ipl-2025-fans-on-kkr-innings-vs-rr

IPL 2025: ‘মাস্ট উইন’ ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR)। ইডেনে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান, টসের সময় জানিয়েছিলেন তিনি। অধিনায়কের আস্থার মান রাখলেন নাইট ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৬ রান স্কোরবোর্ডে তুললো গত বারের চ্যাম্পিয়নরা। শুরুটা ভালো করেছিলেন গুরবাজ (Rahmanullah Gurbaz)। এরপর কার্যকরী ইনিংস খেলেন অধিনায়ক রাহানে ও তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশীও। তবে ডেথ ওভারে নজর কেড়ে নিলেন আন্দ্রে রাসেল। দীর্ঘ দিন বাদে তাঁর ব্যাটে দেখা গেলো ঝড়। ক্যারিবিয়ান দৈত্যের তাণ্ডবে দিশাহারা মনে হলো আর্চার, মাধওয়ালদের। সফল ফিনিশার রিঙ্কু’ও।

Read More: রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগেই নাইট শিবিরের কোন্দল প্রকাশ্যে, ভেঙ্কটেশ আইয়ার হয়ে উঠেছেন চোখের বালি !!

দ্বিতীয় ওভারেই সুনীল নারাইন ফিরে যাওয়ায় চাপ বেড়েছিলো কলকাতার (KKR) উপর। কিন্তু কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন গুরবাজ ও রাহানে (Ajinkya Rahane)। আফগান উইকেটরক্ষক-ব্যাটার ২৫ বলে ৩৫ রান করেন আজ। অধিনায়ক করেন ৩০। তাঁদের ৫৬ রানের জুটি ভিত শক্ত করে নাইটদের ইনিংসের। ‘ইডেনে রাহানে এবার ব্যাট হাতে ভরসা যোগাচ্ছে,’ ট্যুইটারে লিখেছেন একজন। ‘ডি কক’কে বাইরে পাঠিয়ে গুরবাজকে খেলানোই সঠিক সিদ্ধান্ত। বিরাট স্কোর না করলেও প্রায় রোজই শুরুটা ভালো করে ও,’ মন্তব্য অন্য এক ক্রিকেটপ্রেমীর। চার নম্বরে নেমেছিলেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। আরও একবার পরিণতিবোধের প্রমাণ দিলেন মুম্বইয়ের তরুণ। করলেন ৪৪ রান। ‘যতদিন যাচ্ছে দলের পক্ষে অপরিহার্য্য হয়ে উঠছে ও,’ প্রশংসায় ভরিয়েছেন এক নাইট সমর্থক।

২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ারকে আজ  নামায়ই নি কলকাতা (KKR)। বরং পাঁচে তুলে আনা হয়েছিলো আন্দ্রে রাসেলকে (Andre Russell)। নয়া পজিশনে বেশ সফল কলকাতার ক্যারিবিয়ান তারকা। চলতি আইপিএলের (IPL) অধিকাংশ ম্যাচে ব্যাট হাতে বেশ নড়বড়ে দেখিয়েছে তাঁকে। কিন্তু আজ দেখা মিললো পুরনো ‘দ্রে রাস’-এর। একের পর এক বল পাঠালেন বাউন্ডারির বাইরে। ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে শেষমেশ অপরাজিত থাকেন ২৫ বলে ৫৭ রান করে। ‘যখন রাসেল ফর্মে থাকে তখন প্রতিপক্ষের বোলাররা হাহাকার করেন,’ লিখেছেন একজন। ‘এই রাসেলকেই তো দেখতে চাই,’ মন্তব্য আরেকজনের। ‘দেরীতে হলেও ফর্মে ফিরেছে,’ স্বস্তি স্পষ্ট অন্য এক নেটিজেনের ট্যুইটে। ‘চার-ছক্কার বাদশাহ,’ মন্তব্য আরেকজনের। ৬ বলে ১৯* করে শুভেচ্ছা কুড়িয়েছেন রিঙ্কু সিং-ও (Rinku Singh)।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ইডেনে ঘনাচ্ছে কালবৈশাখীর কালো মেঘ, বৃষ্টিতে ভেসে যাবে KKR’র ট্রফি জয়ের স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *