ রাণা (Nitish Rana)। সাত বছর গায়ে চাপিয়েছেন বেগুনি-সোনালী জার্সি। ২০২৩-এ শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্বও তুলে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ২০২৫-এ আর তাঁর উপর আস্থা রাখতে পারেন নি ভেঙ্কি মাইশোররা। রিটেনশন তালিকায় ঠাঁই পান নি নীতিশ (Nitish Rana)। এমনকি জেড্ডার মেগা নিলামে তাঁর জন্য ‘বিড’ও করে নি কলকাতা। নাইট রাইডার্সের (KKR) সিদ্ধান্তে তিনি যে খুশি নন তা পরোক্ষে সোশ্যাল মিডিয়ায় জানিয়েই দিয়েছিলেন নীতিশ। সরব হয়েছিলেন তাঁর স্ত্রী সাচি মারওয়া’ও। বিচ্ছেদের পর নাইটদের বিপক্ষে মুখোমুখি দ্বৈরথে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে আজ নজর ছিলো সকলের। পছন্দের চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দিল্লীর বাম হাতি। কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না তিনি।

মর্যাদার ম্যাচে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরতে হলো নীতিশ’কে (Nitish Rana)। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি’র (Moeen Ali) বল তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে স্টাম্পে। পুরনো দলের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন তিনি। ‘ওকে বাতিল করে নাইট রাইডার্স সঠিক সিদ্ধান্তই নিয়েছে,’ জানিয়েছেন এক নেটিজেন। ‘নীতিশের বোঝা উচিৎ যে খেলাটা বাইশ গজে হয়, সোশ্যাল মিডিয়ায় নয়,’ মন্তব্য অন্য একজনের। ‘নাইটদের দিকে তোপ দেগেছিলো, এবার তার কর্মফল ভুগতে হচ্ছে,’ খোঁচা দিয়েছেন আরও এক ক্রিকেটপ্রেমী। ‘কলকাতার স্কোয়াড থেকে বাদ গিয়েছে আগেই। এভাবে চলতে থাকলে রাজস্থানের স্কোয়াড থেকেও ছাঁটাই হবে ও,’ মন্তব্য অন্য এক নেট নাগরিকের। ‘নীতিশ মোটেই আহামরি ক্রিকেটার নয়। মিডল অর্ডারে অন্য কাউকে ভাবুক রাজস্থান,’ কোচ দ্রাবিড়কে পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ৬, ৬, ৬…আশা জাগিয়েও ব্যর্থ রিয়ান পরাগ, ‘হোমকামিং’ সুখের হলো না রাজস্থান অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *