ipl-2025-fans-on-kkr-inning-vs-csk

IPL 2025: আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)। সাধারণত কলকাতার মাঠে প্রথমে ব্যাটিং করার চেয়ে রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশী। কিন্তু সবাইকে এক প্রকার চমকে দিয়েই টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই সিদ্ধান্ত আদৌ সঠিক ছিলো কিনা ইনিংস শেষে তা নিয়েই চলছে চর্চা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয়েছে বেগুনি-সোনালী বাহিনী। অনেকেরই মনে পড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচটির কথা। ১৮০’র কমে সেদিনও আটকে গিয়েছিলো কেকেআর। রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলিরা। প্লে-অফের লড়াইতেও টিকে থাকতে হলে আজ জয় ছাড়া গতি নেই রাহানেদের। সেখানে চেন্নাইয়ের বিপক্ষে এহেন ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিলো কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।

Read More: KKR vs CSK: রাহানে-রাসেলের বিধ্বংসী ব্যাটিং, ইডেনে চেন্নাই বিপক্ষে ১৭৯ রান সংগ্রহ করলো কলকাতা !!

আজ বেশীদূর এগোয় নি কলকাতার (KKR) ওপেনিং জুটি। ৯ বলে ১১ রান করেই থামেন রহমানুল্লাহ গুরবাজ। আফগান তারকার ধারাবাহিক ব্যর্থতা কপালে ভাঁজ ফেলেছে সমর্থকদের। নেটদুনিয়ায় তাঁর সমালোচনা করেছেন তাঁরা। ‘ডি কক ব্যর্থ, গুরবাজ ব্যর্থ। এবার তো লভনীত সিসোদিয়াকে একটা ম্যাচে সুযোগ দেওয়া হোক,’ লিখেছেন এক নেটিজেন। ‘একটাও বড় ইনিংস দেখলাম না গুরবাজের থেকে,’ সখেদে জানিয়েছেন আরও এক নাইট ভক্ত। ২৬ করে আউট হন সুনীল নারাইন’ও (Sunil Narine)। ইডেনে চলতি মরসুমে বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৩৩ বলে ৪৮ রান আজও করেন তিনি। ‘কলকাতা ব্যাটিং-এর একমাত্র ধারাবাহিক মুখ,’ লিখেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। আজ আশাপূরণ করতে পারেন নি অঙ্গকৃষ রঘুবংশী। ২০ বর্ষীয় তরুণ থামেন ১ করেই।

ভেঙ্কটেশ আইয়ার আহত হওয়ায় আজ একাদশে সুযোগ পেয়েছিলেন মনীশ পাণ্ডে (Manish Pandey)। ২৮ বলে ৩৬* করে নাইট সমর্থকদের কাছে ‘ভিলেন’ আজ তিনিই। ‘টেস্ট ইনিংস খেলে ডুবিয়ে দিলো,’ আক্রমণ শানিয়েছেন একজন। ‘এই জন্যই নিয়মিত সুযোগ পায় না,’ লিখেছেন আরও একজন। ‘নিজের লেগ্যাসি দলে নিজেই নষ্ট করছে,’ কটাক্ষের তীর ছুঁড়েছেন অন্য এক নেটনাগরিকও। গত ম্যাচে অর্ধশতক করেছিলেন রাসেল। আজও ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হতাশ করেছেন রিঙ্কু। আউট হয়েছেন ৯ করে। চেন্নাই জার্সিতে আজ ইডেন শাসন করলেন নূর আহমেদ। তাঁর চায়নাম্যানে ঘায়েল ৪ নাইট রাইডার্স ব্যাটার। ‘স্পিন খেলতে বারবার সমস্যায় পড়ছে কলকাতা,’ হতাশা লুকিয়ে রাখেন নি এক কেকেআর ভক্ত। ‘এই মরসুমের অন্যতম সেরা খেলোয়াড় নূর,’ আফগান স্পিনার কুড়িয়েছেন শুভেচ্ছা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: পাক ভূমিতে ‘অপারেশন সিন্দুর’, প্রভাব পড়তে চলেছে আইপিএলের আঙিনাতেও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *